#Medical_Services_and_Reserch_Center
#AGM_2025, 21-06-2025 (২০০ কোটি টাকার মেগা প্রকল্প)
Narsingdi Medical College Hospital||AGM:2025
"মানুষ যা চাই তা কি পাই?"(সূরা নাজম ৩৯)
"মানুষ তা পাই যা সে চেষ্টা করে"(সূরা নাজম ২৪)
আজ সকাল ৯ টা টু সন্ধ্যা ৬ টা পর্যন্ত AGM কার্যক্রম চলেছে!অতি সুন্দর ও মনোমুগ্ধকর ও জাক-জমকভাবে নিজস্ব নব নির্মিত হাসপাতালের Conference রুমে প্রায় ১০০ জন পরিচালক ও সদস্যের উপস্থিতিতে এবং দুপুরের চমৎকার ভোজন ও সমাপ্তিলগ্নে মিষ্টি বিতরের মাধ্যমে শেষ হলো এবারের AGM 21-06-2025
Narsingdi Medical Services and Reserch Center
এক নজরে Medical Services and Reserch Center
AGM 2025, 21-06-2025 এর আজকের বর্ননা ও আমাদের মেগা প্রজেক্টের A to Z
#বর্তমানে_কার্যকরী_নতুন_পরিচালনা_পরিষদ
(নতুন পরিষদে আরো যুক্ত হবে)
( মুক্তিযোদ্ধা মো. সামসুজ্জামান, চেয়ারম্যান
বীর মুক্তিযোদ্ধা প্রফেসর কালাম মাহমুদ, কো-চেয়ারম্যান-১
ইঞ্জিনিয়ার নূরুল আমীন ভূঞা, কো-চেয়ারম্যান-২
ডা. এ.টি.এম. গোলাম দান্তগীর, ব্যবস্থাপনা পরিচালক
বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক
মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন, অর্থ পরিচালক
মো. রাসেল বিন হাসানাত, বিশেষ পরিচালক
মো. আসাদুজ্জামান সরকার, প্রধান নির্বাহী কর্মকর্তা
(আরো যুক্ত হবে নতুন পরিচালনা পরিষদের সদস্য)
#প্রকল্পের_লক্ষ্য_ও_উদ্দেশ্য
১. আধুনিক হাসপাতাল স্থাপন করে সাধারণ মানুষকে সহজ ব্যয়ে মানসম্মত চিকিৎসাসেবা প্রদান করা। বিশেষ করে চিকিৎসাক্ষেত্রে পশ্চাৎপদ নরসিংদী জেলার চিকিৎসা সঙ্কট দূর করে জনস্বাস্থ্যকে একটি মানসম্মত পর্যায়ে উন্নিত করা।
২. চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে একটি আন্তর্জাতিক মানের মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা।
৩. কর্মসংস্থানের মধ্য দিয়ে এলাকার বেকার সমস্যা দূরিকরণে সহায়তা করা।
৪. বাণিজ্যিক রীতির চিকিৎসার স্থলে সেবামূলক চিকিৎসাপদ্ধতি চালু করা।
৫. আন্তর্জাতিক মানের মেডিক্যাল কলেজ ও গবেষণাগার প্রতিষ্ঠা করা।
৬. চিকিৎসাশাস্ত্র অধ্যয়নে কোটার ভিত্তিতে এলাকার ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার প্রদান।
৭. নার্সিং ইনস্টিটিউট ও টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা।
৮. চিকিৎসাশিক্ষায় উচ্চতর গবেষণা করার সুযোগ সৃষ্টি করা।
৯. কলেজ প্রতিষ্ঠা করে যোগ্যতম চিকিৎসক সৃষ্টি করা।
১০. জনস্বাস্থ্য রক্ষা ও মানোন্নয়নে ভূমিকা রাখা।
১১. ব্লাডব্যাংক, ওষুধ কারখানা প্রতিষ্ঠা করা, চিকিৎসাসামগ্রী আমদানি-রপ্তানি করা।
১২. সাশ্রয়ীমূল্যে ওষুধের ব্যবস্থা করা।
১৩. চলতি বছরে নবনির্মিত ভবনে বহির্বিভাগীয় চিকিৎসা ও ডায়াগনোস্টিক সেবা সেন্টার চালু করা।
#ভবিষ্যৎ_পরিকল্পনা
১. মেডিক্যাল হাসপাতাল প্রতিষ্ঠার পর নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা। আন্তর্জাতিক মানের মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা।
৩. ব্লাডব্যাংক প্রতিষ্ঠা করা।
৪. ওষুধ কারখানা স্থাপন।
৫. ডায়ালাইসিস সেন্টার, আইসিইউ, ডেন্টাল কলেজ, টেকনিক্যাল ইনস্টিটিউট, ডায়াবেটিক হাসপাতাল ইত্যাদি প্রতিষ্ঠা করা।
৬. চিকিৎসাবিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার ব্যবস্থা করা।
#অর্জিত_সাফল্য
১. প্রকল্পের নামে ৪.৪৬ একর পরিমাণ ভূমি ক্রয়।
২. নিজস্ব ক্যাম্পাসে কার্যালয় স্থাপন।
৩. নিজস্ব বিদ্যুৎলাইন ও পানিলাইন সংযোজন।
৪. ৮০০০ বর্গফুট পরিমাণ হাসপাতাল ভবনের প্রথমতলার নির্মাণ
কাজ সম্পন্নকরণা। 1
৫. প্রকল্পের মেমোরেন্ডাম প্রণয়ন ও উপস্থাপন করা।
৬. তিনটি সাধারণসভা সফলভাবে সমাপ্তিকরণ।
৭. দুজন প্রহরী নিয়োগ, ফল ও সবজি বাগান করা।
৮.. বাল্যুভরাট করা ইত্যাদি।
#ভবিষ্যত_কর্মসূচী:
১। অতিশীঘ্রই নবনির্মিত ভবনের আউটডোর চালুর লাক্ষ্যে সাজ সজ্জা, এসি স্থাপন, জেনারেটর ক্রয়।
২। একটি আধুনিক ও কার্যকর ল্যাব স্থাপনের লক্ষ্যে যন্ত্রপাতি লাইসেন্স গ্রহনের ব্যবস্থা নেয়া।
৩। একটি নার্সিং ইনস্টিটিউট স্থাপন।
৪। একটি টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপন।
৫। নব নির্মিত ভবনের ২য় তলা এবং পর্যায়ক্রমে ৩য়, ৪র্থ তলা নির্মান।
৬। মূল লক্ষ্যে অগ্রসর হতে মাস্টারপ্ল্যান গঠন করা।
৭। মূল লক্ষে অগ্রসর হতে বহুতল বিশিষ্ট হাসপাতাল ভবন নির্মান করনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
করনীয়
উল্লেখিত কর্মসূচী বাস্তবায়নে পরিকল্পনা, মেধার প্রয়োগ, কর্মা সাধনের জন্য প্রধানা যা করনীয় তা হচ্ছে অর্থায়ন। আর এ অধ্যায়ন হবে পরিচালক ও সানস্যাগাণের প্রাদত ও প্রাদের অথেরি।
এই আপনাদের প্রাতি উদাত্ত আহবান আপনাদের কাছে গচ্ছিত প্রকল্পের জন্য প্রদেয় অর্থ অতিশীমা প্রদান করে প্রকল্পের সকল কার্যক্রমে গতি আনতে সহায়তা করলো।
#প্রারম্ভিকা
নরসিংদী জেলা এবং তার বাইরে সারা বাংলাদেশের সাধারণ মানুষকে সুচিকিৎসা প্রদান এবং চিকিৎসাশিক্ষা প্রসারের লক্ষ্যে স্থানীয় সুধিমহলের সমন্বিত উদ্যোগে নরসিংদী জেলায় প্রতিষ্ঠিত হয়েছে 'নরসিংদী মেডিক্যাল সার্ভিসেস এ্যান্ড রিসার্চ সেন্টার (প্রস্তাবিত)'। এই মেগা প্রকল্পের নানামুখী কর্মসূচির মধ্যে রয়েছে আধুনিক হাসপাতাল স্থাপন; নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা, টেকনিক্যাল ইনস্টিটিউট, ব্লাডব্যাংক স্থাপন, মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা, চিকিৎসাসামগ্রী উৎপাদন ও আমদানি-রপ্তানি করা, ওষুধ কারখানা প্রতিষ্ঠা, আধুনিক গবেষণাগার স্থাপন ইত্যাদি। এই লক্ষ্য বাস্তবায়নে বর্তমানে ১০ সদস্যবিশিষ্ট ব্যবস্থাপনা পরিষদ কাজ করে যাচ্ছে। প্রকল্পের প্রাথমিক কর্মসূচি হিসেবে নরসিংদী মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগ অচিরেই চালু হতে যাচ্ছে। প্রকল্পের মোট সদস্যসংখ্যা: পরিচালক সদস্য-৫০, সাধারণ সদস্য ৮০ জন।
এই প্রকল্পের স্বপ্নদ্রষ্টা ও উদ্যোগী পুরুষ হিসেবে তিনজন ব্যক্তির নাম শ্রদ্ধার সঙ্গে স্মর্তব্য। তাঁরা হচ্ছেন নরসিংদী জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ও জনপ্রিয় রাজনীতিক নেতা মরহুম এ্যাভোকেট মো: আসাদোজ্জামান, ডা. অজয় পাল ও মো: সামসুজ্জামান (অতিরিক্ত সচিব অব.)।
আল্লাহ কবুল করুক আমাদের এই মেগা প্রজেক্টটাকে,আমিন।
Asadullah(mbbs 4th year)
Member
Narsingdi Medical Services and Reserch Center
Narsingdi Medical College Hospital
Информация по комментариям в разработке