১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির জন্য গণিত বিষয়ে বিশেষ গাইডলাইন | NTRCA Math Preparation

Описание к видео ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির জন্য গণিত বিষয়ে বিশেষ গাইডলাইন | NTRCA Math Preparation

কোটা সংস্কার হয়ে যাবার পর, সকল সরকারি চাকরি পরীক্ষায় লড়াই হবে মেধার সাথে মেধার! প্রস্তুতি নিন আগে থেকেই।

𝐍𝐓𝐑𝐂𝐀- ৫ম গণবিজ্ঞপ্তি অনুযায়ী,
প্রায় ৯৭০০০ হাজারের বেশি লোক এমপিও-ভুক্ত স্কুল ও কলেজ পর্যায়ে কোন রকম তদবির বা ঘুষ ছাড়াই নিয়োগ হবে।

এতোগুলো পদে এবার কারা চাকরি পাবেন?

সহজ কথায় উত্তর হচ্ছে যারা ১৬ ও ১৭তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা নিয়োগ পাবেন। কিন্তু সমস্যা হচ্ছে, ১৬ ও ১৭তম নিবন্ধন পরীক্ষায় পাশ করেছেন প্রায় মাত্র ২৫ হাজার প্রার্থী। তাহলে, প্রায় ৯৭ হাজার লোক ১৬ ও ১৭তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে থেকে নিয়োগ দেওয়া তো অসম্ভব। এই বাকি প্রায় ৭০ হাজার লোকের নিয়োগ হবে ১৮তম এবং ১৯তম নিবন্ধন পরীক্ষায় কৃতকার্য হওয়া প্রার্থীদের মধ্যে থেকে।

সামনে কী দারুণ একটি সুযোগ!

এখন তাহলে করনীয় কী?

১৮তম নিবন্ধনে যেসকল প্রার্থী লিখিত পরীক্ষায় পাশ করবে অর্থাৎ বেশি নম্বর পাবে তাদের মধ্যে এই ৭০ হাজার থেকে ৩০-৩৫ হাজার প্রার্থী চাকরি পাবে। আর বাকি ৩০-৩৫ হাজার নিশ্চিতভাবেই ১৯তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ চাকরি পাবেন।

নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি পর্বে প্রিলি. কোর্সে আমরাই সেরা ফলাফল দিতে পেরেছি যা প্রমাণিত। নিবন্ধন প্রিলি. পরীক্ষায় সাফল্যের পরিপ্রেক্ষিতে সেরা প্রস্তুতির জন্য এবার আমরা আয়োজন করেছি একটি স্পেশাল ব্যাচ-

“𝐍𝐓𝐑𝐂𝐀 𝐏𝐫𝐞𝐥𝐢. 𝐀𝐝𝐯𝐚𝐧𝐜𝐞 𝐋𝐢𝐯𝐞 𝐁𝐚𝐭𝐜𝐡-7”

ভর্তি লিংকঃ https://biddabari.com/details/19th-NT...

𝐕𝐢𝐬𝐢𝐭 𝐍𝐨𝐰: www.biddabari.com

𝐃𝐨𝐰𝐧𝐥𝐨𝐚𝐝 𝐎𝐮𝐫 𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 𝐀𝐩𝐩: https://cutt.ly/EelmLryA


#শিক্ষকনিবন্ধন #শিক্ষকনিবন্ধনপ্রস্তুতি #ntrcaupdate2024 #ntrcawrittenpreparationmath #ntrcaupdate2024 #19thntrcaupdate #ntrcaupdate2024 #শিক্ষকনিবন্ধনপরীক্ষা2024 #শিক্ষকনিবন্ধনআবেদন2024 #ntrcaupdate2024today #শিক্ষকনিবন্ধনপ্রস্তুতি2024 #19thশিক্ষকনিবন্ধনচূড়ান্তসাজেশন #19thশিক্ষকনিবন্ধনসাজেশন

Комментарии

Информация по комментариям в разработке