প্রিয় ভাই, একটু সময় নিয়ে লেখাটি পড়ার অনুরোধ রইল!!
★★★
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন, উত্তর সুখাতী গ্রাম একটি সীমান্তবর্তী এলাকা, এখানকার শতকরা ৯০ ভাগ মানুষ খেতে খামারে কাজ করে, রিক্সা চালিয়ে ও অন্যান্য গায়ে খাটা কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। সরকারি পরিসংখ্যান বলছে, কুড়িগ্রাম জেলা হলো দেশের সবচেয়ে গরিব এলাকা। দৈনন্দিন জীবনে অভাব-অনটন এখানকার মানুষের নিত্যদিনের সঙ্গী। এই গরীব মানুষদের মধ্যে এমনও ঘর আছে, যেখানে তিনবেলা চুলা জ্বালানোও সম্ভব হয় না। তাদের কাছে শুধুমাত্র কোনরকম খেয়ে পরে বাঁচার নাম জীবন। এমনও সরল লোক দেখা যায়, আপনি যদি তাকে তিনবেলা খাবারের ব্যবস্থা করে দেন সে আপনার গোলামের কাজ করে দিবে। তাদের এই সরলতার সুযোগটাই নিচ্ছে খ্রিষ্টানদের মাধ্যমে পরিচালিত নানা এনজিও সংস্থা। যাদের মূল টার্গেট হলো, সামান্য অর্থ, খাবার, পোষাক দিয়ে মানুষের ঈমানকে কিনে নেওয়া। ভয়াবহ ব্যাপার হলো, ঈমানহারা মানুষের সংখ্যা দিন দিন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। গত কয়েকদিন আগে জানা গেল, পার্শ্ববর্তী এলাকায় (পানাকুড়ি)প্রায় ৪৩ টি পরিবার খৃষ্টান হয়ে গিয়েছে। পরবর্তীতে মেহনতের ফলে যারা পূনরায় মুসলমান হয়েছে তাদের মুখেই শোনা গিয়েছে, গ্রামে এমনও লোক আছে মুখে দাড়ি, মসজিদের ইমাম অথচ খৃষ্টান হয়ে গিয়েছে! হায় আফসোস !
"এমতাবস্থায় এই ভয়াবহ নীল নকশা থেকে সরল মানুষগুলোকে রক্ষা করতে, ইলমে দীনের প্রচার-প্রসারের বিকল্প কোন পথ নেই। এর জন্য প্রয়োজন ব্যতিক্রম কিছু কার্যক্রম, বা ইলমে দীনের অনন্য একটি মারকাজ। যার কাজ হবে বিস্তীর্ণ পরিসরে এবং যুগের চাহিদা অনুযায়ী। তাই অত্র অঞ্চলে দীনের চাহিদা পূরণে একটি অনন্য দীনি মারকাজ দাড় করানো সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছিল।
অতএব, এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে "আজিদানাহার তাহফিজুল কোরআন মাদ্রাসা" ২০২০ সালে স্থাপিত হয়েছে, যা দেশবরেণ্য হক্কানি ওলামায়েকেরামের পরামর্শে পরিচালিত হচ্ছে এবং এগিয়ে চলছে।
"কিন্তু আর্থিক অসঙ্গতির কারণে আমাদের কার্যক্রম বারংবার থমকে
যাচ্ছে ।
মাদ্রাসার বর্তমান আবাসন ব্যবস্থাঃ
★★★
বর্তমানে মাত্র একটি ঘর, যা এক আল্লাহর বান্দা শুরুতেই করেদিয়েছিলেন, ঐ ঘরটিতে মাত্র ৬০ জন ছাত্র/ছাত্রীর জায়গা দেওয়া আমাদের জন্য মুশকিল হয়ে পড়েছে। দিন দিন ছাত্রদের কষ্টও বেড়ে চলেছে। যার কারণে বর্তমানে আমাদের একটি ঘরের খুবই প্রোয়োজন ।
"অজু, গোসল ও টয়লেটের ব্যবস্থাপনারও বেহাল দশা।
"এছাড়া মাদরাসার লিল্লাহ ফান্ড দুর্বল হওয়ার কারণে গরীব, ইয়াতিম অনেক ছাত্রকে নতুন করে ভর্তি করার সুযোগ হচ্ছে না। ফিরিয়ে দিতে হচ্ছে।
অতএব, আপনার নিকট আকুল আবেদন এই যে, কোরআনের খাতিরে যদি একটি ঘর নির্মান করেদিতেন, অথবা ইয়াতিমদের জন্যে লিল্লাহ বডিং এ আপনার যাকাত হতে সহযোগিতা করতেন, তাহলে আমরা সারাজীবন আপনার শুকরিয়া আদায় করতাম, এবং আল্লাহ পাক আপনার বিনিময় হিসাবে জান্নাত নসিব করবেন ইনশাআল্লাহ ।
বিঃ দ্রঃ মাদ্রাসা টি youtube দেখতে সার্চ করুন azidanahar madrasha kurigram
★★★
আরজগুজারঃ
মুফতী লুৎফর রহমান ফয়জী ।
পরিচালক অত্র মাদরাসা।
মোবাইলঃ 01744877949 imo/WhatsApp
ইসলামী ব্যাংক বাংলাদেশ নাগেশ্বরী শাখা
account no 655
ইমেইল: [email protected]
"সরাসরি যোগাযোগের জন্য মাদরাসার ঠিকানাঃ
উত্তর সুখাতী, আজিদানাহার মাদ্রাসা, নাগেশ্বরী, কুড়িগ্রাম।
Информация по комментариям в разработке