চাকদহ গঙ্গা নদীর তীরে মল্লিকাবন ইকো ভিলেজ রিসোর্ট

Описание к видео চাকদহ গঙ্গা নদীর তীরে মল্লিকাবন ইকো ভিলেজ রিসোর্ট

চাকদহ গঙ্গা নদীর তীরে মল্লিকাবন ইকো ভিলেজ রিসোর্ট। কলকাতার শিয়ালদহ থেকে লোকাল ট্রেনে কৃষ্ণ নগর, শান্তি পুর, গেদে, রানাঘাট লোকাল ও লালগোলা প্যাসেঞ্জার ধরে 1.30 মিনিটের মধ্যে পৌঁছে যান চাকদহ। ট্রেনের সামনে দিকে উঠুন। 1 নম্বর প্ল্যাটফর্ম সামনে দায়ে বেরিয়ে এই সামনে গৌড়নগর ঘাটে যাবার টোটো ধরুন। এবং 20/- টাকা র বিনিময়ে 20 মিনিটের মধ্যে পৌঁছে যান গৌড়নগর ঘাটে। ঐ খান থেকে পায়ে হেঁটে 2 মিনিটের মধ্যে পৌঁছে যান মল্লিকাবন ইকো ভিলেজ রিসোর্ট। এখানে ডে আউটিং, বা 1দিন থেকে ও আসতে পারেন। একদম গঙ্গা নদীর তীরে মন্দ লাগবে না। এখানে নৌকা নিয়ে বলাগড়ী নদীর চড়ে গিয়ে পরিযায়ী পাখি দেখে আসতে পারেন। এছাড়াও গঙ্গা ও চূর্নী নদীর মোহনা, রায়ের জমি দার, বাড়ির ভগ্নবষেশ,মুকুন্দ নগর মন্দির, স্বর্ণ মন্দির, মঙ্গল দ্বীপ, জগন্নাথ মন্দির যা কিনা পুরির জগন্নাথ মন্দিরের আগে। নদীয়ার এক মাএ বৌদ্ধ মন্দির। এই সব দেখে নিতে পারেন।
কি ভাবে যাবেন :- শিয়ালদহ থেকে ট্রেনে করে চাকদহ, ও খান থেকে টোটো করে গৌড়নগর ঘাট। আর কলকাতা থেকে গাড়ি নিয়ে ও যেতে পারন।
রুম বুকিং এর যোগাযোগ বা ফোন নম্বর:-
মল্লিকাবন ইকো ভিলেজ রিসোর্ট।
গৌড়নগর ঘাট। চাকদহ। নদীয়া।
9475540252/8388002310.

Комментарии

Информация по комментариям в разработке