আমরা প্রায় সবাই জানি, ইমাম মাহদীর যখন ৪০ বছর বয়স হবে, তখন হজ্জ্বের সময় পবিত্র কাবা শরীফে তার আবির্ভাব হবে। কিন্তু ৪০ বছর পর্যন্ত আল্লাহ তায়ালা মাহদীকে গোপন রাখবেন, যাতে কাফেররা কোন ভাবেই চিনতে না পারে। হাদিস থেকে আমরা জানতে পারি, ইমাম মাহদীর শত্রু সুফিয়ানী মক্কায় মাহদী সন্দেহে কুরাইশ বংশের কিছু লোকদেরকে হত্যা পর্যন্ত করবে, যাতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল মাহদী নামে কারো আবির্ভাব হতে না পারে। তা সত্ত্বেও ঈমানদারেরা মক্কায় মাহদীকে ঠিকই চিনে ফেলবে এবং তার অনিচ্ছা সত্ত্বেও জোর করেই তাকে বাইয়াত দিবে এবং খলিফা নিযুক্ত করবে। তাই ঈমানদারেরা যাতে তাকে চিনতে পারে, সেজন্য মাহদীর কিছু অজানা তথ্য জানাতে চাই।
** হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, "মাহদীর আগমন (জন্ম) হবে এমন একটি গ্রাম থেকে, যাকে" কারাহ " বলা হয়।"
(লেখকঃ আল্লামা জালাল উদ্দিন সুয়ুতী (রহঃ), আল আরিফুল আরদি ফি আখবারিল মাহদী) 
** হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ) বলেন, "ক্রিমিয়া নামের একটি শহর বা, গ্রাম থেকে মাহদীর আবির্ভাব (জন্ম) হবে।" এই হাদিসটি আবু নাইম বলেছেন, এবং আবু বকর বিন আল মুখরী তার "মুজআম" নামক বইয়ে লিপিবদ্ধ করেছেন।
(লেখকঃ আল্লামা জালাল উদ্দিন সুয়ুতী (রহঃ), আল আরিফুল আরদি ফি আখবারিল মাহদী)
** মাহদী "কারাহ" নামক গ্রাম থেকে আসবেন (অর্থাৎ জন্ম গ্রহণ করবেন)।
(রিসালাত আল খুরুজ আল মাহদী পৃষ্ঠা নং - ৬৯)
** রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, একজন লোক (মাহদী) মদিনা থেকে মক্কায় আসবেন, লোকজন তার অনিচ্ছা সত্ত্বেও কাবা শরীফ ও মাকামে ইব্রাহিমের পাশে বাইয়াত দিবে (খলিফা নিয়োগ করবে)
(লেখকঃ মারী বিন ইউসুফ কারামী হাম্বলী, (ফাতাওয়ায়ে আল ফিকহ ফিল মাহদী আল মুনতাজার)
এবার আসুন খুঁজে দেখি কোথায় এই "কারাহ" বা, "ক্রিমিয়া" শহর?
মূলত "কারাহ" বা, "ক্রিমিয়া" নামে মধ্যযুগ ও বর্তমান পৃথিবীতে দুটি শহর বা, গ্রামের নাম পাওয়া যায়।
১) ক্রিমিয়া: ২০১৪ সালে হঠাৎ করেই ইউক্রেন থেকে জোর করে রাশিয়া একটি শহর দখল করে নেয়। সেই শহরটির নাম ক্রিমিয়া। এই সেই ক্রিমিয়া। এটি ১৪৪৯ সাল থেকে ১৭৮৩ সাল পর্যন্ত তুর্কি অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। তার পর ১৭৮৩ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত রাশিয়ার অধীনে ছিল। ১৯৯১ সালে cold war এ সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার কারণে ক্রিমিয়া ইউক্রেনের আধীনে চলে যায়। ২০১৪ সালে যুক্তরাষ্ট্র গণ অভুত্থান ঘটিয়ে সেখানকার রাশিয়ান পন্থী সরকারকে ক্ষমতাচ্যুত করে। রাশিয়া পাল্টা ক্রিমিয়ায় গণভোট দিয়ে ক্রিমিয়া দখল করে নেয়।
এই ক্রিমিয়ায় মুসলমানদের সংখ্যা প্রায় ৭ লক্ষ ৫০ হাজারের মতো। যার অর্ধেকের বেশি হল তাতার মুসলিম। এছাড়াও কিছু আছে তুর্কি মুসলিম, কিছু আছে উজবেক মুসলিম, কিছু আছে আরব মুসলিম। বর্তমানে হয়তো ১০ - ১৫ হাজার আরব মুসলিম সেখানে রয়েছে। 
কিন্তু ক্রিমিয়া যখনই রাশিয়ানরা দখল করেছে, তখনই মুসলমানদের উপর চরম নির্যাতন চালিয়েছে। প্রথমবার, ১৭৮৩ সালে যখন ক্রিমিয়া দখল করে নেয়, তারপর সেখান থেকে ১,৬০,০০০ তাতার মুসলিমকে জোর করে বের করে দিয়েছিল। দ্বিতীয়বার, ১৯৪৪ বিশ্বযুদ্ধের সময় জোসেফ স্টালিন আবার ২,০০,০০০ তাতার মুসলিমকে ক্রিমিয়া থেকে বের দিয়েছিল, পরবর্তীতে প্রায় ১,০০,০০০ লক্ষ তাতার মুসলিম উজবেকিস্তানের শরনার্থী শিবিরে মারা গিয়েছিল। তৃতীয়বার, ২০১৪ সালে রাশিয়া যখন হঠাৎ করে আবার ক্রিমিয়া দখল করে নেয়, তারপরে আবার সেখানকার মুসলমানদের উপর নির্যাতনের অন্ধকার দিন আবার শুরু হয়। সেখানকার রুশপন্থী বিদ্রোহীরা তাতার মুসলমানদের নির্যাতন চালিয়ে আসছে। যার কারণে নতুন করে, অনেকেই ক্রিমিয়া থেকে তুরস্ক চলে যাচ্ছে।
** ইমাম কুরতুবী তার "তাজকিরাহ" নামক গ্রন্থে লিখেছেন, ইমাম মাহদী পাশ্চাত্যের ইসলামিক দেশ (অর্থাৎ মধ্য এশিয়ার দেশ) থেকে আসবেন এবং সেখানকার একটি বড় শহরে জন্মগ্রহণ করবেন "।
(The prophet Jesus & hazrat mahdi will come this century পৃষ্ঠা নং - ১১৭)
** সৈয়দ আহমেদ হিশামুদ্দিন (রাহঃ)  ইমাম মাহদীর জন্মস্থান সম্পর্কে লিখেছেন, "কাকেশাশ" অঞ্চলের সর্বোচ্চ চুড়া, যেখানে সূর্যের রশ্মি পরে, সেখানকার মুসলমানদের থেকে একজন লোক (ইমাম মাহদী) আসবেন।
(উসমান ইউকসেল সারদেনগেকটিঃ মাবেদসিজ সাহের (যার বাংলা অর্থ হল, যেখানে কোন উপাসনালয় নাই) পৃষ্ঠা নং - ১০৭)
২) "কারাহ" বা, "কারাকুল": এই নামে মধ্যযুগে আরেকটি গ্রাম বা, শহরের নাম পাওয়া যায়, সেটা হল মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান, উজবেকিস্তান, এবং পূর্ব তুর্কেমেনিস্তানের সীমান্তবর্তী এলাকায়। ইসলামী স্কলারদের অনেকেই মনে করেন এই এলাকাই হবে ইমাম মাহদীর জন্মস্থান। কারণ:
ক) হযরত জাফর সাদিক (রহঃ) থেকে বর্ণিত তিনি বলেন, "বনি তামিম গোত্রের শুয়াইব ইবনে সালেহ প্রাচ্যের সমরখন্দ থেকে আবির্ভূত হবেন"। উল্লেখ্য সমরখন্দ এলাকাটি বর্তমান উজবেকিস্তানের একটি এলাকার নাম।
(কিতাবুল গাইবাত)
** হযরত আম্মার ইবনে ইয়াসির (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, "মাহদী (আঃ) এবং শুয়াইব ইবনে সালেহ একই জেলা বা, প্রদেশের অন্তর্ভুক্ত হবেন"।
(কিতাবুল ফিতানঃ হাদিস নং - ৮৯৯)
খ) একটি হাদীসে বলা হয়েছে, খোরাসানের কালো পতাকাবাহী দল যদি বের হয়, তাহলে তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সাথে যোগ দিবে। কিন্তু রাসূলুল্লাহ (সাঃ) কেন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও যোগ দিতে বলেছেন? অত্যন্ত আশ্চর্যের ব্যাপার হল, তাজিকিস্তান, উজবেকিস্তান ও পূর্ব তুর্কেমেনিস্তানের এই "কারাকুল" হল একটি পাহাড়ি এলাকা এবং এখানে সবসময়ই বরফ আচ্ছাদিত থাকে।
(সুনানে ইবনে মাজা; খণ্ড ২, পৃষ্ঠা ১৩৬৭; মুসতাদরাকে হাকেম, খণ্ড ৪, পৃষ্ঠা ৫১০)
#alakhira #imammahdi #birthofmahdi
                         
                    
Информация по комментариям в разработке