Deyale deyale||(দেয়ালে দেয়ালে)||(Lofi Remix) Bolo na keno tumi bohudur||

Описание к видео Deyale deyale||(দেয়ালে দেয়ালে)||(Lofi Remix) Bolo na keno tumi bohudur||

Plz Bro Subscribe The Channel Plz
Thanks.......
___________________________________
বলো না কেনো তুমি বহুদূর
কেনো আমি একা
হৃদয়ে ভাঙচুর
জানো না
তুমি হীনা এ আমার
স্বপ্ন মেঘে ঢাকা
নামে না রোদ্দুর
বলো না কেনো তুমি বহুদূর
কেনো আমি একা
হৃদয়ে ভাঙচুর
জানো না
তুমি হীনা এ আমার
স্বপ্ন মেঘে ঢাকা
নামে না রোদ্দুর
দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি
আড়ালে আড়ালে, কোথায় হারালে
ফিরে তুমি আর আসবে না বুঝি?
কত রাত কেটে গেছে আঁধারে
নেইতো ভোরের দেখা
বোঝাবো কিভাবে?
কত ঘুম মিশে গেছে অজানায়
জানে শুধু দু'চোখ
ভুল সে স্বভাবে
দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি
আড়ালে আড়ালে, কোথায় হারালে
ফিরে তুমি আর আসবে না বুঝি?
তবু আমি তোমার অপেক্ষায়
দেখবো নতুন দিনের আলো
বেঁচে থাকার আশ্রয় তুমি
তোমাকেই শুধু বাসি ভালো
দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি
আড়ালে আড়ালে, কোথায় হারালে
ফিরে তুমি আর আসবেনা বুঝি?
বলো না কেনো তুমি বহুদূর
কেন আমি একা
হৃদয়ে ভাঙচুর
জানো না
তুমি হীনা এ আমার
স্বপ্ন মেঘে ঢাকা
নামে না রোদ্দুর

Song: Deyale Deyale
Singer: Minar Rahman

Follow Me:
___________
Instagram : sagur_chowdhury_
______________________________
Facebook: https://www.facebook.com/rajkomar.sagur.5

Комментарии

Информация по комментариям в разработке