#কম

Описание к видео #কম

ছাদবাগানে আমরা একটি মাত্র ঝিঙ্গা গাছের চারা রোপণ করেছিলাম।কিন্তু আম্ফান ঝড় এসে ভেঙ্গে দিয়েছিলো। কষ্ট পেয়েছিলাম। পরে গোরা একরকম ব্যান্ডেজ করে প্রচুর খাতির যত্ন করলে সে আমাদের হতাশ করেনি। অনেক ঝিঙ্গা উপহার দিয়েছে।।
ঝিঙ্গার ফল পরাগায়নের ৮-১০ দিন পর সংগ্রহের উপযোগী হয়।বাংলাদেশের একটি জনপ্রিয় গ্রীষ্মকালীন সবজি ঝিঙ্গা।
ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বীজ বপনের উপযুক্ত সময়।
একটু সদিচ্ছা থাকলে আপনিও তৈরি করে নিতে পারেন সবুজের সমারোহ। আপনার পরিশ্রমের বিনিময়ে প্রকৃতি আপনাকে উজাড় করে দিবে। #মাটিরফুল এর উদ্দেশ্য চাষ পদ্ধতি শেখানো নয়, বরং চাষে উৎসাহিত করা। একজনও যদি দেখে আগ্রহী হোন গাছ লাগাতে সেটাই পরম পাওয়া। জানাতে ভুলবেন না কে কি সবজি গাছ লাগিয়েছেন এই সময়ে। নিরাপদে থাকুন। ভালো থাকুন।
#মাটিরফুল -এর সঙ্গে থাকুন।#ছাদকৃষি #মাটিরফুল #ঝিঙ্গা #ঝিঙেফুল #ছাদবাগান #শখেরছাদবাগান #ছাদেসবজিচাষ #ছাদেঝিঙ্গাচাষ

Комментарии

Информация по комментариям в разработке