যাকাত সম্পর্কিত ৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর
Source : • যাকাত সম্পর্কিত ৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নে...
Place : Online Live
Date : ১৭-মে-২০২০
১) যাকাত কাদের উপর ফরজ?
মুসলিমদের উপর যাকাত দেয়া ফরজ
যদি কোনও মুসলিম,
সুস্থমস্তিষ্কের হোন,
এবং যাকাত দেয়ার মতো নেসাব পরিমান সম্পদের মালিক হোন,
এবং সেটা তার কাছে এক বছর অবস্থান করে, তাহলে তার জন্য যাকাত দেয়া ফরজ।
২) যাকাত কাদেরকে দিবো?
সূরা আত-তাওবা এর আয়াত-৬০ অনুযায়ী ৮ শ্রেণীর মানুষকে যাকাত দেয়া যাবে,
i) নিঃস্ব ব্যক্তি
ii) অভাবী ব্যক্তি
iii) যারা যাকাত সংগ্রহ করেন তাদের বেতন-ভাতা
iv) ইসলামের প্রতি আকৃষ্ট করার লক্ষ্যে অথবা কোন অনিষ্ট বা কাফেরের ক্ষতি থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে কোন অমুসলিমকে যাকাতের অর্থ প্রদান করা যায়
v) দাস মুক্তির জন্য
vi) ঋণগ্রস্ত ব্যক্তিকে তার ঋণ থেকে মুক্ত করার লক্ষ্যে যাকাত প্রদান করা যাবে
vii) আল্লাহর পথে জিহাদরত ব্যক্তি
viii) সফরে গিয়ে যার পাথেয় শেষ হয়ে গেছে সে ব্যক্তিকে যাকাতের অর্থ প্রদান করে বাড়ী পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করতে যাকাতের অর্থ দান করা যাবে। এক্ষেত্রে উক্ত মুসাফির সম্পদশালী হলেও তাকে যাকাত প্রদান করা যাবে।
এই ৮টি খাতের যে কোনও একটিতে অথবা একাদিক খাতে যাকাতের টাকা বন্টন করে দেয়া যায়।
৩) কোন্ কোন্ সম্পদের যাকাত দিতে হবে?
৬ ধরণের সম্পদের যাকাত দিতে হবে,
i) স্বর্ণ
ii) রুপা
iii) নগদ টাকা
iv) ব্যবসার মালামাল
v) গবাদি পশু
vi) ফসল
এছাড়া অন্য কোনও সম্পদের যাকাত দিতে হয় না।
৪) কি পরিমান সম্পদ হলে এবং কত সময় থাকলে যাকাত দিতে হবে?
যদি শুধু স্বর্ণ থাকে, সেক্ষেত্রে সাড়ে-সাত ভরি বা ৮৫ গ্রাম স্বর্ণ অথবা এর বেশি থাকলে, তাহলে সবটুকুর যে বিক্রয়মূল্য হবে তার ২.৫% যাকাত দিতে হবে।
যদি শুধু রুপা থাকে, সেক্ষেত্রে সাড়ে-বায়ান্ন ভরি বা ৫৯৫ গ্রাম রুপা অথবা এর বেশি থাকলে, তাহলে সবটুকুর যে বিক্রয়মূল্য হবে তার ২.৫% যাকাত দিতে হবে।
নগদ টাকা এবং ব্যবসার মাল এর মূল্য যদি রুপার নেসাব পরিমান বা এর বেশি হয়, তাহলে তার ২.৫% যাকাত দিতে হবে।
গবাদিপশু এবং ফসলের ব্যাপারে পরে বলা হবে।
ফসল ছাড়া বাকি সম্পদগুলি আমাদের কাছে আসার পর একবছর পার হলে যাকাত দিতে হয়।
৫) বছররের মাঝে যেসব টাকা আয় হয়েছে সেগুলোর হিসাব কিভাবে করবো?
নতুন যুক্ত হওয়া টাকাগুলি যদি মূলধনের লাভ/মুনাফা হিসাবে আসে, তাহলে সেগুলির এক বছর পূর্ণ হওয়া জরুরি নয়, বছর শেষে সম্পূর্ণ টাকার উপর (মূলধন+মুনাফা) যাকাত দিতে হবে।
আর যদি অন্য কোনও খাত থেকে টাকা আসে, সেক্ষেত্রে অনেক ওলামায়ে কেরাম বলেছেন, সেই টাকা একবছর পূর্ণ হলে তখন যাকাত দিতে হবে, যদিও বছর পূর্ণ হওয়া ছাড়াও মূলধনের সাথে মিলিয়ে যাকাত দেয়া যাবে। আবার অনেক ওলামায়ে কেরাম বলেছেন, বছর পূর্ণ হওয়া জরুরি নয়, বরং মূলধনের সাথে মিলিয়ে যাকাত দিয়ে দিতে হবে।
৬) পাওনা টাকার যাকাত কে দিবে?
যিনি লোন দিয়েছেন তিনিই টাকার মালিক, যিনি লোন নিয়েছেন তিনি টাকার মালিক নন। তাই যিনি লোন দিয়েছেন, তাকেই যাকাত দিতে হবে।
যদি এমন হয় যে, যিনি লোন নিয়েছেন তিনি টাকা ফেরত দিচ্ছেন না, গড়িমসি করছেন, তাহলে অনেক বছর পর যদি টাকাটা ফেরত পাওয়া যায়, তবে পিছনের সমস্ত বছরের যাকাত দিতে হবে। এটা আমাদের দেশের ওলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি।
সৌদিআরবের ওলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে ভিন্ন, তারা বলেন, অনেক বছর পরে যদি পাওনা টাকা ফেরত পান তবে সর্বশেষ বছরের যাকাত দিতে হবে, বাকি বছরগুলির যাকাত দিতে হবে না।
৭) পাওনা টাকা যাকাত হিসেবে কেটে দেওয়া যাবে কি না?
অনেক সময় কাউকে ধার দেয়ার পর, সে ধার/ঋণ শোধ করতে পারছে না। সেক্ষেত্রে তার সেই ধার কে যাকাত হিসাবে গণনা করা যাবে না। বরং দেয়ার সময় যদি যাকাতের নিয়ত করে দেয়া হয়, তাহলে যাকাত হিসাবে গণনা করা যাবে, অন্যথায় নয়। কারণ যখন টাকাটা দেয়া হয়েছে, তখন যাকাতের নিয়তে দেয়া হয় নাই, এখন আদায় না করতে পারার কারণে যাকাতের নিয়ত করলে যাকাত আদায় হবে না।
যদি যাকাত আদায় করতে হয়, তবে ঋণগ্রস্থ ব্যক্তি হিসাবে তাকে যাকাতের টাকা দিতে হবে, এবং ঋণ পরিশোধ হিসাবে আবার তার কাছ থেকে আদায় করে নেয়া যাবে।
৮) ব্যবহ্রত স্বর্ণের যাকাত দেওয়া যাবে কি না?
ব্যবহৃত স্বর্ণের যাকাত দিতে হবে, এটাই হলো বিশুদ্ধ মত। যদিও বিদ্যানদের মধ্যে মতপার্থক্য রয়েছে, তারা বলেছেন ব্যবহৃত স্বর্ণ যেগুলি মহিলারা ব্যবহার করার জন্য রেখেছেন, সেগুলির যাকাত দিতে হবে না।
কিন্তু হাদিসে আছে, রসুলে করিম (ﷺ) একজন মহিলা এসেছিলেন যার হাতে চুড়ি ছিল (স্বর্ণের), তিনি জিজ্ঞাসা করেছিলেন এইগুলির যাকাত দাও কি না? তখন মহিলা বললো, না দেই না। তখন রসুলে করিম (ﷺ) বলেছিলেন, তুমি কি চাও আল্লাহ সুবহানতায়ালা তোমাকে জাহান্নামের দুইটা চুড়ি পড়াক এর কারণে? এ হাদিস থেকে বুঝা যায় যে, অলংকারের ও যাকাত দিতে হয়।
এছাড়াও সাধারণভাবে কোরআন কারীমে স্বর্ণ ও রুপার ক্ষেত্রে আল্লাহ সুবহানতায়ালা বলেছেন, যদি স্বর্ণ ও রুপা কেউ সঞ্চয় করে এবং যাকাত না দেয়, তার জন্য শাস্তির কথা বলেছেন। যার কারণে, বিশুদ্ধ মত হলো ব্যবহৃত স্বর্ণের যাকাত দিতে হবে, যদি সেটা নেসাব পরিমান হয় এবং বছর পূর্ণ হয়।
৯) ভাই-বোনকে যাকাত দেওয়া যাবে কি না?
হ্যা, ভাই-বোনকে যাকাত দেয়া যাবে যদি তারা অভাবী/মিসকিন/ঋণগ্রস্থ অথবা যাকাত প্রদানের ৮টি খাতের যেকোনও একটিতে পড়ে যান তবে তাদের যাকাত দেয়া যাবে।
কারণ ভাই-বোন বা রক্তের সম্পর্কের আত্মীয়কে যাকাত দিলে দ্বিগুণ সওয়াব হয়, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এবং যাকাত আদায় করা দুইটা সওয়াব পাওয়া যাবে।
১০) স্ত্রীর গহনার যাকাত কে দিবে?
স্ত্রীর গহনার যাকাত স্ত্রীকেই দিতে হবে, .....................
পরবর্তী উত্তরগুলি কমেন্ট এ .......
Информация по комментариям в разработке