শূন্য থেকে বিশাল সাম্রাজ্যের গোড়াপত্তন করেছিলেন যারা | অটোমান | মঙ্গোল | আফছারিদ | তৈমুরীয় সাম্রাজ্য
শূন্য থেকে বিশাল সাম্রাজ্যের গোড়াপত্তন করেছিলেন যারা | অটোমান | মঙ্গোল | আফছারিদ | তৈমুরীয় সাম্রাজ্য
শূন্য থেকে বিশাল সাম্রাজ্যের গোড়াপত্তন করেছিলেন যারা | অটোমান | মঙ্গোল | আফছারিদ | তৈমুরীয় সাম্রাজ্য
___________________________________________
শূন্য থেকে বিশাল সাম্রাজ্যের গোড়াপত্তন করেছিলেন যারা
পৃথিবীর ইতিহাসে যুগ যুগ ধরে টিকে থাকা সাম্রাজ্যগুলো, একদিনে এত বিশালাকার ধারণ করেনি। বেশিরভাগ সময়ই এসব সাম্রাজ্যের উৎপত্তি হয়েছিল,
একেবারে তাৎপর্যহীন অবস্থায়।
ধীরে ধীরে সাম্রাজ্যের শাসকরা, আশপাশের অঞ্চলগুলোতে প্রভাব বিস্তার করতে শুরু করে।একসময় গিয়ে সাম্রাজ্য বিশালাকার ধারণ করে পরিপক্বতা পায়।
কিন্তু খুব কম সময়েই বিশালাকার এসব সাম্রাজ্যের, একেবারে শুরুর দিকের কান্ডারিদের, কেউ তেমনভাবে
মনে রাখে না।
তাই আজকের ভিডিওতে এরকম প্রভাবশালী, কয়েকটি সাম্রাজ্যের গোড়ার দিকের মানুষগুলোর ব্যাপারে জানব, যারা ইতিহাসের নতুন গতিধারার সূচনা করেছিলেন।
অটোমান সাম্রাজ্যের-প্রথম উসমান
অটোমান কিংবা উসমানীয় সাম্রাজ্য পৃথিবীর বুকে টিকে থাকা, প্রভাবশালী এক ইসলামি সাম্রাজ্য ছিল, যার সূচনা করেছিলেন প্রথম উসমান।
সেলজুকদের আনুকূল্য পেয়ে উসমান, আনাতোলিয়ার শাসনভার গ্রহণ করেছিলেন। খুব অল্প সময়ে রাজ্য পরিচালনার কাজে, উসমানের দক্ষতা প্রকাশ পেতে থাকে।
মঙ্গোল সাম্রাজ্য – তেমুজিন
পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ভয়ের রাজত্ব তৈরি
করা, চেঙ্গিস খানের শুরুটা হয়েছিল একেবারে সাদামাটা
ভাবে।
মঙ্গোল সাম্রাজ্যের গোড়াপত্তন করা এই নেতার আসল নাম তেমুজিন, পরবর্তীতে চেঙ্গিস খান হিসেবেই বেশি পরিচিত হন।
কিন্তু তেমুজিনের শৈশবটা মোটেই স্বাভাবিক ছিল না। যখন তেমুজিনের বয়স মাত্র ১২ বছর, তখন গোত্রীয় শত্রুতার জেরে, তার বাবাকে বিষপ্রয়োগে হত্যা করা হয়।
আফছারিদ সাম্রাজ্য – নাদের শাহ
মধ্য এশিয়ার বিজয়ী বীরদের ভেতর, নাদের শাহ ছিলেন সর্বশেষ। পারস্যের কোনো এক অখ্যাত স্থানে, নিচু শ্রেণীর এক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
ছোটবেলা থেকেই নাদের শাহ খুবই উচ্চাকাঙ্ক্ষী
ছিলেন, এবং একদিন রাজ্য শাসনের স্বপ্ন দেখতেন।
প্রথম জীবনে তিনি একজন দাস ছিলেন,এবং পরবর্তীতে দস্যুদলের খাতায় নাম লেখান।দস্যু হিসেবে এমনই এক লড়াইয়ে, যুদ্ধবাজ এক গোত্রকে পরাজিত করেন।
তৈমুরীয় সাম্রাজ্য – তৈমুর লং
ইতিহাসের বুকে আরেক রক্তাক্ত অধ্যায়ের নায়ক, তৈমুর লং ছিলেন একজন সত্যিকার যুদ্ধবাজ। নাদের শাহর মতো তিনিও অখ্যাত এক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, এবং পেশা হিসেবে ডাকাতিকে বেছে নেন!
একবার ভেড়া চুরি করতে গিয়ে রাখালদলের সম্মুখীন
হন, এবং তাদের আক্রমণে নিজের একটি পা হারান।
ভাগ্যের সন্ধানে নেমে, মঙ্গোল নেতা চাগাতাই খানের রাজদরবারে ঠাঁই করে নেন তৈমুর। সেখান থেকেই ক্রমে ক্ষমতাশালী হয়ে ওঠেন তিনি।
পারসিয়ান সাম্রাজ্য – বাবাক খোরামদিন
পারসিয়ানদের বিরুদ্ধে যুদ্ধে আরবরা পারসিয়ানদের উপর বিজয়ী হয়, এবং পারস্যকে নিজেদের কব্জায় নিয়ে আসে।
প্রায় ১৫০ বছর ধরে আরবরা পারসিয়ানদের শাসন করেছিল। এই সুদীর্ঘ সময়ে অনেক পারসিয়ানই, আরব ভাবাদর্শ গ্রহণ করে নেয়, এবং তাদের নিজস্ব স্বকীয়তা ভুলতে শুরু করে।
কিন্তু এরই মাঝে এক বীরের আবির্ভাব ঘটে, যিনি আরবদের থেকে পারস্যকে মুক্তি করার ব্যাপারে, বদ্ধপরিকর ছিলেন। বাবাক খোরামদিন এমনই
একজন, যিনি পারস্যের জাতীয় বীর হিসেবে স্বীকৃত।
___________________________________________
• মেসোপটেমীয় সভ্যতায় জাদুবিদ্যা | মানবসভ্যতা...
___________________________________________
অটোমান সাম্রাজ্যের ইতিহাস
অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন
অটোমান সাম্রাজ্যের সুলতানদের নামের তালিকা
অটোমান সাম্রাজ্যের পতনের কারণ ও ফলাফল
অটোমান সাম্রাজ্যের মানচিত্র
অটোমান সাম্রাজ্যের পতন কত সালে
অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন
কোন চুক্তিটি অটোমান সাম্রাজ্য বিলুপ্ত করে
অটোমান সাম্রাজ্য কে কবে প্রতিষ্ঠা করেন
অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার ইতিহাস
অটোমান সাম্রাজ্য সুলতানদের তালিকা
অটোমান সাম্রাজ্য সময়কাল
অটোমান সাম্রাজ্য কত বছর স্থায়ী ছিল
অটোমান সাম্রাজ্য ভেঙে কয়টি রাষ্ট্র হয়
অটোমান সাম্রাজ্য কোথায় অবস্থিত
অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠায় ওসমানের অবদান
অটোম্যান সাম্রাজ্যের কাহিনী
অটোমান সাম্রাজ্য ইতিহাস
অটোমানদের ইতিহাস
অটোমান সাম্রাজ্য ও বলকান জাতীয়তাবাদ
অটোমান সাম্রাজ্য কত সালে প্রতিষ্ঠিত হয়
অটোমান সাম্রাজ্য কোন দেশের
অটোমান সাম্রাজ্য কাকে বলে
অটোমান সাম্রাজ্য কী
অটোমান সাম্রাজ্য কোথায়
অটোমান সাম্রাজ্য কত বছর শাসন করে
অটোমান সাম্রাজ্য কত বছর ছিল
অটোমান সাম্রাজ্য ধ্বংসের কারণ
অটোমান সাম্রাজ্য কি
অটোমান সাম্রাজ্য বলতে কি বুঝায়
অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠাতা কে
অটোমান সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন
অটোমান সাম্রাজ্য পতনের কারণ
অটোমান সাম্রাজ্য পতন কবে
মঙ্গোল সাম্রাজ্যের মানচিত্র
মঙ্গোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে
মঙ্গোল ও তাতার সাম্রাজ্যের ইতিহাস
মোঙ্গল সাম্রাজ্য
মঙ্গলীয়
মোঙ্গল সাম্রাজ্যের পতন
মোঙ্গল কারা
মঙ্গোল সাম্রাজ্য
মঙ্গোল সাম্রাজ্য ইতিহাস
মোঙ্গল সাম্রাজ্যের ইতিহাস
মঙ্গোল সাম্রাজ্যের পতন
___________________________________________
শূন্য থেকে বিশাল সাম্রাজ্যের গোড়াপত্তন করেছিলেন যারা,অটোমান,মঙ্গল,আফছারিদ,তৈমুরীয় সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্যের প্রথম উসমান, মঙ্গোল সাম্রাজ্য তেমুজিন, আফছারিদ সাম্রাজ্য নাদের শাহ, তৈমুরীয় সাম্রাজ্য তৈমুর লং, পারসিয়ান সাম্রাজ্য বাবাক খোরামদিন, অটোমান সাম্রাজ্যে,প্রথম উসমান,মঙ্গোল সাম্রাজ্য,তেমুজিন,চেঙ্গিস খান,আফছারিদ সাম্রাজ্য,নাদের শাহ, তৈমুরীয় সাম্রাজ্য,তৈমুর লং,পারসিয়ান সাম্রাজ্য,বাবাক খোরামদিন, অটোম্যান সাম্রাজ্যের কাহিনী,অটোমান সাম্রাজ্য ইতিহাস,অটোমানদের ইতিহাস,
___________________________________________
#অটোমান #মঙ্গোল #আফছারিদ
___________________________________________
Информация по комментариям в разработке