সোনাডাঙ্গা বাস টার্মিনাল খুলনা | Khulna Sonadanga Bus Terminal | khulna | Bus Stand Khulna

Описание к видео সোনাডাঙ্গা বাস টার্মিনাল খুলনা | Khulna Sonadanga Bus Terminal | khulna | Bus Stand Khulna

সোনাডাঙ্গা বাস টার্মিনাল খুলনা | Khulna Sonadanga Bus Terminal | khulna | Bus Stand Khulna

প্রিয় সোনাডাঙ্গা বাস টার্মিনাল, আজ থেকে প্রায় ১৪ বছর আগে এই বাস টার্মিনালে প্রথম পা রেখেছিলাম, সেই থেকে শুরু এখনো পথচলা,ভালোবাসার এক নাম খুলনা সোনাডাঙা বাস টার্মিনাল। উন্নয়নের দিক বিবেচনা করলে সোনাডাঙা বাস টার্মিনালের উন্নয়ন বেশি একটা চোখে পড়েনি,  তবুও মন চাই সারাদিন সেখানে গিয়ে যেন মানুষের ব্যস্ততা দেখি।


গড়াই বাস কাউন্টারের পাশে পেয়ে যাবেন খুলনা টু সাতক্ষীরা, খুলনা টু পাইকগাছা ও খুলনা টু কয়রাগামী বাস।

সোনাডাঙ্গা মডেল থানার বিপরিতে রাস্তার ডানপাশে পেয়ে যাবেন খুলনা টু বাগেরহাট, খুলনা টু পিরোজপুরগামী বাস

সোনাডাঙ্গা বাস টার্মিনালে আছে মাঝারি ও আধুনিক মানের কয়েকটি আবাসিক হোটেল, হোটেল ক্ষনিকা, হোটেল ব্রডওয়ে, হোটেল সোনাডাঙা আবাসিক, হোটেল নিউ সুন্দরবন ইত্যাদি

সোনাডাঙ্গা বাস টার্মিনালের পাশে আছে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, আছে মডেল থানা

সোনাডাঙ্গা বাস টার্মিনালের মডেল থানার পাশে আছে রবি এক্সপ্রেস, সোহাগ পরিবহন, গ্রীন লাইন পরিবহন ও টুংগীপাড়া এক্সপ্রেস এর কাউন্টার 

এখান থেকে টিকিট সংগ্রহ করে আপনারা ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি সহ দেশের নানা প্রান্তে যেতে পারবেন

সোনাডাঙ্গা মডেল থানার অপজিটে বাইপাস রোডে একটু এগোলে ডান পাশে পেয়ে যাবেন ফাল্গুনী পরিবহনের কাউন্টার,ওয়েলকাম এস্কপ্রেস, হানিফ এন্টারপ্রাইজ, ইমাদ, মিমজাল, জিএস, রয়েল পরিবহন, এনা পরিবহন, বাম পাশে পাবে টুঙ্গিপাড়া এক্সপ্রেস এর কাউন্টার।

খাওয়া দাওয়ার জন্য সোনাডাঙ্গা বাস টার্মিনালে আছে নিউ ঢাকা হোটেল, ঢাকা হাজী বিরিয়ানি হাউজ, ভর্তা বাড়ি হোটেল, বরিশাল হোটেল এন্ড রেস্টুরেন্ট, খান হোটেল, চাচা ভাতিজা হোটেল, মাদারীপুর হোটেল, নিউ বরিশাল হোটেল যা প্রায় ২৪ ঘন্টা খোলা পাবেন।

রসালো মিষ্টিমুখ করতে চাইলে আছে রস মহল, বগুড়া সুইটস, সাতক্ষীরা ঘোষ ডেয়ারী

চিকিৎসা নিতে চাইলে আছে খুলনা হেলথ্ কেয়ার  হসপিটাল.
আছে মৌসুমি ফলে দোকান, আছে পরিষ্কার পরিছন্ন পাবলিক টয়লেট

সোনাডাঙ্গা বাস টার্মিনালের পাশে মডেল থানার বিপরিত রাস্তার ডান পাশে আপনারা পেয়ে যাবেন বাগেরহাট ও পিরোজপুর, বরিশাল গামী বাস

বটতলার পাশে পেয়ে যাবেন মাদারিপুর, টেকেরহাট, গোপালগঞ্জ, মোস্তাপুরগামী বাস

সোনাডাঙ্গা বাস টার্মিনালের পর নর্থ ওয়েস্টার্ন ইউনির্ভাসিটির পাশে আপনারা পাবে খুলনা টু সাতক্ষীরা গামী বাস, বিরতিহীন এক্সপ্রেস, খুলনা থেকে সাতক্ষীরা যেতে লাগবে আনুমানিক ১ ঘন্টা ৫৫ মিনিট, ভাড়া ১৩০

খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনালের এখানে পাবেন রূপসা ও গড়াই গাড়ী, এই রূপসা ও গড়াই গাড়ী থেকে আপনারা যেতে পারবেন যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ। 

খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনালের গড়াই গাড়ীর কাউন্টারের পাশে আপনারা পাবেন খুলনা টু পাইকগাছা, খুলনা টু কয়রা, খুলনা টু কপিলমনিগামী বাস খুলনা থেকে পাইকগাছা যেতে আনুমানিক সময় লাগবে
এখান থেকে আপনারা খুলনা টু সাতক্ষীরা, কালীগঞ্জ গামী বাসও পাবেন, 
সোনাডাঙ্গা বাস টার্মিনালের রূপসা গড়াই কাউন্টারের ডান পাশ থেকে আপনারা ঢাকা, পদ্নাসেতু।

খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনালে পাবলিক টয়লেটের বাম পাশে আপনারা পেয়ে যাবেন খুলনা টু কালনা গামী বাস, এই বাসে আপনারা নড়াইল, ভায়া, লক্ষীপাশা, লোহাগড়া ও ভাটিয়াপাড়া যেতে পারবেন
খুলনা টু কালনাগামী বাস কাউন্টার থেকে একটু এগিয়ে গেলে পেয়ে যাবেন ঢাকা সহ নানা দেশের দুরদুরান্তের বাস, দিন রাতে যে কোন এখানে টিকেট সংগ্রহ করে যেতে পারবেন।

সোনাডাঙ্গা বাস টার্মিনালের এখানে পেয়ে সেভেন স্টার পরিবহনের টিকিট কাউন্টার সহ নানা বাসের কাউন্টার,  রাজশাহী, দিনাজপুর, কুয়াকাটা সহ দেশে বিভিন্ন পান্তে যাওয়ার টিকিট পেয়ে যাবেন। প্রয়োজন এখানে বসতেও পারবেন।

#khulna #khulnacity #khulnavlog #explorerrussell

Комментарии

Информация по комментариям в разработке