"SONAR TORI" Kobita ti kibhabe abritti korbo | সোনার তরী | রবীন্দ্রনাথ ঠাকুর | উপস্থাপনায় স্বাতী |

Описание к видео "SONAR TORI" Kobita ti kibhabe abritti korbo | সোনার তরী | রবীন্দ্রনাথ ঠাকুর | উপস্থাপনায় স্বাতী |

#recitationandmore
#swatibhattacharya
#bengalipoetry
#rabindranathtagore
#rabindranathtagore
#sonartori
#recitationtutorial
#কবিতা
#সোনার_তরী
#কবিতা_আবৃত্তি_শেখা
#কবিতা_আবৃত্তি
#sonartorikobitatirbisoybostualochona
#সোনার_তরী_কবিতার_অর্থ
#কবিতা_শেখার_আসর



"সোনার তরী" কবিতাটি সম্পূর্ণ শোনার জন্য নিচের এই লিঙ্কে ক্লিক করুন.....
   • Sonar Tori | Rabindranath Thakur | Re...  

অমলকান্তি কবিতাটি কিভাবে আবৃত্তি করবো তার বিস্তারিত আলোচনা শুনতে নীচের লিঙ্কে ক্লিক করুন।🙏
   • অমলকান্তি কবিতাটি কিভাবে আবৃত্তি করবো...  

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটির আবৃত্তি ও আলোচনা শোনার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন।🙏
   • প্রশ্ন | রবীন্দ্রনাথ ঠাকুর | আলোচনা ও...  

"নির্ঝরের স্বপ্নভঙ্গ" কবিতাটি কিভাবে আবৃত্তি করবো তার বিস্তারিত আলোচনা জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন।🙏
   • রবিঠাকুরের"নির্ঝরের স্বপ্নভঙ্গ"কবিতাট...  


আধুনিক কবিতা ( "কেন এল না" ) কিভাবে আবৃত্তি করবো তার আলোচনা পাবেন নীচের লিঙ্কে ক্লিক করে।
   • আধুনিক কবিতা কিভাবে আবৃত্তি করবো লিরি...  

"কৃপণ" কবিতাটি কিভাবে আবৃত্তি করবো নীচের লিঙ্কে ক্লিক করে শুনতে পারবেন......
   • কৃপণ কবিতাটি কিভাবে আবৃত্তি করবো অর্থ...  

সাধারণ মেয়ে কবিতাটি শোনার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন।
   • রবিঠাকুরের কবিতা "সাধারণ মেয়ে"| উপস্...  



।। সোনার তরী ।।



গগনে গরজে মেঘ, ঘন বরষা।

কূলে একা বসে আছি, নাহি ভরসা।

রাশি রাশি ভারা ভারা

ধান কাটা হল সারা,

ভরা নদী ক্ষুরধারা

খরপরশা।

কাটিতে কাটিতে ধান এল বরষা।


      একখানি ছোটো খেত, আমি একেলা,

চারি দিকে বাঁকা জল করিছে খেলা।

পরপারে দেখি আঁকা

তরুছায়ামসীমাখা

গ্রামখানি মেঘে ঢাকা

প্রভাতবেলা–

এ পারেতে ছোটো খেত, আমি একেলা।


      গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে,

দেখে যেন মনে হয় চিনি উহারে।

ভরা-পালে চলে যায়,

কোনো দিকে নাহি চায়,

ঢেউগুলি নিরুপায়

ভাঙে দু-ধারে–

দেখে যেন মনে হয় চিনি উহারে।


ওগো, তুমি কোথা যাও কোন্‌ বিদেশে,

বারেক ভিড়াও তরী কূলেতে এসে।

যেয়ো যেথা যেতে চাও,

যারে খুশি তারে দাও,

শুধু তুমি নিয়ে যাও

ক্ষণিক হেসে

আমার সোনার ধান কূলেতে এসে।


      যত চাও তত লও তরণী-‘পরে।

আর আছে?– আর নাই, দিয়েছি ভরে।

এতকাল নদীকূলে

যাহা লয়ে ছিনু ভুলে

সকলি দিলাম তুলে

থরে বিথরে

এখন আমারে লহ করুণা করে।


      ঠাঁই নাই, ঠাঁই নাই– ছোটো সে তরী

আমারি সোনার ধানে গিয়েছে ভরি।

শ্রাবণগগন ঘিরে

ঘন মেঘ ঘুরে ফিরে,

শূন্য নদীর তীরে

রহিনু পড়ি–

যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।


– রবীন্দ্রনাথ ঠাকুর (সোনার তরী  হতে সংগ্রহীত)

Комментарии

Информация по комментариям в разработке