http://advutjogot.000.pe/ এবার বড় এক ধাক্কা খেলো আমেরিকা,
ইয়েমেনের হুতি আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর তৎপরতার মধ্যে , লোহিত সাগরে জাহাজ চলাচল নির্বিঘ্ন করার অজুহাতে ইসরায়েলি জাহাজকে নিরাপত্তা দেওয়ার জন্য , আমেরিকা যে যৌথ টাস্ক ফোর্স গঠন করেছিল , তা থেকে ফ্রান্স, স্পেন এবং ইতালি ছেড়ে চলে গেছে । অর্থাৎ আমেরিকার দিন ঘনিয়ে আস্তেছে , শুধু মাত্র সময়ের অপেক্ষা ।
দেশ তিনটি সুস্পষ্টভাবে জানিয়েছে যে, তারা জাতিসংঘ, ন্যাটো জোট বা ইউরোপীয় ইউনিয়নের মতো আন্তর্জাতিক সংস্থার অধীনে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তবে এককভাবে আমেরিকার সাথে জোটবদ্ধ হতে চায় না।
তাই আজ
ফ্রান্স বলেছে , তারা লোহিত সাগর এবং আশপাশের এলাকায় নৌ চলাচলের স্বাধীনতা সুরক্ষিত করার প্রচেষ্টাকে সমর্থন করে এবং এরই মধ্যে ওই অঞ্চলে কাজ করেছে। তবে, এখন থেকে জাহাজগুলো ফরাসি কমান্ডের অধীনে থাকবে তবে আরো নৌ সেনা মোতায়েন করবে কিনা প্রতিরক্ষা মন্ত্রণালয় তা জানায়নি।
ইতালি বলেছে, তারা ইতালির জাহাজ মালিকদের সুর্দিষ্ট অনুরোধে সাড়া দিয়ে শুধুমাত্র জাতীয় স্বার্থ রক্ষার জন্য নৌবাহিনীর ফ্রিগেট ভার্জিনিও ফাসানকে লোহিত সাগরে পাঠাবে। ইতালি বলেছে, তারা লোহিত সাগরে সম্প্রতি যে তৎপরতা চালিয়েছে তা মার্কিন নেতৃত্বাধীন নৌ জোটের অংশ ছিল না।
এবং , স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় একেবারে সুস্পষ্ট ঘোষণা দিয়েছে যে, তারা শুধুমাত্র ন্যাটো নেতৃত্বাধীন অথবা ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ে কোন অভিযানে অংশ নেবে। তারা কোনোভাবে লোহিত সাগরে একতরফা কার্যক্রমে অংশ নেবে না।
Israel Palestine news,
Gaza and Palestine news,
Palestine news,
gaza news,
saudi,
arab,
Arab news in bangla,
free Palestine,
Palestinian muslim,
gaza Palestine,
Israel Palestine gaza news,
Israel,
India,
gaza,
Palestine,
India Latest news,
Indian muslim,
world affairs,
geopolitics,
today news,
today bangla news,
bangla latest news,
israel Hamas currentissue,
Israel vs Hamas today,
Информация по комментариям в разработке