40 তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট 2019| বাংলা 1 থেকে 5 ব্যাখ্যা সহ আলোচনা|
বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে ? 40 তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট 2019| কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে| বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে| বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয় তাদের বিভক্তি বলে| জেমন ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন| শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পড়ে যেসব শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে| বাংলা ভাষায় যে অব্যয় শব্দ গুলো কখনো স্বাধীন পদরূপে আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে তাকে অনুস্বর্গ বলে| যেমন_ প্রতি, বিনা, বিহণে , সহ, অপর, অবধি ইত্যাদি|
গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ? গির্জা পর্তুগিজ ভাষার শব্দ| গির্জা হল খ্রিস্টধর্মাবলম্বীদের উপাসনালয়| পর্তুগিজ ভাষা থেকে আগত আরো কয়েকটি শব্দ আনারস আলপিন আলমারি গোদাম চাবি পাউরুটি পাদ্রী বালতি ইত্যাদি| ফারসি শব্দ দরবার আমদানি জানোয়ার জিন্দা নমুনা বদমাশ রপ্তানি হাঙ্গামা ইত্যাদি| ওলন্দাজ শব্দ ইস্কাপন টেক্কা তুরুক রহিতন হরতন ইত্যাদি পাঞ্জাবি শব্দ|
কোন শব্দযুগল বিপরীতার্থক নয়? 40 তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট 2019|ঐচ্ছিক অর্থ ইচ্ছানুরূপ , ইচ্ছাধীন , অবশ্য পার্ট নয় এমন | অনাবশ্যক অর্থ আবশ্যক নয় এমন ,অপ্রয়োজনীয় ,অকারণ | সুতরাং ঐচ্ছিক ও অনাবশ্যক প্রতিশব্দ | ঐচ্ছিক এর বিপরীত শব্দ আবশ্যিক | কুটিল সরল , কম_বেশি, সদাচার কদাচার হল বিপরীত শব্দ
দারা, দিয়া, কর্তৃক_ বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? 40 তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট 2019| বাক্যস্থিত একটি শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক সাধনের জন্য শব্দের সাথে যেসব বর্ণ যুক্ত হয়, তাদের বিভক্তি বলে| বিভক্তি 7 প্রকার; প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী| দারা, দিয়া, কর্তৃক তৃতীয়া বিভক্তি| 0, অ, এ , তে প্রথমা বিভক্তি| কে, রে, দ্বিতীয় বিভক্তি|
অভিরাম' শব্দের অর্থ কি?,
40 তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট 2019,
সংস্কৃত উপসর্গ যোগে গঠিত শব্দ 'অভিরাম' অর্থ মনোহর, সুন্দর, তৃপ্তিদায়ক| বিরামহীন অর্থ বিশ্রাম নেই এমন, বিরতিহীন| বালিশ অর্থ উপাধান| চলন অর্থ গমন, ভ্রমণ, সঞ্চালন, স্পন্দন, আচার_ব্যবহার, প্রচলন, প্রথা, ধারা, রীতি, রেওয়াজ,
Информация по комментариям в разработке