মেসওয়াকের মাধ্যমে দাঁত পরিষ্কার করা আল্লাহ তায়ালার কাছে অত্যন্ত পছন্দনীয় কাজ। তাই রাসুল (সা.) এর প্রতি বিশেষ যতœবান ছিলেন এবং উম্মতকে অনেক তাগিদ দিয়েছেন। রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেন, এমনটি কখনও হয়নি যে, জিবরাইল আমার কাছে এসেছেন আর আমাকে মেসওয়াকের আদেশ দেননি। অর্থাৎ তিনি যতবার আমার কাছে এসেছেন, ঠিক ততবার আমাকে মেসওয়াকের নির্দেশ দিয়েছেন। এতে আমার আশঙ্কা হচ্ছিল যে, (মেসওয়াকের কারণে) আমার মুখের অগ্রভাগ ছিলে না ফেলি। (তাবারানি : ৭৮৪৭; মুসনাদে আহমদ : ২২২৬৯)।
এক হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) রাতে ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন। রাতে শয়নকালে মেসওয়াক করা ছিল তাঁর নিত্যদিনের মহান অভ্যাস। অন্য হাদিসে রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেন, আমি যদি উম্মতের ওপর কষ্ট হওয়ার আশঙ্কা না করতাম তাহলে প্রত্যেক নামাজেই মেসওয়াক করার আদেশ দিতাম। (বোখারি ও মুসলিম)।
অন্য এক জায়গায় হজরত আবু আইয়ুব আনসারি (রা.) থেকে বর্ণিত আছে। তিনি বলেন, রসুল (সা.) বলেন, ‘চারটি বিষয় এমন আছে, যা সব নবীর সুন্নত। ১. লজ্জা করা ২. সুগন্ধি ব্যবহার করা ৩. মেসওয়াক করা ৪. বিয়ে করা।’ (তিরমিজি)।
মেসওয়াকের বহু ফজিলত হাদিসে বর্ণিত আছে। এ ব্যপারে রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেন, মেসওয়াক মুখের পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যম ও আল্লাহর সন্তুষ্টির উপায় (নাসায়ি)। অন্য এক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মেসওয়াক করে যে নামাজ আদায় করা হয়, সে নামাজে মেসওয়াকবিহীন নামাজের তুলনায় সত্তর গুণ বেশি ফজিলত রয়েছে। (শুয়াবুল ঈমান, বাইহাকি : ২৫১৯)।
মেসওয়াক যেমন হবে : রাসুল রাসুলুল্লাহ (সা.) জয়তুন ও খেজুর গাছের ডাল দিয়ে মেসওয়াক করেছেন। তাই এই দুটো হলে উত্তম। এছাড়া তিক্ত স্বাদযুক্ত গাছের ডাল হলেও ভালো। মেসওয়াক কাঁচা ও নরম গাছের ডাল হওয়া উচিত, এতে মেসওয়াকে বাড়তি ফায়দা হাসিল হয়। মেসওয়াক নিজ হাতের আঙুলের মতো মোটা ও এক বিঘত পরিমাণ লম্বা হওয়া উচিত। এতে মেসওয়াক করতে যেমন সুবিধা হবে, তেমনি বেশি ফায়দাও পাওয়া যাবে। অধিকাংশ ওলামায়ে কেরামের মতে, অজুতে হাত ধোয়ার পর কুলি করার আগে মেসওয়াক করা উত্তম। তবে কোনো কোনো আলেম অজুর আগে মেসওয়াক করার কথাও বলেছেন। অজুর সময় ছাড়াও যে কোনো সময় মেসওয়াক করা যাবে।
মেসওয়াকের গুরুত্ব ও উপকারিতা #মেসওয়াকের ফজিলত # Meswak #Miswak # Islamic Video
মিসওয়াক,মেসওয়াক,মেসওয়াক কিভাবে করতে হয়,মিসওয়াক করার পদ্ধতি,মিসওয়াক এর উপকারিতা,মেসওয়াকের ফজিলত,মিসওয়াক করার দোয়া,মেসওয়াক তৈরি,রমজান মাসের আমল,রোজার আদব,ইসলামিক ভিডিও,miswak,meswak,romjan maser amol,romjan video bangla,mdrayhan,মিসওয়াকের গুরুত্ব,মিসওয়াক করার পদ্ধতি,মিসওয়াক করার দোয়া,মেসওয়াকের গুরুত্ব ও উপকারিতা,মেসওয়াক কিভাবে করতে হয়,মিসওয়াকের সুন্নাত পদ্ধতি,True Science BD,মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত
Информация по комментариям в разработке