আল-কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়: ডা. শাহাদাত হোসেন

Описание к видео আল-কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়: ডা. শাহাদাত হোসেন

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মহাগ্রন্থ আল-কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। যখন কিয়ামত নিকটবর্তী হবে তখন অশ্লীল নৃত্য, বেহায়াপনার প্রকোপ বৃদ্ধি হতে থাকবে। যা বর্তমান সমাজে চলমান। সমস্ত অন্যায় অপরাধ থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে আল-কোরআন। সমগ্র জাতিকে আল-কোরআনের ছায়াতলে সমাবেত হয়ে আলোকিত জীবন গড়ার আহ্বান জানান। ইসলাম হলো শান্তির ধর্ম; আল কোরআনে রয়েছে মানবজাতির কল্যাণ। এই কল্যাণ তখনই মানবের মাঝে নিহিত হবে যখন মানবজাতি এর বাণীসমূহকে পড়ে মেনে চলবে।

তিনি চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন খাজা রোড খালাসী পুকুর পাড় হাজী নূর বেগম ফার্নিচার মাঠে গতকাল ১৩ ডিসেম্বর (শুক্রবার) রাতে অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক কেরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এতে মিশর, তানজানিয়া ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত ক্বারিবৃন্দ কেরাত পরিবেশন করেন।

আমন্ত্রিত বিদেশী ক্বারী শাইখ আব্দুল হাফিজ আদ্দুরনকী (মিশর), শাইখ ক্বারী ঈদী শাবান (তানজানিয়া), শাইখ ক্বারী রজাঈ আইয়ুব (তানজানিয়া), শাইখ ক্বারী ফারদান আদম (আফ্রিকা), শাইখ ক্বারী সালমান হাবিব (পাকিস্তান), শাইখ ক্বারী জিসান হানিফ (পাকিস্তান) সহ দেশীয় খ্যাতিমান ক্বারীগণ সহ বিভিন্ন দেশের শীর্ষ ক্বারীরা সম্মেলনে কেরাত পাঠ করেন। তাদের সুমধুর কণ্ঠের তেলাওয়াতে অভিভূত হয়ে পড়ে শ্রোতারা।

নানা রঙের লেজার লাইট, স্টেজজুড়ে লাল গালিচা, মঞ্চের সামনে যেন ‘তিল ঠাঁই আর নাহি রে’। ‘পাখির চোখে’ দেখলে বলবেন, এটি হয়তো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ। আদতে এটি কেরাত সম্মেলনের মঞ্চ। যা এরইমধ্যে পুরো দেশবাসীর নজর কেড়েছে। মনোমুগ্ধকর এই মঞ্চটি চট্টগ্রাম নগরীর চান্দগাঁও খাজা রোড বলিরহাট খালাসি পুকুর পাড় ঐতিহাসিক হাজী নূর বেগম ফার্নিচার ময়দানের। সেখানে দেশ-বিদেশের খ্যাতিমান ক্বারীদের সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াত আর উপস্থিত হাজার-হাজার মুসল্লিরা আল্লাহু আকবর ধ্বনিতে শেষ হয়েছে দশম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন।

হাজী হামিদুল্লাহ জামে মসজিদ কমিটি, মুসল্লী পরিষদ ও আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থার তত্ত্বাবধানে আজ ভোর থেকে এ পর্যন্ত মাওলানা নোমান ছালেহের সভাপতিত্বে, আইডিয়াল গার্লস মাদরাসার আরবী প্রভাষক মো: ইমদাদুল্লাহ ও মাওলানা আনোয়ার হোসাইন রাব্বানীর পরিচালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই খালাসি পুকুর পাড় ঐতিহাসিক হাজী নূর বেগম ফার্নিচার ময়দানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষের উপস্থিতি কানায় কানায় ভরে উঠে নূর বেগম ফার্নিচার ময়দান ও এর আশপাশ। এদিন কেরাত সম্মেলন উপলক্ষ্যে বলিরহাটে উৎসবের আমেজ বিরাজ করে। সর্বন্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে এ সম্মেলন।

দেশীয় ক্বারীদের মধ্যে কোরআন তেলোয়াত করেন চান্দগাঁও সাবানঘাট মৌলভী আছাদ আলী জামে মসজিদ’র খতীব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ক্বারী ফয়েজ উল্লাহ হেলালী, মাওলানা ক্বারী আনোয়ার রাংগুনিয়া, ক্বারী মাওলানা আতাউল্লাহ জিরি, ক্বারী মাওলানা ইসমাঈল, ক্বারী মাওলানা হিজবুল্লাহ আল মুজাহিদ, ক্বারী মাওলানা আবদুর রশিদ, ক্বারী আবু বক্কর সহ প্রমুখ ক্বারীবৃন্দ।


দোয়া ও মুনাজাতা পরিচালনা করেন মাওলানা নোমান ছালেহ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক কামরুল হুদা, হাজী হামিদুল্লাহ জামে মসজিদ কমিটির সভাপতি মুনসি মিয়, সেক্রেটারী লুৎফর রহমান লিটন, মোতোয়ল্লী বাহাদুর মুনসি, বাকলিয়া থানা জামাতের আমীর সুলতান আহমেদ, পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল্লাহ আল ছগীর, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব মো: তৈয়ব, রাজনীতিবিদ খোরশেদ আলম, মো: ইয়াছিন সহ দেশ বরেণ্য ওলামা মাশায়েখরা।

সম্মেলন শেষে ২০১৩ সালে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সমাবেশে গণহত্যার শিকার হওয়া শহীদ ও ২০২৪ এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সু স্বাস্থ্য কামনা করা দোয়া মোনাজাত করা হয়।

Комментарии

Информация по комментариям в разработке