012) সূরা ইউসূফ Surah Yusuf | يسوف মন ছুঁয়ে যাওয়া তেলওয়াত | Qari Shakir Qasmi |mahfuz art of nature

Описание к видео 012) সূরা ইউসূফ Surah Yusuf | يسوف মন ছুঁয়ে যাওয়া তেলওয়াত | Qari Shakir Qasmi |mahfuz art of nature

#কোরআনের ঐতিহাসিক কাহিনী বর্ণনা
#Surah_Yusuf | #সূরা_ইউসুফ | #Qari_Shakir_Qasmi

( READ Version) আরবী ইংরেজী ও বাংলা অনুবাদ নিয়ে নূতন ভাবে সাজানো হলো :    • 12) সূরা ইউসূফ Surah Yusuf | يسوف বাং...  
#night
#surahmulk
#surah_yusuf
#quranic
#nightquran2024
#beautifulquranrecitation
অনেকেই আমাকে রিকুয়েষ্ট করেছে বিশেষ করে সুরা ইয়াসিন ও আর রাহমানের ভিডিও টা দেখে তাদের সবাই কে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ! তাদের জন্য আজ আরও একটা নূতন ভিডিও দিতে পেরে শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআ'লার! আশাকরি ভালো লাগবে!

ছোট বেলায় যখন একটু বুঝতে শিখেছি তখন ঘুমানোর সময় আমার আব্বার কাছ থেকে ইউসুফ আঃ এর গল্প শুনতে শুনতে ঘুমাতাম! সত্যিই কোরআনের গল্প কি অসাধারণ! তা এখন এডিট করতে করতে বুঝতে পরলাম! এটা শুধু মুসলমানদের জন্য নয়! সমগ্র মানব জাতির জন্য!

এখন তো আর বাবা নেই! আমিই বাবা আর আমার ছেলে মেয়েকে এমন গল্প শুনাতে পারবো কিনা জানি না! মহান আল্লাহ তাআ'লা সবাইকে তৌফিক দান করুণ! আমিন


হযরত ইউসুফ (আঃ) এর কাহিনী অন্যতম যার বর্ণনা চিত্তাকর্ষক তবে সবর্কালের মানুষের জন্যে শিক্ষণীয়। একজন পরিণত যুবক কিভাবে কু প্রবৃত্তি এবং শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করতে পারে তারই জীবন্ত আদর্শ এই ঘটনায় ফুটে ওঠেছে।

কাহিনীর সার-সংক্ষেপ:
কাহিনীটি শৈশবে দেখা ইউসুফের একটি স্বপ্ন দিয়ে শুরু হয়েছে এবং তার সমাপ্তি ঘটেছে উক্ত স্বপ্নের সফল বাস্তবায়নের মাধ্যমে। মাঝখানের ২২/২৩ বছর মতান্তরে চল্লিশ বছর অনেকগুলি বিয়োগান্ত ও চমকপ্রদ ঘটনায় পূর্ণ। কাহিনী অনুযায়ী ইউসুফ শৈশবকালে স্বপ্ন দেখেন যে, ১১টি নক্ষত্র এবং সূর্য ও চন্দ্র তাকে সিজদা করছে। তিনি এই স্বপ্ন পিতা হযরত ইয়াকূবকে বললে তিনি তাকে সেটা গোপন রাখতে বলেন। কিন্তু তা ফাঁস হয়ে যায়। ফলে এটা তার সুন্দর ভবিষ্যতের হাতছানি ভেবে সৎ ভাইয়েরা হিংসায় জ্বলে ওঠে এবং তারা তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করে। অতঃপর তারা তাকে জঙ্গলের একটি পরিত্যক্ত অন্ধকূপে নিক্ষেপ করে। তিনদিন পরে পথহারা ব্যবসায়ী কাফেলার নিক্ষিপ্ত বালতিতে করে তিনি উপরে উঠে আসেন। পরে ঐ ব্যবসায়ীরা তাকে মিসরের রাজধানীতে বিক্রি করে দেয়। ভাগ্যক্রমে মিসরের অর্থ ও রাজস্ব মন্ত্রী ক্বিৎফীর (قطفير) তাকে খরিদ করে বাড়ীতে নিয়ে যান ক্রীতদাস হিসাবে। কয়েক বছরের মধ্যে যৌবনে পদার্পণকারী অনিন্দ্য সুন্দর ইউসুফের প্রতি মন্ত্রীর নিঃসন্তান স্ত্রী যুলায়খার আসক্তি জন্মে। ফলে শুরু হয় ইউসুফের জীবনে আরেক পরীক্ষা। একদিন যুলায়খা ইউসুফকে তার ঘরে ডেকে নিয়ে কুপ্রস্তাব দেয়। তাতে ইউসুফ সম্মত না হয়ে বেরিয়ে আসতে চাইলে পিছন থেকে যুলায়খা তার জামা টেনে ধরলে তা ছিঁড়ে যায়। দরজা খুলে বেরিয়ে আসতেই দু’জনে ধরা পড়ে যায় বাড়ীর মালিক ক্বিৎফীরের কাছে। পরে যুলায়খার সাজানো কথামতে নির্দোষ ইউসুফের জেল হয়। যুলায়খা ছিলেন মিসররাজ রাইয়ান ইবনু অলীদের ভাগিনেয়ী।

অন্যূন সাত বছর জেল খাটার পর বাদশাহর এক স্বপ্নের ব্যাখ্যা দানের পুরস্কার স্বরূপ তাঁর মুক্তি হয়। পরে তিনি বাদশাহর অর্থ ও রাজস্ব মন্ত্রী নিযুক্ত হন এবং বাদশাহর আনুকূল্যে তিনিই হন সমগ্র মিসরের একচ্ছত্র শাসক। ইতিমধ্যে ক্বিৎফীরের মৃত্যু হ’লে বাদশাহর উদ্যোগে বিধবা যুলায়খার সাথে তাঁর বিবাহ হয়। বাদশাহর দেখা স্বপ্ন মোতাবেক মিসরে প্রথম সাত বছর ভাল ফসল হয় এবং পরের সাত বছর ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেয়। দুর্ভিক্ষের সময় সুদূর কেন‘আন থেকে তাঁর বিমাতা দশ ভাই তাঁর নিকটে খাদ্য সাহায্য নিতে এলে তিনি তাদের চিনতে পারেন। কিন্তু নিজ পরিচয় গোপন রাখেন। পরে তাঁর সহোদর একমাত্র ছোট ভাই বেনিয়ামীনকে আনা হ’লে তিনি তাদের সামনে নিজের পরিচয় দেন এবং নিজের ব্যবহৃত জামাটি ভাইদের মাধ্যমে পিতার নিকটে পাঠিয়ে দেন। বার্ধক্য তাড়িত অন্ধ পিতা ইয়াকূবের মুখের উপরে উক্ত জামা রেখে দেওয়ার সাথে সাথে তাঁর দু’চোখ খুলে যায়। অতঃপর ইউসুফের আবেদন ক্রমে তিনি সপরিবারে মিসর চলে আসেন। ইউসুফ তার ভাইদের ক্ষমা করে দেন। অতঃপর ১১ ভাই ও বাপ-মা তাঁর প্রতি সম্মানের সিজদা করেন। এভাবেই শৈশবে দেখা ইউসুফের স্বপ্ন সার্থক রূপ পায় (অবশ্য ইসলামী শরী‘আতে কারু প্রতি সম্মানের সিজদা নিষিদ্ধ)। সংক্ষেপে এটাই হ’ল ইউসুফ (আঃ) ও ইয়াকূব পরিবারের ফিলিস্তীন হ’তে মিসরে হিজরতের কারণ ও প্রেক্ষাপট, যে বিষয়ে ইহুদীরা রাসূলুল্লাহ (ছাঃ)-কে প্রশ্ন করেছিল মূলতঃ তাঁকে ঠকাবার জন্য।

-----------------------------------------------------------------------------------------------------
❤ S U B S C R I B E ❤ and Keep us in your Prayers!

Please like and share to show your support! my social media profiles:
------------------------------------------------------------------------------------------------------
▶ my channel ➳    / mahfuz008  
▶ Facebook ➳ https://  / mahf.  .
▶ my website ➳ https://mahfuz008.wixsite.com/mysite
▶ my Flickr ➳ https://www.flickr.com/photos/1241943...

▶ Google+ ➳ https://plus.google.com/u/0/+mahfuz008
------------------------------------------------------------------------------------------------------
© 2019 copyright by mahfuz art of nature studio
mahfuz008@gmail.com

❤Thanks for watching.

Комментарии

Информация по комментариям в разработке