বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প এর পরিচিতি | Traditional pottery of Bengal - Mrith shilpo |

Описание к видео বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প এর পরিচিতি | Traditional pottery of Bengal - Mrith shilpo |

মৃৎশিল্প আমাদের দেশের একটি প্রাচীনতম শিল্প । এর প্রধান উপকরণ মাটি, এজন্য এটিকে মৃৎশিল্প বলে । এজন্য প্রয়োজন হয় পরিষ্কার এঁটেল মাটি । যেটি শুধু পাওয়া যায় ধান চাষের জমিতে। শুধু এঁটেল মাটি হলেই এই কাজ করা যায় না। এর জন্য প্রয়োজন হয় অনেক যত্ন ও শ্রমের, আর প্রয়োজন হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান। যাহা কুমারেরা প্রজন্মের পর প্রজন্মের করে আসছে। কিন্তু কালের বিবর্তনে এইসব জিনিস আজ বিলুপ্ত প্রায়। কারণ এইগুলোর পরিবর্তে চলে এসেছে অ্যালুমিনিয়াম ও প্লাস্টিক এর জিনিসপত্র। যেটি আমাদের সাস্থের জন্য ক্ষতিকর। তাই আমাদের ঐতিহ্যবাহি শিল্পকে বাঁচিয়ে রাখতে এবং সুস্বাস্থের কথা বিবেচনা করে মাটির তৈরি জিনিসপত্র ব্যবহারে এগিয়ে আসা উচিত । তাছাড়া সরকারি পৃষ্ঠপোষকতা একান্তই জরুরি । যেন মাটির শিল্পের সেই সোনালী দিনগুলি ফিরে আসতে পারে ।


Facebook Page:   / deshitradition  
Gmail: [email protected]

Комментарии

Информация по комментариям в разработке