বিলাতি ধনিয়া পাতার উপকারিতা ও গুনাগুন | বিলাতি ধনিয়া কি কি রোগের উপকার করে |

Описание к видео বিলাতি ধনিয়া পাতার উপকারিতা ও গুনাগুন | বিলাতি ধনিয়া কি কি রোগের উপকার করে |

বিলাতী ধনিয়া বা বন ধনিয়া বা চাটনী পাতা ইংরেজী নাম - Long Coriander বা Wild coriander বা Fitweed বা Mexican coriander) (বৈজ্ঞানিক নাম - Eryngium foetidum) হচ্ছে Apiaceae পরিবারের Eryngium গণের একটি তৃণ জাতীয় উদ্ভিদ। সাধারণত চাটনী ও ভর্তায় এটি ব্যবহার করা হয়। এর সুগন্ধ খাবারের স্বাদ বাড়িয়ে তোলে।


ধনে পাতা গাছে কান্ড হয় । কিন্তু বিলাতি ধনিয়াতে কোন কান্ড হয় না । বিলাতি ধনিয়া পাতা বাংলাদেশ , ভারত সহ ভিবিন্ন দেশে জন্মে থাকে । বিলাতি ধনিয়া পাতা সুগন্ধি মশলা হিসাবে রান্ন্ করার ব্যবহার হয়ে আসছে । সাধারনত রান্নার জন্য কাচা পাতা ব্যবহার করা হয় । কিন্তু পাতা শুকিয়ে গুঁড়ো করে রাখলে ও এর সুগন্ধ নষ্ট হয় না । বিলাতি ধনিয়া যে শুধু রান্না কাজে ব্যবহার হয় , তা কিন্তু নয় । এর অনেক ভেষজ গুন রয়েছে । যেমন ------
জ্বর, হাইপার টেনশন, অ্যাজমা, পা কস্থলীর জ্বলা পোড়া, কৃমি, সাপে কামড়ানো, ডায়রিয়া, ম্যালেরিয়া ইত্যাদি রোগের চিকিৎসায় বিলাতি ধনিয়া সফলভাবে ব্যবহার হয়ে আসছে ।
বিলাতি ধনিয়া পাতা শরীর ঠান্ডা করে এবং হজমে সাহায্য করে । ক্ষুদা মন্দা থেকে রক্ষা করে খিদা বৃদ্ধি করে ।
রক্তে সুগারের পরিমান কমিয়ে ডাায়াবেটিস নিয়োন্ত্রন করে ।
শরীর চুলকানির স্থানে ধনিয়া পাতার রস লাগালে , চুলকানি ভালো হয়ে যায় ।
এই ধনিয়া পাতা দিয়ে দাঁত ব্রাশ করলে , দাঁতের রক্ত পড়া বন্ধ হয়ে যায় । সাথে দাঁতের মাড়ি ও মজবুত এবং শক্ত হয়
। যাদের অর্শ রোগ রয়েছে , তারা বিলাতি ধনিয়া পাতার রস , সেবন করলে অর্শ রোগ ভালো হয়ে যায় ।

এই পাতা খেলে দাঁতের ব্যথা টাক মাথার সমস্যা দুষিত রক্ত হার্টের ব্লক দূর, বন ধনিয়া পাতা,বিলাতি ধনিয়া পাতা,long coriander leaf benefits,labonis kitchen & vlogs,ওষুধে ভরপুর এই গাছটি, gacher gunaboli,gacher upokarita,gacher gunagun,গাছের গুণাবলী,গাছের উপকারিতা,গাছের গুন,গাছের গুণাগুণ,ঔষধি গাছ,


বিলাতি ধনিয়া পাতা রক্তে কলস্টরল কমাতে ভিষন সাহায্য করে । বিলাতি ধনিয়া পাতায় রয়েছে বিটামিন কে । যার কারনে বিলাতি ধনিয়া পাতা কলস্টরল মুক্ত । বিলাতি ধনিয়া পাতা রক্ত পরিষ্কার করতে ও বেস সাহায্য করে ।
যাদের পেটের কৃমির সমস্য রয়েছে । তারা সকাল বেলায় নিয়োম করে খালি পেটে বিলাতি ধনিয়া পাতার রস খেলে কৃমি রোগ ভালো হয়ে যাবে । যে সকল শিশুর বয়স ৪ বছরের উপরে তাদেরকে ও এবাবে খাওয়াতে পারেন । শিশুদের ও কৃমির সমস্যা থাকবেনা ।
বিলাতি ধনিয়া পাতার উপকারিতা ও গুনাগুন | বিলাতি ধনিয়া কি কি রোগের উপকার করে |


ধনে পাতার উপকারিতা ও অপকারিতা
বিলাতি ধনিয়া পাতার অপকারিতা
বিলাতি ধনিয়া বীজের দাম
ধনে পাতার অপকারিতা
ধনিয়া পাতা খাওয়ার নিয়ম
ধনে বীজের উপকারিতা
বিলাতি ধনিয়া পাতা চাষ পদ্ধতি
বিলাতি ধনিয়া পাতার বীজ



Facebook :   / cybermamun.seo  
Tweeter :   / mamun19821  
Instagram :   / mamunurrashid19821  
Contact Us ----- [email protected]
Doctor Treat BD

#বিলেতি_ধনেপাতা
#বিলেতি_ধনেগাছ
#বন_ধনের_উপকারিতা
#টবে_ধনেপাতা
#DoctorTreatBD

Комментарии

Информация по комментариям в разработке