HSC পাশ প্রবাসী ভাইবোনেরা চার প্রস্তুতিতে বৈধভাবে ক্যানাডার পথ খুলে নিতে পারেন। সাথে PR হবার সুযোগ।

Описание к видео HSC পাশ প্রবাসী ভাইবোনেরা চার প্রস্তুতিতে বৈধভাবে ক্যানাডার পথ খুলে নিতে পারেন। সাথে PR হবার সুযোগ।

HSC পাশ প্রবাসী ভাইবোনেরা চার প্রস্তুতিতে বৈধভাবে ক্যানাডার পথ খুলে নিতে পারেন। সাথে PR হবার সুযোগ।
#workpermitcanada #canadajobs #canadaimmigration
ক্যানাডা বিষয়ক 'এ টু জেড' সার্ভিস এক ছাতার নিচে।
বাংলাদেশে এবং প্রবাসে বসবাসরত ভাইবোনদের যাদের ক্যানাডা বিষয়ে আগ্রহ আছে , তাদের জন্য ক্যানাডা বিষয়ক কমপ্লিট সার্ভিস আমরা দিচ্ছি, এবং সেটা একশতভাগ সততা, নিষ্ঠা, ও যৌক্তিক সেবামূল্যে। দুটো কেনেডিয়ান লাইসেন্সড্ এবং ট্যাক্স পেইং প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যে টিম এই সেবা দিচ্ছি সেই টিমের সমান যোগ্যতা-দক্ষতা-অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ এবং ক্যানাডায় 'বাংলাদেশী কমিউনিটি' মিলিয়ে এই কম্বিনেশান আর আছে বলে আমার জানা নাই। থাকলে তাদেরকেও সাধুবাদ। ‌ ‌ইমিগ্রেশানের A to Z যেকোনো বিষয়ে আপনি বুদ্ধি, পরামর্শ এবং সেবা পেতে পারেন RCIC মৌলি তাসনুভা থেকে (www.mziccanada.ca)। ‌২০২১ এ ইমিগ্রেশান লাইসেন্স পাওয়ার পর RCIC মৌলি তাসনুভা এ পর্যন্ত ২০০০ এর ওপরে বাংলাদেশসহ এশিয়ার কয়েকটি দেশের ভাইবোনদের ইনিশিয়াল কনসালটেশান দিয়েছে। ‌এবং তার কাছে থেকে আপনিও এই বিষয়ে সেরা কনসাল্টেশান এবং সার্ভিস পেতে পারেন। ক্যানাডায় আসার আগে আপনার লাগবে ইংরেজি দক্ষতা এবং IELTS এ ভালো স্কোর। সেই সহায়তার জন্য আছেন, O levels, A Levels, BBA (North South University) করা IELTS Trainers, উৎস টিচার এবং রেহনুমা টিচার। বিজনেস ইংলিশের জন্য আছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক আনোয়ার পারভেজ স্যার (M A in ELT)। ব্র্যাক ইউনিভার্সিটির প্রাক্তন ইংরেজি শিক্ষক। আর ক্যানাডায় চাকরি পেতে এবং মসৃণ পেশাগত জীবন তৈরির সহায়তায় আছে আমার প্রাইভেট ওয়ান টু ওয়ান Soft Skills ওয়ার্কশপ। লিংকড্ইনে আমার ক্যারিয়ার সম্পর্কে জেনে নিতে পারেন:   / ziahasanspeaker   আমাদের এই ওয়ার্কশপে থাকে: Canadian Profile, Cover Letter, Job search, Job Interview 'DOs and Don'ts' Interpersonal skills, Effective Communication Skills. এছাড়াও ক্যানাডায় মাস্টার্সসহ যেকোনো ভর্তি প্রোগ্রামের 'এ টু জেড' সার্ভিস প্রদান করছে আমাদের সহকর্মী রিয়া সাবিত্রী। ইউনিভার্সিটি অফ নিউ ব্রানস উইকের গ্রাজুয়েট। ‌ সে একজন চার্টার্ড প্রফেশনাল একাউন্ট (CPA). সুতরাং এক ছাতার নিচেই পাবেন ক্যানাডা বিষয়ক সমস্ত সার্ভিস একশত ভাগ সততা, দক্ষতা এবং নিষ্ঠার সাথে। আমাদের বাংলাদেশ সহকর্মী ইসরাত প্রিয়াঙ্কা আপুকে এই নাম্বারে +8801779630564 (WhatsApp) টেক্সট দিয়ে আপনার পরিচয় জানিয়ে, আগ্রহের কথা লিখে রাখুন। সেখান থেকে শুরু হবে আপনার সাথে আমাদের পথচলা।

Комментарии

Информация по комментариям в разработке