আবহমান,কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা
অমৃতাভ দে
ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া, পশ্চিমবঙ্গ, ভারত বর্ষ।৭৪১১০৩। একটি উচ্চমাধ্যমিক স্কুলের বাংলা শিক্ষক। সম্পাদনা করেছেন বেশ কিছু গ্রন্থ।বাংলা কবিতার উপর প্রকাশিত হয়েছে গ্রন্থ। মগ্ন গদ্যের গ্রন্থ আছে। বিভিন্ন পত্র পত্রিকায় কবিতা ও প্রবন্ধ লিখেন। প্রায় কুড়ি বছর ধরে 'জীবনকুচি' পত্রিকা সম্পাদনা করছেন।
আবহমান
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া,
লাউমাচাটার পাশে।
ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল
সন্ধ্যার বাতাসে।
কে এইখানে এসেছিল অনেক বছর আগে,
কেউ এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে।
কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে,
এই মাটিকে এই হাওয়াকে আবার ভালবাসে।
ফুরয় না্ তার কিছুই ফুরয় না,
নটেগাছটা বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়য় না!
যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া,
লাউমাচাটার পাশে।
ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল,
সন্ধ্যার বাতাসে।
ফুরয় না তার যাওয়া এবং ফুরয় না তার আসা,
ফুরয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা।
সারাটা দিন আপনে মনে ঘাসের গন্ধ মাখে,
সারাটা রাত তারায়-তারায় স্বপ্ন এঁকে রাখে।
ফুরয় না, তার কিছুই ফুরয় না,
নাটেগাছটা বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়য় না।
যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া,
লাউমাচাটার পাশে।
ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল,
সন্ধ্যার বাতাসে।
নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসী,
হারায় না তার বাগান থেকে কুন্দফুলের হাসি
তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া
নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া
ফুরয় না, তার কিছুই ফুরয় না,
নাটেগাছটা বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়য় না।
যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া,
লাউমাচাটার পাশে।
ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল,
সন্ধ্যার বাতাসে।
আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি কে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের পরিচিতদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।
** ANTI-PIRACY WARNING ** This Content is Copyright to "নানা পথের সন্ধানে”
Any unauthorized reproduction, redistribution, or re-upload is strictly prohibited from this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented! Thank You. Copyright @নানা পথের সন্ধানে. All rights are Reserved.
Информация по комментариям в разработке