শমসের গাজীর বাঁশের কেল্লা / Shamser Gazir Basher Kella. শুভপুর,ছাগলনাইয়া,ফেনী।

Описание к видео শমসের গাজীর বাঁশের কেল্লা / Shamser Gazir Basher Kella. শুভপুর,ছাগলনাইয়া,ফেনী।

শমসের গাজীর বাঁশের কেল্লা রিসোর্ট
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় ভারত সীমান্তের কাছে গ্রাম বাংলার লোক সংস্কৃতির বিভিন্ন উপকরণের সমন্বয়ে শমসের গাজীর বাঁশের কেল্লা রিসোর্ট (Shamser Gazir Bansher Kella Resort) গড়ে তোলা হয়েছে। নবাব সিরাজদৌল্লার আমলে “ভাঁটির বাঘ” হিসেবে পরিচিত শমসের গাজী একাধারে ছিলেন ত্রিপুরা রাজ্যের রাজা, ব্রিটিশ বিরোধী বিপ্লবী এবং ত্রিপুরার রোশনাবাদ পরগণার কৃষক বিদ্রোহের নায়ক। সোনাপুরে শমসের গাজীর স্মৃতিচিহ্নকে কেন্দ্র করে তাঁর উত্তরসূরিরা প্রায় ৫ একর জায়গার উপর শৈল্পিক আয়োজনে এই রিসোর্টটি গড়ে নির্মাণ করেন।

কিভাবে যাবেন

শমসের গাজীর বাঁশের কেল্লা যেতে হলে প্রথমে বাস বা নিজস্ব পরিবহণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দিয়ে বারইয়াহাট নামক স্থানে আসতে হবে। এরপর রামগড় রোড দিয়ে শুভপুর বাজার থেকে সোজা পূর্বদিকে প্রায় ৩ কিলোমিটার পথ পাড়ি দিলেই শমসের গাজীর বাঁশের কেল্লা রিসোর্ট দেখতে পাবেন। এছাড়া ফেনী জেলা শহর হতে ছাগলনাইয়া ও শুভপুর হয়ে রিক্সা বা লেগুনায় চড়ে শমসের গাজীর বাঁশের কেল্লা রিসোর্টে যাওয়া যায়।

Комментарии

Информация по комментариям в разработке