তালাকের কথা অনেকেই শুনেছে। কিন্তু জাগ্রত হয়ে দেখে, তার স্ত্রী তার পাশেই নিদ্রিত। এতে তালাক হবে না। কারণ, স্বপ্নে তালাক দিলে তালাক হয় না ।
স্বামী স্ত্রীকে বলল, তুমি আমার মা হও। এতে তালাক হবে না !
স্বামীর বন্ধুরা স্বামীকে বলল, স্ত্রীকে তালাক দে। স্বামী বলল, তালাক দিব কি দিব না একটু ভেবে দেখি, এতে তালাক হবে না ।
স্বামী বলল, আজ হোক কাল হোক, তোমাকে তালাক দিব। তবে তালাক হবে না ৷
স্বামী স্ত্রীকে বলল, যদি তুমি অমুক কাজ কর, তাহলে, তোমাকে তালাক দিব। কিন্তু দিলাম শব্দ বলেনি। এতে তালাক হবে না।
স্বামী বলল, যদি তুমি বাপের বাড়ি যাও, তাহলে তালাক দিব। এরূপ বললে তালাক হয় না ।
যে সমস্ত শব্দ দ্বারা স্ত্রীকে ধমকানো বা গালমন্দ করা উদ্দেশ্য হয়, সে সমস্ত শব্দে তালাক হয় না।
স্বামী যদি স্ত্রীকে বলে, তোমার হাতকে তালাক অথবা তোমার পা'কে তালাক, তাহলে হবে না ।
যদি কেহ কোন বেগানা মেয়েকে বলল, যদি তুমি আমার ঘরে প্রবেশ কর, তাহলে তালাক। কিছু দিন পর ঐ মেয়েকে বিবাহ করল। অতঃপর উক্ত স্ত্রী ঐ ঘরে প্রবেশ করল। এতে তালাক হবে না।
যদি কোন স্বামী পারস্পরিক ঝগড়া বিবাদের পরিস্থিতি অথবা ক্রোধান্বিত অবস্থায় না থাকে এবং তালাকের আলোচনা অবস্থায়ও না থাকে, নিজ স্ত্রীকে বলে, তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই, তুমি হারাম, তোমার লাগাম তোমার গলায়, তোমার দায়িত্ব তোমার হাতে, তুমি আত্বীয়দের নিকট চলে যাও, তোমাকে ছেড়ে দেয়া হয়েছে, তুমি মুক্ত, আমি তোমাকে তোমার মাতা-পিতার নিকট অর্পণ করে দিলাম, আমি তোমাকে দান করলাম, আমি তোমার পিতার নিকট তোমাকে যাকাত স্বরূপ দিলাম, আমি তোমার দায়িত্ব ছেড়ে দিলাম, তুমি এখন থেকে স্বয়ংসম্পূর্ণ, আমি তোমাকে পৃথক করে দিলাম, তুমি স্বাধীন, তুমি মুখ ঢেকে নাও, তুমি পর্দা গ্রহণ কর, তুমি দূর হয়ে যাও, তুমি অন্য স্বামী তালাশ কর, তাহলে তালাক পতিত হবে না। তবে হ্যাঁ, উল্লেখিত শব্দগুলো বলার সময় যদি স্বামীর নিয়্যতে তালাক দেয়ার থাকে, তাহলে তালাক হয়ে যাবে। নিয়্যতে না থাকলে, তালাক হবে না। উল্লেখিত শব্দগুলো কেনায়ার আরবী শব্দ। এতে তালাক হওয়া না হওয়ার দুটোরই সম্ভাবনা রয়েছে। তাই তালাক হওয়া নিয়্যতের উপর নির্ভর করে।
#shorts
#islamic
#islamicmarriage
#talak
#devorce
#hadis
#islamicquotes
#islamicstatus
#islamicvideo
#advice
Информация по комментариям в разработке