প্রচন্ড গরমে মুরগির যত্ন নিবেন যেভাবে। যমুনা এগ্রো ফার্ম

Описание к видео প্রচন্ড গরমে মুরগির যত্ন নিবেন যেভাবে। যমুনা এগ্রো ফার্ম

প্রচন্ড গরমে মুরগির জন্য বিশেষ কিছু যত্ন নিতে হবে।

গরমে খামারে বৈদ্যুতিক ফ্যানের ব্যবস্থা করতে হবে।
খামারের ভেতর দিকে চালার নিচে সিলিং লাগাতে হবে। যাতে ঘরের ভিতরে রোদের তাপ সরাসরি প্রবেশ করে খামারের ভিতরের পরিবেশ উত্তপ্ত করতে না পারে।

এছাড়া খামারের চালার উপরে পাটের চট বা গাছের ডাল পালা দিয়ে টিন ঢেকে দিলে ও সূর্যের তাপ সরাসরি খামারে লাগবে না।
গরমের দিনে পাখিকে যথাসম্ভব ঠান্ডা ও পরিস্কার পানি সরবরাহ করতে হবে।

পানির সাথে গ্লুকোজ, বিটেইন যুক্ত স্যালাইন ও ভিটামিন-সি মিশিয়ে দিতে হবে।
খামারের চারিপাশ খোলামেলা রাখতে হবে।যাতে বাতাস চলাচল করতে পারে।

দুপুরের দিকে যদি অসহনীয় তাপ থাকে তবে ঠান্ডা পানি অল্প করে পাখির গায়ে স্প্রে করে দিতে পারেন।

Комментарии

Информация по комментариям в разработке