মুসলিম অগ্রক্রয় কখন করবেন?প্রিয়েমশন মামলা করার নিয়মাবলী।।Muslim Preemption case।।Law tips bd

Описание к видео মুসলিম অগ্রক্রয় কখন করবেন?প্রিয়েমশন মামলা করার নিয়মাবলী।।Muslim Preemption case।।Law tips bd

মোবাইল ফোনের মাধ্যমে আইনি পরামর্শ পেতে ০১৭১৬-৮৫৬৭২৮ নম্বরে ৫১০ টাকা বিকাশ করে পরামর্শ নিতে পারবেন। সরাসরি সাক্ষাৎ করে আইনী পরামর্শ নিতে চাইলে ০১৭১৬-৮৫৬৭২৮ নম্বরে ১৫৩০ টাকা বিকাশ করে সাক্ষাতের সময়সূচি জেনে নিয়ে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্র (যদি থাকে) নিয়ে চেম্বারে আসতে হবে। ঠিকানা: ব্যারিষ্টার দোলন এন্ড এ্যাসোসিয়েটস, প্রেস্টিজ হোমস (১ম তলা), চিটাগাং হোটেলের সামনে, সেগুনবাগিচা, ঢাকা। অথবা প্রামাণিক ল’ চেম্বার, জজ কোর্ট চত্ত্বর, কুষ্টিয়া। This Channel does not promote and encourage any illegal content, illegal activities. The aim and objects of this channel is to create a law-conscious population.

বন্ধুরা আজ আলোচনা করব অগ্রক্রয় মামলা বা প্রিয়েমশন মামলা বা মুসলিম আইনে সাফা অগ্রক্রয় মামলা সম্পর্কে। আইন হচ্ছে, জমির মালিক তার জমি বিক্রি করতে চাইলে, প্রথমে অগ্রক্রয় অধিকারীদের বিক্রয়ের খবর জানাতে হবে। যদি তারা ক্রয়ে আগ্রহী না হয় তখন বিক্রেতা বাইরের পার্টির কাছে জমি বিক্রি করতে পারবেন। নতুবা ওই জমির ওয়ারিশ সূত্রে সহ অংশীদার, দ্বিতীয়ত ক্রয়সূত্রে যারা সহ অংশীদার এই দুশ্রেনীর ব্যক্তিবর্গ আদালতে প্রি-এমপশন মামলা দায়েরের মাধ্যমে পুনঃ ক্রয় করে নিতে পারবেন। এই মামলা কে করতে পারবেন, আর কে করতে পারবেন না, কত টাকা কিভাবে আদালতে জমা দিয়ে মামলাটি করতে হয়, কোন শ্রেণীর জমির ক্ষেত্রে প্রিয়েমশন করা যাবে না, এ মামলাটি কত সময়ের মধ্যে করতে হয়, মামলাটি শেষ হতে কত সময় লাগে, জমি ক্রেতাকে কত টাকা ক্ষতিপূরণ দিতে হয়, মামলায় হেরে গেলে আপিলের বিধান কি-প্রিয়েমশন মামলার সার্বিক বিষয় নিয়ে কথা বলতে আমি---।
কৃষি জমি ও অকৃষি উভয় প্রকারের জমির অগ্রক্রয় দাবি করে আদালতে মামলা করা যায়। মহানগরী এলাকা, পৌরসভা এলাকা, হাটবাজার ইত্যাদি কে অকৃষি জমি হিসেবে গণ্য করা হয়। কৃষি জমির অগ্রক্রয়ের ক্ষেত্রে ঝঃধঃব অপয়ঁরংরঃরড়হ ঞবহধহপু অপঃ, ১৯৫০ এর ৯৬ ধারা এবং অকৃষি জমির অগ্রক্রয়ের ক্ষেত্রে ঘড়হ অমৎরপঁষঃঁৎধষ ঞবহধহপু অপঃ, ১৯৪৯ এর ২৪ ধারা মতে মামলা দায়ের করতে হয়। ঝঃধঃব অপয়ঁরংরঃরড়হ ঞবহধহপু অপঃ ১৯৫০ এর ৮৯ ধারা অনুযায়ী জমি রেজিস্ট্রির তারিখ থেকে ৩ বছরের পর আর অগ্রক্রয় দাবি করে আর মামলা করা যাবে না। বিক্রীত জমির সাব কবলা দলিলে উল্লেখিত মূল্যমান অনুযায়ী আর্থিক এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা করতে হবে। মামলা দায়ের করতে হলে আদালতে চার ধরনের টাকা জমা দিতে হয় অন্যথায় মামলাটি আদালত খারিজ করে দেবে। ১। সাব কবলা দলিলে উল্লেখিত জমির মূল্য প্রদান করে, ২। উক্ত মূল্যের উপর বার্ষিক ২৫% হারে ক্ষতিপূরণ বাবদ,
৩। উক্ত মূল্যের বার্ষিক সরল সুদে ৮% হারে। মনে রাখবেন ২ এবং ৩ নং হিসাব করতে হবে দলিল রেজিস্ট্রির তারিখ থেকে মামলা দায়েরের সময় পর্যন্ত, ৪। প্রথম ক্রেতা কতৃক উন্নয়ন বাবদ অন্যান্য টাকা যা পরবর্তীতে আদালত সমীচীন মনে করলে জমা দিতে নির্দেশ দিবেন। মনে রাখা দরকার কোন বসত ভিটা বিক্রয়ের ক্ষেত্রে কৃষি কিংবা অকৃষি জমির অগ্রক্রয় মামলা চলবেনা। আর মুসলিম আইনে তিন শ্রেণীর লোক অগ্রক্রয় দাবি করে মামলা করতে পারেন।১। উত্তরাধিকার বা ক্রয় সূত্রে সহ অংশীদার, ২। যে জমির মধ্য দিয়ে বা সংলগ্ন পথ, পানির ড্রেন যাদের রয়েছে, ৩। সংলগ্ন জমির মালিক। মনে রাখবেন মুসলিম আইনে মামলা করতে আগে টাকা জমা দেয়ার প্রয়োজন হয় না। মামলার রায় হওয়ার পর টাকা জমা দিতে হয়। এবার জেনে নিই অগ্রক্রয়ের মামলা কখন করা যাবে না। চলে যদি ১. বিক্রীত জমি বসতবাড়ি হয়। ২. অগ্রক্রয়ের মামলা দায়ের করার আগেই বিক্রীত জমি যদি বিক্রেতার কাছে হস্তান্তরিত হয়, ৩. উক্ত বিক্রয় যোগসাজশী বা জাল বিবেচিত হয়। ৪. বিনিময়, এ্যাওয়াজ বা ভাগবাটোয়ারা সংক্রান্ত সম্পত্তি হস্তান্তর হয়।
৫. স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীর বরাবরে উইল বা দানমূলে সম্পত্তি হস্তান্তর করে। ৬. হেবা-বিল-এওয়াজ মূলে হস্তান্তর করলে।৭. রক্তের সঙ্গে সম্পর্কযুক্ত তিন পুরুষের কোনো দান বা উইল মূলে হস্তান্তর করে। ৮. মুসলিম আইনে ওয়াক্ফ এবং ধর্মীয় কারণে বা দাতব্য উদ্দেশ্যে উৎসর্গকৃত হস্তান্তরে। উপরের এসকল নিয়ম-কানুন সব কিছ ঠিক থাকলে আদালত শুনানি শেষে আবেদনকারীকে জমি কেনার অধিকার দিতে পারেন। এর পরিপ্রেক্ষিতে জমা দেয়া টাকা থেকে ক্রেতাকে তার পাওনা টাকা পরিশোধ করতে আদেশ দেবেন। যার আবেদন মঞ্জুর করা হলো তার বরাবর ৬০ দিনের মধ্যে বিক্রয় দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে দেয়ার জন্য নির্দেশ দেবেন। তবে এ রেজিস্ট্রেশনের জন্য কোনো কর, ডিউটি বা ফিস দিতে হবে না। ৬০ দিনের মধ্যে রেজিস্ট্রি করে দিতে ব্যর্থ হলে এর পরবর্তী ৬০ দিনের মধ্যে আদালত সাফ কবলা দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে দেবেন। মনে রাখবেন এই আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে ।
#seraj_pramanik #law_tips_bd #lawtips #criminal_case #land_law #divorce #land_problem #preemption#অগ্রক্রয়#muslim_preemtion

Комментарии

Информация по комментариям в разработке