জিনসেং কি আসলেই যৌনশক্তি বাড়ায়? । কোরিয়ান জিনসিন ভাল নাকি খারাপ? Korean Jinseng
কোরিয়ান রেড জিনসেং DHC (Original)
Made in JAPAN
পরিমান: ৬০ পিস পিল
দামঃ ৪০০০/- (১মাসের)
************************
অর্ডার করতে কল করুন 01782339270
আপনি চাইলে আমাদের অফিস থেকে (Mirpur DOHS) নিয়ে যেতে পারবেন ।
অথবা কুরিয়ারে ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন। ডেলিভারির সময় টাকা পরিশোধ করার সুযোগ থাকবে।
পুরুষের সময়সীমা বাড়াবে যেসব খাবার। জিনসেং (Ginseng)
যেসব খাবার যৌনশক্তি বাড়ায়
সুখি দাম্পত্য জীবনের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া যতটা প্রয়োজন, সুস্থ যৌনজীবনও কিন্তু তার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়৷ তাই জেনে নিন যৌনস্বাস্থের জন্য উপকারী কিছু খাবারের কথা৷
উপকারী লাল মাংস
না লাল মাংস শুধু ক্যানসারের ঝুঁকি বাড়ায়, এমন নয়৷ প্রতি সপ্তাহে এক বা দু’বার লাল মাংস খাওয়া আপনার যৌনজীবনের জন্যও উপকারী৷ ইটালিয়ান গবেষকদের এক সমীক্ষা থেকে জানা গেছে এই তথ্য৷
দুধের তৈরি খাবার খান
দুধের তৈরি খাবারে থাকে প্রচুর ভিটামিন ডি, যা এক ধরনের যৌন হরমোনের উৎপাদন বাড়াতে সহায়তা করে৷
সহজলভ্য কলা
কলা আমাদের অতি পরিচিত ফল, যা সারা বছর পাওয়া যায়৷ এই কলায় রয়েছে ব্রোমেলিয়ান যা যৌন সম্ভোগের ইচ্ছা বাড়ায়৷
ডুমুর ফলও ফেলনা নয়
ক্ষুদ্র ক্ষুদ্র দানা বিশিষ্ট ডুমুর ফলে রয়েছে অ্যামিনো অ্যাসিড, যা পুরুষদের যৌনমিলনের সময়টুকুকে আরো দীর্ঘায়িত করতে সাহায্য করে৷ এই ফল তাজা বা শুকনো – দু’ভাবেই খাওয়া যেতে পারে৷
রসালো ফল স্ট্রবেরি
স্ট্রবেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট নারী এবং পুরষের যৌনশক্তি বাড়াতে যেমন সহায়ক, তেমনি শরীরের ওজন কমাতেও ভূমিকা রাখে৷ জার্মান পুষ্টিবিদ হান্স ডিটার শাউপ তাই ওজন কমানোর জন্য স্ট্রবেরি খাওয়ার পরামর্শ দিয়েছেন৷
প্রাকৃতিক ভায়াগ্রা তরমুজ
তরমুজে থাকা সিট্রুলিন ধমনীকে স্বচ্ছন্দে বা শান্ত রেখে যৌনজীবনকে সুখকর করতে বিশেষ ভূমিকা রাখে৷ অ্যামেরিকার টেক্সাস রাজ্যের এ অ্যান্ড এম ইউনিভার্সিটিসহ কয়েকটি সমীক্ষার ফলাফল থেকে জানা গেছে যে তরমুজ শরীরে যৌন উদ্দীপনা বৃদ্ধি করে৷
আদার নানা গুণের কথা আমাদের কারো আর অজানা নয়৷ সর্দি, কাশি, ঠান্ডায় আমরা আদা ব্যবহার করি৷ তবে এবার ইটালিয়ান গবেষকদের করা সমীক্ষা থেকে জানা গেছে যে, আদা শরীরের রক্ত চলাচলকে সহজ করে কামশক্তি বাড়াতে সাহায্য করে৷
নারীদের জন্য উপকারী কাঠবাদাম
কাঠবাদামে রয়েছে প্রচুর ফ্যাটি অ্যাসিড, ম্যাগনেশিয়াম এবং ভিটামিন ‘ই’, যা যৌনমিলনের উত্তেজনা জাগায়, বিশেষ করে নারীদের৷
সুগন্ধী এলাচ
পোলাও, কোর্মা, মাংস, রোস্ট, কাবাব, মিষ্টি পায়েস বা সেমাই, জর্দায় সুগন্ধীয় এলাচ ছাড়া রান্নার কথা বাঙালিরা ভাবতেই পারে না! আর মশলা চা? তাতেও যে চাই এলাচ৷ কিন্তু এলাচ যে পুরুষের যৌনশক্তি বাড়াতে প্রাকৃতিক ভায়াগ্রার মতো কাজ করে, সেকথা হয়ত জানা নেই অনেকেরই৷ হ্যাঁ, এই তথ্যই দিয়েছেন ইটালিয়ান গবেষকরা৷
ফিট থাকতে হবে
শুধু বিশেষ কিছু খাবার খেয়ে যৌনশক্তি বাড়িয়ে যৌনজীবনকে পুরোপুরি আনন্দময় করা যাবে, এমনটা ভাবা অবশ্য ঠিক নয়৷ এর জন্য শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি৷ সঙ্গে চাই ইতিবাচক চিন্তা, নিয়মিত ব্যায়াম, স্ট্রেস ফ্রি জীবনযাত্রা, বিভিন্ন ভিটামিন যুক্ত খাবার এবং সর্বোপরী সুখী পরিবার৷ কেবলমাত্র তবেই যৌনজীবন পুরোপুরি উপভোগ করা সম্ভব!
যৌন,যৌন সমস্যা,যৌন ক্ষমতা বাড়াতে,যৌন ক্ষমতা,যৌন জীবন,যৌন অক্ষমতা,যৌন স্বাস্থ্য,যৌন শক্তি বাড়াতে,যৌন শিক্ষা,নিরাপদ যৌন,sexual problem,sexual health,যৌন ক্ষমতা বৃদ্ধি করতে যে খাবার খাবেন,যৌন ক্ষমতা বাড়ানোর পদ্ধতি,যৌন ক্ষমতা বাড়ানোর পদ্ধতি ঔষধ,যৌন চিকিৎসা,যৌন ডাক্তার,জিনসিন,জিনসেং,জিনসেং এর উপকারিতা,jinsin plus bangladesh,jinsin,jinsin plus,জিনসেং এর অসাধারণ কিছু গুণাবলী,জিংসেন,ডা তাসনিম জারা,তাসনিম জারা,Tasnim Jara,Dr Shusama Reza,Dr Susama Reza
জিনসেং কি,জিনসেং,জিনসেং কারা খাবেন?,জিনসেং কেন খাবেন?,কোরিয়ান জিনসেং,কোরিয়ান রেড জিনসেং,korean ginseng,korean red ginseng,red ginseng,রেড জিনসেং,Korean Ginseng,ginseng price in bangladesh,ginseng tree in bangladesh,Korean Red Ginseng,পাউডার জিনসেং,কোরিয়ান জিনসেন,কোরিয়ান জিনসিন,কোরিয়ান রেড জিনসিন,কোরিয়ান রেড জিংসেন,korean red jinsin,korean red jinseng,jinsin valo naki kharap,ginseng kothai pawa jay,khati ginseng,korean res ginseng in bangladesh
Информация по комментариям в разработке