দেশী মাগুর চাষ সহজ নাকি থাই মাগুর চাষ সহজ জেনে নিন || এবং কোন জাতের মাগুরে বেশী লাভজনক

Описание к видео দেশী মাগুর চাষ সহজ নাকি থাই মাগুর চাষ সহজ জেনে নিন || এবং কোন জাতের মাগুরে বেশী লাভজনক

মাগুরমাছ
আবাসস্থল :
খালবিল, হাওর-বাঁওড়, ডোবানালা, পুকুর, প্লাবনভূমি ইত্যাদি। এ মাছ এঁদো, কর্দমাক্ত মাটি, গাছের গুঁড়ির তলা, গর্ত ইত্যাদি জায়গায় বসবাস করতে পছন্দ করে। স্রোতহীন আবদ্ধ পানিতে এদের সচরাচর দেখা যায়। কচুরিপানা, পচাপাতা আগাছ বেষ্টিত জায়গায় এদের স্বচ্ছন্দে বসবাস লক্ষ্য করা যায়।
খাদ্যগ্রহণপ্রবণতা:
এদের খাদ্য গ্রহণ প্রবণতা শিং মাছের মতোই।

পরিপক্বতা:
এ মাছ বছরে একবার প্রজনন করে থাকে। প্রজননকালে মে থেকে আগস্ট মাস।

চাষ ব্যবস্থাপনা:
১.০ থেকে ১.৫ মিটার গভীরতা বিশিষ্ট পুকুর এ মাছ চাষের জন্য উপযোগী, পুকুরের পানি শুকিয়ে পাড় মেরামত করে নিতে হবে। প্রতি শতাংশে ১ কেজি চুন, ১০ কেজি গোবর, ১০০ গ্রাম ইউরিয়া, ১০০ গ্রাম টিএসপি সার প্রয়োগ করে পুকুর প্রস্তুতিপর্ব সম্পন্ন করতে হয়। ৪-৬ সেমি.?দৈর্ঘ্যের সুস্থ-সবল পোনা পুকুরে মজুদ করা উত্তম। শতাংশপ্রতি ২০০ থেকে ২৫০টি পোনা মজুদ করা যেতে পারে। শিং মাছের মতো মাগুর মাছকেও মাছের মোট ওজনের ৪-৫% হারে?দৈনিক দুইবার খাবার সরবরাহ করতে হবে।

মাগুর
মাছের খাবার হিসেবে শিং মাছের অনুরূপ উপকরণাদিসহ?তৈরি সম্পূরক খাদ্য?দৈনিক দু’বার যথারীতি প্রদান করতে হবে। যথা নিয়মে মাছের পরিচর্যা করা সম্ভব হলে ৮-১০ মাসেই মাগুর মাছ বাজারজাত করার উপযোগী সাইজে উন্নীত হয়ে থাকে।

সম্ভাব্য আয় :
এক চাষ মৌসুমে মাগুর মাছ চাষ করে ব্যবস্থাপনা খরচাদি বাদে শতাংশ প্রতি ১০০ থেকে ১,৫০০ টাকা আয় করা সম্ভব।

👉সু-খবর👈🐟👉 সু-খবর👈

💯💯১০০% বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান💯💯

★★ঘরে বসেই পেতে পারেন আপনার মনের মত পোনা বায়োফ্লক বা পুকুরে চাষের জন্য★★🐠🐠

আপনারা আমাদের কাছে যে সকল মাছের পোনা পাবেন:
▪️🐠দেশী শিং
▪️🐠 দেশী মাগুর
▪️🐠 পাবদা
▪️🐠 গুলসা
▪️🐠 ভিয়েতনাম কৈ
▪️🐠 মনোসেক্স তেলাপিয়া
▪️🐠 পাঙ্গাস
▪️🐠 ভিয়েতনাম শোল
▪️🐠 লাল তেলাপিয়া
▪️🐠 লাল রুই
▪️🐠 আইড়
▪️🐠 চিতল
সহ সকল মাছের ধানী পোনা রেণু

আমাদের ঠিকানা: গ্রাম: ধলা
থানা: ত্রিশাল
জেলা: ময়মনসিংহ

মাছের দাম: ফোনে আলোচনা সাপেক্ষে⁉️

মোবাইল (01635235749}
এবং 01845576576
☎️(সাব্বির আহমেদ)☎️


বি:দ্র: ভালো এবং গুণগত মাছের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের কাছ থেকে মাছ সংগ্রহ করে নিজে লাভবান হন অপর ভাইদেরকে উৎসাহিত করেন

((((((((((((((((ধন্যবাদ)))))))))))))))))

Комментарии

Информация по комментариям в разработке