মাত্র দশ মিনিটে সিসি ক্যামেরা সেটাপ করুন খুব সহজে

Описание к видео মাত্র দশ মিনিটে সিসি ক্যামেরা সেটাপ করুন খুব সহজে

V380 বাল্ব সিস্টেম 360° মুভিং WI-FI আইপি ক্যামেরা।

ক্যামেরাটিতে ওয়াইফাই কানেকশন দিয়ে পৃথিবীর যেকোন জায়গা থেকে মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করে লাইভ ভিডিও দেখতে, কথা বলতে ও শুনতে পারবেন।

ইনস্টলেশন অত্যন্ত সহজ। সাধারণ বাল্বের হোল্ডারে কানেক্ট করতে হয়।

রুমের ভিতর ও বাহিরে সব জায়গায় ব্যবহার করতে পারবেন।

মোবাইলের অ্যাপসের মাধ্যমে জুম করা, চারপাশে ঘুরিয়ে দেখা, ভয়েস করা, এলাম বাজানো, লাইট কন্ট্রোল করা, রেকর্ড ভিডিও পর্যবেক্ষণ ইত্যাদি অনায়াসে করতে পারবেন।

রয়েছে মোশন ট্রাকিং !! ফলে ক্যামেরাটি অটো ভাবে ঘুরে ঘুরে ব্যক্তি বা বস্তুকে পর্যবেক্ষণ করবে।

লাইট নাইট ভিশন হওয়াতে অন্ধকারেও দিনের আলোর মতো ক্লিয়ার এইচডি কোয়ালিটি ভিডিও দেখা যায়।

আপনার বাসা, অফিস, দোকান, খামার, বাচ্চাদের খেলার জায়গা সহ গুরুত্বপূর্ণ সকল জায়গায় ব্যবহার করুন এই বাল্ব V380 বাল্ব সিস্টেম 360° মুভিং WI-FI আইপি ক্যামেরা

Комментарии

Информация по комментариям в разработке