BIG ANNOUNCEMENT for Students of 'Sagnik Sir Knowledge Academy'

Описание к видео BIG ANNOUNCEMENT for Students of 'Sagnik Sir Knowledge Academy'

BIG ANNOUNCEMENT for Students of 'Sagnik Sir Knowledge Academy'

📲 অ্যাপের লিঙ্ক: https://play.google.com/store/apps/de...

👉🏽 If you are a serious aspirant, you may join in our Upcoming 14th WBCS Online Batch starting from 15th AUGUST, 2022

🔴 ব্যাচ-শুরুর তারিখ: 15th August, 2022
★ Seats: 50 students only

Batch Details:    • 15th August| WBCS New Batch Announcem...  

✅ এই কোর্সের বৈশিষ্ট্য:
★ History, Geography, Polity, Economics, Mathematics, G.I, Science (Physics, Chemistry, Biology), Current Affairs (Monthly one-liner), English (Objective) etc. বিষয়গুলি এই কোর্সে পড়ানো হবে।
★ ক্লাস হবে: "Sagnik Sir Knowledge Academy" নামক অ্যান্ড্রয়েড অ্যাপে।
★ অ্যাপের লিঙ্ক: https://play.google.com/store/apps/de...

★ প্রবল মুদ্রাস্ফীতির যুগেও সামান্য মাসিক ফি: ১২০০/- এবং অ্যাডমিশন ফি: ১০০০/-
★ লাইভ ও রেকর্ডেড ভিডিও ক্লাসের সমন্বয়; যা কোর্স চলাকালীন যখন খুশি তখন দেখা যাবে। এবং কোর্সের ৯৫% ক্লাস-ই সাগ্নিক স্যারের দখলে।
★ প্রতিটা ভিডিও ক্লাসের সাথে সাগ্নিক স্যারের উন্নতমানের নোটস ও স্টাডি মেটিরিয়ালস (.pdf)।
★ প্রতি মাসের শুরুতে রুটিন দেওয়া, এবং সেই রুটিন অনুযায়ী রাত ৯ টায় ক্লাস।
★ সারা সপ্তাহে যা পড়া হচ্ছে তার উপর সাপ্তাহিক মক, ও সারা মাসে যা পড়া হচ্ছে তার উপর মাসিক মক। এছাড়াও আছে বহু "স্পেশাল মক" যা তোমাদের রিভিশানে সাহায্য করবে।
★ প্রতিটা মকের শেষে "মেরিট লিস্ট" এ নিজের স্থান দেখে আত্মবিশ্লেষণের সুবিধা।
★ কোর্সের ভ্যালিডিটি সাধারণত ১২ মাস; তবে বিশেষ প্রয়োজনে এই সময় পরিবর্তিত হতে পারে।

📞 ভর্তির জন্য যোগাযোগ: ৬২৯১৫৩৯২৭৬

🟥 বিশেষ বৈশিষ্ট্য:-
★ ডাউট ক্লিয়ারিং:- রবিবার বাদে যে-কোনোদিন "সকাল দশটা থেকে বিকাল চারটে" অবধি ফোন-কল/হোয়াটসঅ্যাপ/ইমেলের মাধ্যমে নিজের "ডাউট" জানানোর সুবিধা ও তৎক্ষনাৎ তার উত্তর পাওয়া।
এছাড়াও অ্যাপের মাধ্যমে ২৪×৭ ডাউট জানানোর সুবিধা।
★ প্রতি মাসে সাগ্নিক স্যারের সাথে তিনটি "ইন্ট্যারকটিভ" লাইভ সেশান। যেখানে সঠিক পড়াশোনার পদ্ধতি, ব্যক্তিত্বের উন্মেষ, নিজের একাগ্রতাকে সঠিক পথে পরিচালনা, আত্মবিশ্বাস বৃদ্ধি ইত্যাদি বিষয়ে স্যার তোমাদের সাথে আলোচনা করবেন যাতে তোমরা পথভ্রষ্ট না হও।
★ প্রতি মাসের শেষে একটি লাইভ "রিভিশন ক্লাস", যা মাসের শেষে সম্পূর্ণ পাঠগুলিকে মনে রাখতে সাহায্য করবে।
★ স্পেশাল ডেসক্রিপটিভ স্ট্র্যাটেজির ক্লাস। যেখানে সাগ্নিক স্যার নিজে কিছু গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কিত "ডেসক্রিপটিভ রাইটিং" তোমাদের জন্য প্রোভাইড করবেন। তবে এই ডেসক্রিপটিভ ক্লাসের নির্দিষ্ট কোনো রুটিন নেই। বলতে পারো, এটা তোমাদের "এক্সট্রা বেনিফিট"।

✳️ কিছু প্রশ্নোত্তর ✳️
🔴 ক্লাস কোন মাধ্যমে হবে?
উঃ সম্পূ্র্ণ অনলাইন মাধ্যমে। " Sagnik Sir Knowledge Academy" অ্যাপ্লিকেশনের মাধ্যমে।

🔴 কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও কি ভিডিও দেখতে পারবে?
উঃ না, ভিডিও দেখতে পারবে না। তবে নোটেসের সুবিধা উপলব্ধ থাকবে।

🔴 এই কোর্সে কি অপশনাল করানো হবে?
উঃ না, অপশনালের জন্য আমাদের আলাদা কোর্স উপলব্ধ আছে।

🔴 এই কোর্সে WBCS ছাড়া কি অন্যান্য পরীক্ষা কভার হবে?
উঃ হ্যাঁ, WBPSC -এর নেওয়া অধিকাংশ পরীক্ষাই কভার হয়ে যাবে।

🟥 ভর্তির জন্য যোগাযোগ:-
📞 6291539276 (কল কিংবা, হোয়াটসঅ্যাপ)

#SagnikSir #WBCS #onlinebatch

Комментарии

Информация по комментариям в разработке