Large live fish market on the Meghna river/ এ কি বড় বড় নদীর মাছ বৈদ্দার বাজর আড়দে

Описание к видео Large live fish market on the Meghna river/ এ কি বড় বড় নদীর মাছ বৈদ্দার বাজর আড়দে

মেঘনা নদীর বড় জীবন্ত মাছের বাজার হিসাবে ঐতিহাসিক ভাবে খ্যাতি আছে বৈদ্দারবাজার মৎস্য আড়দের। এখানে দেশের বিভিন্ন প্রান্তের সাথে নৌ যোগাযোগ ভালো থাকায় প্রচুর নদীর প্রাকৃতিক মাছ এই এই বাজারে এসে থকে। পাইকাররা নদীর মাছের ব্যাপক চাহিদা থাকায় এই বাজার থেকে মাছ কিনে দেশের নানা স্থানে সরবরাহ করে থকে। এই বাজারে নানা প্রজাতির মাছ পাওয়া যায়। এখান ঞেতা-বিঞেতা নিলামের মাধ্যমে ডাক তুলে মাছ কেনা বেচা করে থকে।মেঘনা নদীর থেকে পাওয়া মাছের মধ্যে বড় আড় বোয়াল কাতলা বাচা পুটি চেই পোয়া নানা জাতের চিংড়ি ইত্যাদী মাছই বেশী। এই বাজার বাংলাদেশের নদীর প্রাকৃিতক মাছের ঐতিহ্যকে সুনামের সাথে ধরে রেখেছে।#AzizeeFishingBD#AzizeeVillageLife#AzizeeImages

Комментарии

Информация по комментариям в разработке