শিব পুরান বাংলা ||শিব পুরাণ কথা ||shiv puran bangla ||shiv puran katha ||মহাদেব বাণী ||mahadev bani

Описание к видео শিব পুরান বাংলা ||শিব পুরাণ কথা ||shiv puran bangla ||shiv puran katha ||মহাদেব বাণী ||mahadev bani

শিব পুরান বাংলা ||শিব পুরাণ কথা ||shiv puran bangla ||shiv puran katha ||মহাদেব বাণী ||mahadev bani
আজ শেষ হচ্ছে শ্রাবণ মাস। এই মাসটি শিবের বিশেষ প্রিয়। শ্রাবণ মাসে শিবের মহিমা পাঠ করলে তাঁর আশীর্বাদ লাভ করা যায়।
শিব পুরাণে শিবের মহিমা ব্যাখ্যা করা হয়েছে। এই পুরাণে শিব ও তাঁর অবতার, শিব ভক্তি, শিব মহিমা ও শিবের সম্পূর্ণ জীবন চরিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি এই পুরাণে জ্ঞান, মোক্ষ, ব্রত, তপ, জপ ইত্যাদির ফলাফলের মহিমাও বর্ণনা করা হয়েছে। শ্রাবণ মাসের শেষ দিনে জেনে নিন শিব পুরাণে বর্ণিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যা আমাদের জীবন চলার পথে সাহায্য করবে।শিব পুরাণ অনুযায়ী ব্যক্তির মধ্যে যতক্ষণ রাগ, দ্বেষ, ঈর্ষা, বৈমনস্য, অপমান ও হিংসার মতো পাশবিক বৃত্তি থাকে, ততক্ষণ সে পশুর অংশ। এই পাশবিকতা থেকে মুক্তির জন্য ভক্তি ও ধ্যান জরুরি। শিব পুরাণ অনুযায়ী ব্যক্তির মধ্যে সমস্ত ধরনের পশু ও পক্ষীর প্রবৃত্তি থাকে। ব্যক্তি নিজের মনের অধীনে থাকে, তাঁর মধ্যে মনই সর্বাধিক সক্রিয় বলে তাঁকে মানুষ বলা হয়। শিব পুরাণ অনুযায়ী সমস্ত পাশবিক প্রবৃত্তি ত্যাগ করলেই প্রকৃত মানুষ হয়ে ওঠা যায়।অনাবশ্যক ইচ্ছা ত্যাগ করুন
শিব পুরাণ অনুযায়ী ব্যক্তির মধ্যে সমস্ত ধরনের পশু ও পক্ষীর প্রবৃত্তি থাকে। ব্যক্তি নিজের মনের অধীনে থাকে, তাঁর মধ্যে মনই সর্বাধিক সক্রিয় বলে তাঁকে মানুষ বলা হয়। শিব পুরাণ অনুযায়ী সমস্ত পাশবিক প্রবৃত্তি ত্যাগ করলেই প্রকৃত মানুষ হয়ে ওঠা যায়।মোহ ত্যাগ
এই আসক্তি ও মোহই আমাদের দুঃখ ও অসাফল্যের কারণ। মোহ ত্যাগ করে নিষ্কাম কর্ম করলে আনন্দ ও সাফল্য লাভ করা যায়।শিব পুরাণ অনুযায়ী ব্যক্তির মধ্যে যতক্ষণ রাগ, দ্বেষ, ঈর্ষা, বৈমনস্য, অপমান ও হিংসার মতো পাশবিক বৃত্তি থাকে, ততক্ষণ সে পশুর অংশ। এই পাশবিকতা থেকে মুক্তির জন্য ভক্তি ও ধ্যান জরুরি। এর ফলে তাঁরা মহাসুখ লাভ করতে পারবে।সংসারে প্রত্যেকেই কোনও না-কোনও বস্তু, ব্যক্তি বা পরিস্থিতির দ্বারা আসক্ত হয়ে নিজেকে মোহজালে জড়িয়ে দেয়। সত্য বলুন
সত্য বলা ও সত্যকে সমর্থন করা ব্যক্তির সবচেয়ে বড় ধর্ম। অসত্য় বলা এবং অসত্যকে সমর্থন করা সবচেয়ে বড় অধর্ম।যে কোনও কাজ করার সময় ব্যক্তি কী করছে, তার জন্য নিজেকে তার সাক্ষী হিসেবে রাখা উচিত। ইতিবাচক চিন্তাভাবনা
মানুষের ইচ্ছার চেয়ে বড় অন্য কোনও দুঃখ নেই। ব্যক্তি ইচ্ছার জালে জড়িয়ে পড়ে এবং ক্রমশ নিজের নষ্ট করতে শুরু করে। শিব পুরাণ অনুযায়ী ব্যক্তিকে তাই তাঁর অনাবশ্যক ইচ্ছা ত্যাগ করা উচিত। এর ফলে তাঁরা মহাসুখ লাভ করতে পারবে।সংসারে প্রত্যেকেই কোনও না-কোনও বস্তু, ব্যক্তি বা পরিস্থিতির দ্বারা আসক্ত হয়ে নিজেকে মোহজালে জড়িয়ে দেয়। ভালো-মন্দ সমস্ত কাজের জন্য ব্যক্তিই দায়ী। এমন কখনও মনে করা উচিত নয় যে, তার কাজ কেউ দেখছে না। আসলে ব্যক্তির সমস্ত কাজই ঈশ্বর দেখতে পান। মনে এমন অনুভূতি রাখলে, সেই ব্যক্তি পাপ কর্মে লিপ্ত হতে পারবে না। মন, বাণী ও কর্মের মাধ্যমে ব্যক্তিকে পাপ কর্ম করা উচিত নয়।ভোজন ত্যাগ
শিবরাত্রির উপবাস করলে ব্যক্তি ভোগ ও মোক্ষ উভয় লাভ করতে পারে। এর ফলে মহান পুণ্য পাওয়া যায়। পুণ্যকর্ম করলে ভাগ্যোদয় হয় এবং ব্যক্তি সুখ লাভ করতে পারে।নিষ্কাম কর্ম
সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সময় শিবের। এ সময় তিনি নিজের তৃতীয় নেত্র দিয়ে ত্রিলোককে দেখে থাকেন এবং নন্দী ও গণেদের সঙ্গে ভ্রমণ করেন। রাগ ত্যাগ করুন
এই পুরাণ অনুযায়ী রাগ করতে নেই ও রাগ উৎপন্ন করতে পারে এমন কোনও কথাও বলতে নেই। রাগ করলে বিবেক নষ্ট হয়। আবার বিবেক নষ্ট হলে জীবনে একাধিক সমস্যা দেখা দিতে শুরু করে।ধন সংগ্রহ
শিব পুরাণ অনুযায়ী সঠিক পথে ধন উপার্জন করুন। তার পর সেই ধনকে তিন ভাগে ভাগ করা উচিত। এর একটি অংশ ধন বৃদ্ধি অর্থাৎ সঞ্চয়, দ্বিতীয় অংশ উপভোগ ও তৃতীয় অংশ ধর্ম-কর্মের কাজে ব্যয় করা উচিত। এর ফলে জীবনে সাফল্য লাভ করতে পারবেন।
#mahadev bani bengali
#mahadev bani
#শিব পুরান বাংলা
#মহাদেব বাণী
#শিব পুরাণ কথা
#shiv puran bangla
#shiv puran katha
#bolbamsong2023 #mohakal_studio
#mohakal
#mohadev
#bolbam
#bani
#shibacreation shiv puran katha
#mohadeb
#viral
#youtube
#viralvideo
#video

Комментарии

Информация по комментариям в разработке