আদি লালন ভাব।। ১০টি লালন গীতি।। নিগুর তত্ত্ব ।।বাউল আব্দুল রাজ্জাক।। Baul A Razzak।। Lalon Geeti ।।

Описание к видео আদি লালন ভাব।। ১০টি লালন গীতি।। নিগুর তত্ত্ব ।।বাউল আব্দুল রাজ্জাক।। Baul A Razzak।। Lalon Geeti ।।

ভজা উচিৎ বটে ছড়ার হাঁড়ি ।
যাতে শুদ্ধ করে ঠাকুরবাড়ি ।।
ছড়ার হাঁড়ির জল
ক্ষণেকে পরশ ফল
ক্ষণেকে ছুঁস নে বলে
করিস আড়ি ।।
চণ্ডী মণ্ডপালয়
ভেকি ভেকশালয়
বারংবার আসে আর যায়
ছড়ার নূড়ি ।।
ছড়ার হাঁড়ির মত
রয়েছে বিষম তত্ত্ব
লালন বলে জাগাও আগে
বুদ্ধির নাড়ি ।।

-------------------------------------------

কে বুঝিতে পারে সাইয়ের কুদরতি।
অঘাত জলের মাঝে জলছেরে বাতি।।
বিনা কাষ্ঠে অনল জলে
জল রয়েছে বিনা স্থলে
হবে আখেরে জল অনলে
প্রলয় অতি।।
অনলে জল উষন হয়না
সেই জলে অনল নিভেনা
এমনি কদরতি কারখানা
দিবা রাতি।।
যেদিন জলে ছাড়বে হুংকার
ডুবে যাবে আগুনের ঘর
লালন বলে সেই দিন বান্দার
হয় কোন গতি।।
-----------------------------------------------

না পড়িলে দায়েমি নামাজ
সে কি রাজি হয়।
কোথায় খোদা কোথায় সেজদা
করি সদাই।।
বলেছে তাঁর কালাম কিছু
আন্তা আবুদু ফান্তা রাহু
বুঝিতে হয় বোঝ কেহ
দিন বয়ে যায়।।
এক আয়েতে কয় তাফাক্কারুন
বোঝ তাহার মানে কেমন
কলুর বলদের মতন
ঘুরার কার্য নয়।।
আঁধার ঘরে সর্প ধরা
সাপ নাই প্রত্যয় করা
লালন তেমনি বুদ্ধিহারা
পাগলের প্রায়।।

---------------------------------------------

প্রেম পাথারে যে সাঁতারে
তার মরণের ভয় কি আছে।
স্বরূপ মরণে সদা
মত্ত যারা ঐ কাজে।।
শুদ্ধ প্রেম রসিকের ধর্ম
মানে না বেদ বিধির কর্ম।
রসরাজ রসিকের মর্ম
রসিক বৈ আর কে জেনেছে।।
শব্দ স্পর্শ রূপ রস গন্ধ
এই পঞ্চে হয় নিত্যানন্দ।
যার অন্তরে সদানন্দ
নিরানন্দ জানে না সে।।
পাগল পায় পাগলের পারা
দুই নয়নে বহে ধারা।
যেন সুর ধ্বনির ধারা
লালন কয় ধারায় ধারা মিশে আছে।।
------------------------------------------------
মনের মানুষ খেলছে দ্বিদলে।
যেমন সৌদামিনী মেঘের কোলে।।

রূপ নিরূপণ হবে যখন
মানুষ ধরা যাবে তখন
জনম সফল হবে ও মন
রূপ দেখিলে।।

না জেনে উপাসনা
আন্দাজি কি হয় সাধনা
মিছে কেবল ঘুরে মরা
গোলেমালে।।

সেই মানুষ চিনলো যারা
পরম মহত তারা
দরবেশ সিরাজ সাই লালনকে কয়
দেখ নয়ন খুলে।।

-----------------------------------------------
লালন সাঁইজির বিভিন্ন গানের আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্কাইব করবেন । চ্যানেলটি নতুন আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুক।

Like, Comment, share & Subscribe to get new lalon song updates on the Channel "Fakir Sai"


#বাউল_আব্দুল_রাজ্জাক
#আদিভাব
#লালনগীতি
#fakir_sai
#lalongeeti
#লালন
#fakirsai
#লালনগীতি
#lalon
#লালন_সাঁই
#কোহিনুর_আক্তার_গোলাপি
#লালন_একাডেমি
#ফকির_সাঁই
#লালন_ফকির
#রংপুর
#lalongeeti
#fakirlalon
#lalonfakir
#fakirlalonsai

Комментарии

Информация по комментариям в разработке