হুগলি নদীতে ঘোড়ামারার পাশে বাংলাদেশের মালবাহী জাহাজ ডুবে যাওয়ায় সন্ধানে ভারতীয় সিলভার জেট ১

Описание к видео হুগলি নদীতে ঘোড়ামারার পাশে বাংলাদেশের মালবাহী জাহাজ ডুবে যাওয়ায় সন্ধানে ভারতীয় সিলভার জেট ১

গত 3/11/2021 বুধবার সন্ধে আনুমানিক 6:30 মিনিট নাগাদ দক্ষিণ ২৪ পরগনা সাগরের অন্তর্গত ঘোড়ামারা দ্বীপের পাশেই হুগলি নদিতে বাংলাদেশের মালবাহী একটি জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে আর একটি জাহাজ কে ধাক্কা মারে, পাশেই ডুবন্ত বালুচর থাকায় ধাক্কা খাওয়া জাহাজ টি চরে গিয়ে ধাক্কা মারে, ফলে জাহাজের তালা ছেড়ে যায়, এবং পানি ঢুকতে থাকে, স্রোত বেশি এবং অন্ধকারের জন্য দ্বিতীয় জাহাজ টি আক্রান্ত জাহাজকে কোনও রকম সাহায্য করতে না পেরে চলে যায়। অবস্থার অবনতি দেখে আক্রান্ত জাহাজের মানুষেরা চেচামেচি আরম্ভ করায়, ঘোড়ামারা দ্বিপের মানুষেরা নৌকা নিয়ে গিয়ে জাহাজে থাকা ১৩ জন মানুষ কে উদ্ধার করে সাগর থানায় হস্তান্তর করে। এবং জাহাজ টি ধিরে ধিরে পানির গভিরে তলিয়ে যায়, যদিও এখনো জাহাজের কিছু অংশ এখনো নদির ভাটার সময় দেখা যাচ্ছে।


আমরা আজকের এই ভিডিওতে এবং পরের ভিডিওতে সম্পূর্ণ বিষয় টি দেখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ।

Комментарии

Информация по комментариям в разработке