একদিনে ঘুরে এলাম মানিকগন্জ || বালিয়াটি জমিদার বাড়ি, সাটুরিয়া, মানিকগঞ্জ || MANIKGANJ DAY TOUR

Описание к видео একদিনে ঘুরে এলাম মানিকগন্জ || বালিয়াটি জমিদার বাড়ি, সাটুরিয়া, মানিকগঞ্জ || MANIKGANJ DAY TOUR

#Baliati_Jamidar_Bari #RaselBhai
ঢাকার খুব কাছের জেলা মানিকগঞ্জ, ইতিহাস ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য্যে সমৃদ্ধ। ঢাকার খুব কাছে থাকার কারণে একদিনে মানিকগঞ্জ ঘুরে আসা সম্ভব। দর্শক আজ আমরা আপনাদের নিয়ে ঘুরে আসবো মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহি তিনটি জমিদার বাড়ির মধ্যে সৌন্দর্য্যের দিক থেকে অন্যতম একটি জমিদার বাড়ি যার নাম বালিয়াটি জমিদার বাড়ি।

✅ কিভাবে যাবেন, যাওয়ার উপায় ও খরচ ---
ঢাকার গাবতলী থেকে এস. বি লিংক বাসে চড়ে জনপ্রতি ৭৫ টাকায় নামতে হবে মানিকগঞ্জের সাটুরিয়া নামক জায়গায় তারপর সাটুরিয়া থেকে লোকাল সিএনজি/চার্জার ভ্যান অথবা রিক্সায় করে বালিয়াটি জমিদার বাড়ি পৌঁছতে পারবেন। আবার ঢাকার উত্তরা থেকে যেতে চাইলে দুইভাবে যেতে পারবেন, ১২ নাম্বার খালপাড় থেকে জনপ্রতি ১০ টাকায় বি.আর.টি.সি বাসে করে ১৮ নাম্বার সেক্টর পঞ্চবটি নামতে হবে, তারপর আবার লোকাল বাসে জনপ্রতি ১০ টাকায় যেতে হবে বিরুলিয়া ব্রিজ তারপর রিজার্ভ অটোতে করে ডিরেক্ট নবীনগর স্মৃতিসৌধ চলে যাবেন, এছাড়াও উত্তরার আব্দুল্লাপুর অথবা ১০ নাম্বার সেক্টরের স্লুইজ গেট থেকে জনপ্রতি ৫০/৬০ টাকার মধ্যে মিনিবাস পাওয়া যাবে নবীনগর যাওয়ার জন্য। স্মৃতিসৌধের সামনে থেকে মানিকগঞ্জের অনেক বাস পাবেন সাটুরিয়া পর্যন্ত, ভাড়া নিবে ৪০-৫০ টাকা। আর ব্যক্তিগত গাড়ি থাকলেতো কথাই নাই।এছাড়া দেশের অন্য কোন জায়গা থেকে আসতে চাইলে প্রথমে মানিকগঞ্জ এসে স্থানীয় পরিবহনে যেতে পারবেন যে কোন জায়গায়।

✅ জমিদার বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস--
বালিয়াটি প্রাসাদ বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলার সদর থেকে আনুমানিক আট কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা জেলা সদর থেকে পয়ত্রিশ কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত।
এ জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন জনৈক গোবিন্দ রাম সাহা। ১৮ শতকের মাঝামাঝি সময়ে তিনি লবণের বণিক ছিলেন। জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারের মধ্যে “কিশোরীলাল রায় চৌধুরী, রায়বাহাদুর হরেন্দ্র কুমার রায় চৌধুরী তৎকালীন শিক্ষাখাতে উন্নয়নের জন্য বিখ্যাত ছিলেন। ঢাকার জগন্নাথ কলেজ (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) প্রতিষ্ঠাতা ছিলেন কিশোরিলাল রায় চৌধুরীর পিতা এবং যার নামানুসারে উক্ত প্রতিষ্ঠানের নামকরণ করা হয়।
জমিদার বাড়িটিতে অনেকগুলো স্থাপনা রয়েছে যেগুলো পাচঁটি পৃথক ভাগে বিভক্ত। সর্বমোট আটটি সুবিশাল দ্বিতল ও ত্রিতল স্থাপনা রয়েছে। স্থাপনাগুলো ঘিরে রয়েছে প্রাচীর। প্রাসাদটির দক্ষিণ দিকে প্রবেশদ্বার হিসেবে চারটি সিংহদুয়ার রয়েছে এবং উত্তরে বিশাল আকৃতির পুকুর রয়েছে। দক্ষিণ দিকে অর্থাৎ সম্মুখভাগের ইমারতগুলোতে কোরিনথিয় স্তম্ভের সারি রয়েছে। এছাড়াও স্থাপনাগুলোতে দৃষ্টিনন্দন কারুকার্য লক্ষ করা যায়। জমিদার বাড়ির ভেতরে রং মহল নামে খ্যাত ভবনে বর্তমানে জাদুঘর স্থাপন করা হয়েছে। বালিয়াটি প্রাসাদটি রেনেসা যুগে নির্মিত স্থাপত্যকৌশলের সাহায্যে নির্মিত অন্যতম নিদর্শন যা ২০ একরের চেয়ে বেশি স্থান জুড়ে অবস্থিত।
এই বালিয়াটি জমিদার বাড়ি বা প্রাসাদটির সবগুলো ভবন একসাথে স্থাপিত হয় নি। এই প্রাসাদের অন্তর্গত বিভিন্ন ভবন জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকার কর্তৃক বিভিন্ন সময়ে স্থাপিত হয়েছিল। এই প্রাসাদটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগ কর্তৃক সংরক্ষিত ও পরিচালিত।

✅ বালিয়াটি জমিদার বাড়ি প্রবেশ টিকেট -- দেশী দর্শনার্থী ২০ টাকা। বিদেশী দর্শনার্থী ২০০টাকা। সার্কভুক্ত দর্শনার্থী ১০০ টাকা।
✅ গাড়িপার্কিং: মটর সাইকেল -- ১০টাকা। মাইক্রোবাস/জিপ: ৫০টাকা। বাস/ট্রাক: ১০০টাকা। (সকল যানবাহনে ১৫% ভ্যাট প্রযোজ্য)
✅ পরিদর্শন সময়সূচি --
👉 গ্রীষ্মকাল (১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর)
সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বিরতি: দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত
👉 শীতকাল (১অক্টোবর থেকে ৩১ মার্চ)
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতি: দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত
👉 শুক্রবার: দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি।
বন্ধ থাকে: রবিবার পূর্ণদিবস ও সোমবার অর্ধদিবসসহ সরকারি ছুটির দিন। ঈদের পরের দিন এই প্রাসাদ বন্ধ থাকে।

+++--------------------------+++----------------------+++--------------------------+++----------------------+++--------------------------+++
Hi,
This is the "RASEL BHAI" youtube channel. Professionally I am a Fashion Designer. Besides my profession, I love to explore new places or cities. I'm based in Bangladesh but roaming around the Globe. I will try my best to create this platform where people will see the world through my eyes.

✅ ✅ If you like my work then please subscribe to my channel & click on the bell button For More updates

✅ ✅ Follow me on social media:
Facebook ►   / rasel-bhai-bd-100588265481549  
Instagram ►   / rasel.74  

✅ ✅ Join with Vloging Community:   / 990361918024367  

✅ ✅ My Travel Group ► BHAI BROTHER TRAVELLERS ( ভাই ব্রাদার ট্রাভেলারস )
Facebook Page ►   / 443202162752493  

+++--------------------------+++----------------------+++--------------------------+++----------------------+++--------------------------+++
Keywords: traveler ohab tarmi,baliati jomidar bari,বালিয়াটি জমিদার বাড়ি,baliati jamidar bari,baliati jomidar bari manikganj information,jamidar bari near dhaka,Baliati Jamidar Bari,বালিয়াটি প্রাসাদ,বালিয়াটি জমিদার বাড়ি ভ্রমণ,সাটুরিয়া,মানিকগঞ্জ,list of zamindar bari in bangladesh,বালিয়াটি জমিদার বাড়ী,Manikganj Tourist Spot,মানিকগঞ্জ জেলার দর্শনীয় স্থান,Visit Baliati Jamidar Bari,baliati palace,baliati jamidar bari history,বালিয়াটি জমিদার বাড়ি মানিকগঞ্জ

Комментарии

Информация по комментариям в разработке