😱🐯Sundarban Dairies *Day1.. Package??😳

Описание к видео 😱🐯Sundarban Dairies *Day1.. Package??😳

Sunderban Sagar Sangam Travels:


😜😋😋🍱 খাদ্য তালিকা :-😋😋😋
= _ = সুন্দরবন ইলিশ উৎসব মেনু বিবরণ = _ =
জুলাই আগস্ট সেপ্টেম্বর
-------------------------------------------------- ---------------
👉*সুন্দরবন ইলিশ উৎসব খাদ্য তালিকা*=_=👈
----------------------------------------------------------------------
🔴 প্রথম দিন (ইলিশ একবার দেওয়া হয়ে)
• সকালের জলখাবার :- পুরি, আলুরদম, মিষ্টি, চা।
• সকাল ১১টা। : চিংড়ি পাকোড়া, কফি।
• দুপুর বেলা :- ভাত , মুড়িঘন্টা ডাল, পুঁই ইলিশ(পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা), বেগুনি, দ‌ই ইলিশ, কলাপাতা / লাউপাতা ইলিশ ভাপা, পাপড়, চাটনি, • খাওরার পর ফল 🍎
• বিকালে :- চা/কফি।
• সন্ধ্যায় :- চিকেন পাকোড়া, কফি।
• রাতে :- ভাত, আলুভাজা, ডাল, মটন কোষা, সালাদ। মিষ্টি।

🔴 দ্বিতীয় দিন (ইলিশ একবার দেওয়া হয়ে)
• সকালে :- চা, বিস্কুট।
• সকালের জলখাবার :- নানপুরি, চানা মসলা, মিষ্টি, চা।
11:30 A.M : আমুদি মাছ ভাজা, চা/কফি।
• *দুপুর বেলা*:- ভাত, ডাল, আলু ভাজি, কচু শাক ইলিশ, সর্ষে ইলিশ ভাপা, বাগদা চিঙ্গির মালাইকারি, চাটনি, পাপড়। • খাওয়ার পর ফল 🍏
• বিকালে :- চা/কফি।
• সন্ধায় :- মুড়ি, বেগুনি, কফি/চা।
• রাতে :- চিলি চিকেন, ফ্রাইড রাইস, সালাদ। মিষ্টি।

🔴 তৃতীয় দিন (ইলিশ একবার দেওয়া হয়ে)
• সকাল 6:30 টা চা, বিস্কুট।
• সকালের জল খাবার :- হিং কচুরি, নারকেল সহ ছোলার ডাল, সেদ্ধ ডিম, চা।
• দুপুর বেলা :- ইলিশ বিরিয়ানি, চিকেন কষা,সালাদ, চাটনি , পাঁপড় , কোল্ড ড্রিঙ্কস, হাজমোলা।


[7/14, 8:52 AM] Sunderban Sagar Sangam Travels: ভ্রমণ সূচী:--
👉 *ভ্রমন সূচী 2 রাত্রি 3 দিন সুন্দরবন টুর*👈

♦️ Day 1 : সোনা খালি থেকে হোগোল নদী , গুমতি নদী , করতল নদী, নিতাই নদী হয়ে পৌঁছাবো গোসাবা হ্যামিলটন বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, বেকন বাংলো, গোসাবা দেখে দুর্গা দুয়ানি নদী, বিদ্যা নদী, পিচ খালি, গোমর নদী হয়ে পৌঁছাবো পাখিরালায়।
(নদী গুলোর দুপাশে দেখা যাবে - বাসন্তী গ্রাম, সোনাখালী গ্রাম, মসজিদ বাটি, চন্ডিপুর, গোসাবা , গদখালী, তবে সব জায়গায় নামা যাবে না)
♦️ Day 2 : সজনেখালি ওয়াচ টাওয়ার, সুধন্যখালি ওয়াচ টাওয়ার, পিরখালি, গাজিখালি, দেউল ভারানী, বনবিবি ভারানী, পঞ্চমুখানী, দোবাঁকী ওয়াচ টাওয়ার।
♦️ Day 3 : পাখির জঙ্গল লোকনাথ মন্দির সাইট সিন, , ব্যাক টু সোনাখালী।

বি: দ্রঃ - পরিস্থিত অনুযায়ী তৃতীয় দিনের প্রোগ্রাম প্রথম দিন হতে পারে ।
👉 *ভ্রমন সূচী 2 রাত্রি 3 দিন সুন্দরবন টুর*👈

♦️ Day 1 : সোনা খালি থেকে হোগোল নদী , গুমতি নদী , করতল নদী, নিতাই নদী হয়ে পৌঁছাবো গোসাবা হ্যামিলটন বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, বেকন বাংলো, গোসাবা দেখে দুর্গা দুয়ানি নদী, বিদ্যা নদী, পিচ খালি, গোমর নদী হয়ে পৌঁছাবো পাখিরালায়।
(নদী গুলোর দুপাশে দেখা যাবে - বাসন্তী গ্রাম, সোনাখালী গ্রাম, মসজিদ বাটি, চন্ডিপুর, গোসাবা , গদখালী, তবে সব জায়গায় নামা যাবে না)
♦️ Day 2 : সজনেখালি ওয়াচ টাওয়ার, সুধন্যখালি ওয়াচ টাওয়ার, পিরখালি, গাজিখালি, দেউল ভারানী, বনবিবি ভারানী, পঞ্চমুখানী, দোবাঁকী ওয়াচ টাওয়ার।
♦️ Day 3 : পাখির জঙ্গল লোকনাথ মন্দির সাইট সিন, , ব্যাক টু সোনাখালী।

বি: দ্রঃ - পরিস্থিত অনুযায়ী তৃতীয় দিনের প্রোগ্রাম প্রথম দিন হতে পারে ।

Комментарии

Информация по комментариям в разработке