আঞ্চলিক গানঃ গাউ গেরামো থাকি আমরা ।। Gau Geramo Thaki Amra ।। সুরমা সাংস্কৃতিক সংসদ

Описание к видео আঞ্চলিক গানঃ গাউ গেরামো থাকি আমরা ।। Gau Geramo Thaki Amra ।। সুরমা সাংস্কৃতিক সংসদ

আঞ্চলিক গানঃ গাউ গেরামো থাকি আমরা ।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ ।
প্রযোজনায়ঃ সিলেট সাংস্কৃতিক পরিষদ ।
পরিবেশনায়ঃ সুরমা সাংস্কৃতিক সংসদ,সিলেট ।

লিরিক্সঃ

গাউ গেরামো থাকি আমরা সুরমা গাঙোর ফারো
শাহজলালর উত্তরসূরি দিলটা আমরার বড় ।।
তোমরা আইয়ো আইয়ো আইয়ো বন্ধু আমরার বাড়িত আইয়ো
খাছা ফাত্তির ছা খাওয়াইমু মজা খরি খাইয়ো ।

আখালুকির মাছ খাওয়াইমু জলঢুফর আনারস
হাতকরার তরখারি খাইবায় খাইবায় খমলার রস ।।
ছুঙ্গা ফিটা হকলে তোমরার বাড়িত লইয়া যাইয়ো,
শাহজলালর মাজার ফয়লা জিয়ারত খরিও ।

মাধবকুণ্ডর ঝরনা দেখবায় আল্লারো কূদরত
সারি সারি ছার বাগান আটবায় যত পথ ।।
জাফলং অর পিয়াইন নদী একবার দেইক্ষা যাইয়ো,
সাত রংর চা খাওয়াইমু মজা খরি খাইয়ো।

লালাখালো যাইবায় তুমি সারি নদী অইয়া
উছা উছা পাড় দেখবায় নৌকার গলোইত বইয়া ।।
বিছনাকান্দি রাতারগুলও পারলে দেইক্কা যাইয়ো,
জৈন্তাফুরর খাইস্যা ফান ছুন লাগাইয়া খাইয়ো।

Комментарии

Информация по комментариям в разработке