শতবর্ষী তমাল গাছ | শত্রুজিৎপুর তমাল তলা |Bombay ebony | Shatrujeet Pur | Magura

Описание к видео শতবর্ষী তমাল গাছ | শত্রুজিৎপুর তমাল তলা |Bombay ebony | Shatrujeet Pur | Magura

মাগুরা জেলার শত্রুজিৎপুর বাজারে নবগঙ্গা নদীর তীরে রয়েছে আনুমানিক ১৫০ বছরের প্রাচীন তমাল গাছ। এই গাছটি রোপন করেছিলেন পূর্ণচন্দ্র ভৌমিক। তিনি এই গাছে পূজাও দিতেন। জনশ্রুতি আছে এই গাছটির অলৌকিক শক্তি রয়েছে। পার্শ্ববর্তী ধলহরা গ্রামের এক ব্যক্তি একবার এই গাছের ডাল ভেঙেছিল বলে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। পরে এই গাছে মানত করায় সুস্থ হয়ে ওঠেন।

এই তমাল গাছে সাথেই গড়ে উঠেছে একটি চায়ের দোকান। এই চায়ের দোকান কেন্দ্র করে তমাল তলায় মানুষের ভীর বাড়তে শুরু করে। এখন এটি সবার আড্ডাখানা। ১৯৫৫ সালের দিকে এই চায়ের দোকান শুরু করেন তারাপদ অধিকারী। তার দাদু (মায়ের বাবা) চৈতন্য অধিকারী ছিলেন রাজা সত্রাজিৎ সিংহের মহড়ার। তারাপদ অধিকারীর ছেলে নির্মল অধিকারী এবং বর্তমানে চায়ের দোকানটি পরিচালনা করছেন নির্মল অধিকারীর ছেলে প্রণব অধিকারী।

এখানকার দুধ চা খুবই বিখ্যাত। তমাল গাছ এবং এই চায়ের দোকান শত্রুজিৎপুরের অন্যতম ঐতিহ্য।

Follow us on social media👇🏻
🔰Facebook:   / soptok.org  
🔰Website: https://soptok.org/

#তমাল_গাছ
#তমাল_তলা
#শত্রুজিৎপুর_তমাল_তলা
#তমাল_তলার_চা
#শতবর্ষী_তমাল_গাছ
#নবগঙ্গা_নদী
#শত্রুজিৎপুর
#মাগুরা

Комментарии

Информация по комментариям в разработке