Public speaking class| বক্তৃতা শিক্ষার ক্লাস। Course of public speaking... কোন জায়গায় কি বলতে হয়।

Описание к видео Public speaking class| বক্তৃতা শিক্ষার ক্লাস। Course of public speaking... কোন জায়গায় কি বলতে হয়।

স্ব-শরীরে নতুন ইউটিউব এ আসার কারণে কোনো রকম ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।😀🙏

অসংখ্য শেয়ার করার অনুরোধ রইল।
আমাদের মূল উদ্দেশ্য সঠিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শাখা এবং অন্যকে শেখানো।






Course of public speaking...ওয়াজ ও বক্তৃতা শিক্ষার জন্য ক্ষুদ্রতম চেতনা।

অনলাইনে আসার মূল উদ্দেশ্য শেখা এবং শেখানো। জানা এবং জানানো।





→ আসসালামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, VOICE OF HOSSAIN'S
চ্যানেলে আপনাদেরকে স্বাগতম, আশা করি আপনারা সকলেই
ভাল আছেন৷

⇒ মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি তিনি আমাদের
এই চ্যানেলটি একবার হলেও দেখার সুযোগ করে দিয়েছেন।
সমস্ত নবী-রাসুলই দাওয়াত, তাবলিগ, তালিম ও তারবিয়াতের কাজ করেছেন। যেহেতু নতুন কোনো নবী ও রাসুল আর আসবেন না,
তাই কিয়ামত পর্যন্ত দাওয়াত, তালিমে দ্বীনের কাজ আখেরি
নবীর উম্মত তথা উম্মতে মুহাম্মদীকেই করে যেতে হবে।
⇒ হাদিস শরিফে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, 'তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও।' (জামে তিরমিযি)।

▪️বিদায় হজের ভাষণে মহানবী (সা.)-এর
সর্বশেষ বাক্য ছিল, ‘তোমরা যারা উপস্থিত রয়েছ তারা যেন অনুপস্থিতদের কাছে পৌঁছে দাও।'
(সিরাতে ইবনে হিশাম) ।
▪️দাওয়াত তাবলিগের মূল প্রতিপাদ্য বিষয় হলো সৎকাজে আদেশ ও মন্দ কাজে নিষেধ করা।

আজ বর্তমান এই মডার্ন সময়ে সেই দাওয়াতের একটি ক্ষুদ্র অনলাইন মাধ্যম।

Комментарии

Информация по комментариям в разработке