Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть Ramna Park | নতুন রূপে রমনা পার্ক |দৃষ্টি নন্দনে বদলে গিয়েছে ঢাকা রমনা পার্ক | Life in Dhaka city.

  • Life in Dhaka city
  • 2021-11-12
  • 30728
Ramna Park | নতুন রূপে রমনা পার্ক |দৃষ্টি নন্দনে বদলে গিয়েছে ঢাকা রমনা পার্ক | Life in Dhaka city.
dhaka Ramna ParkRamna Park in a new looklookরমনা পার্কের নতুন সৌন্দর্যBeautiful place in Dhaka citycityWhere will you go to visit Dhaka cityThe nature of the citycityরমনা পার্করমনা পার্কে কিভাবে আসবেননতুন রুপে রমনা পার্কHistory of Ramna ParkParkHistory of Dhaka Ramna ParkParkরমনা পার্কে কি হয় দেখুনdhaka city newscity newsnew ramna park newsnews Ramna parksomoy tv newsjamuna tv newsramna park tv channel newsRamna park new look
  • ok logo

Скачать Ramna Park | নতুন রূপে রমনা পার্ক |দৃষ্টি নন্দনে বদলে গিয়েছে ঢাকা রমনা পার্ক | Life in Dhaka city. бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно Ramna Park | নতুন রূপে রমনা পার্ক |দৃষ্টি নন্দনে বদলে গিয়েছে ঢাকা রমনা পার্ক | Life in Dhaka city. или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку Ramna Park | নতুন রূপে রমনা পার্ক |দৃষ্টি নন্দনে বদলে গিয়েছে ঢাকা রমনা পার্ক | Life in Dhaka city. бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео Ramna Park | নতুন রূপে রমনা পার্ক |দৃষ্টি নন্দনে বদলে গিয়েছে ঢাকা রমনা পার্ক | Life in Dhaka city.

নতুন রূপে রমনা পার্ক
রমনা পার্ক (Ramna park) কে বলা হয়ে থাকে ঢাকার ফুসফুস। নাগরিক জীবনের ব্যস্ততম যান্ত্রিক কোলাহল থেকে আপনাকে একটু হলেও প্রশান্তি এনে দিবে- চিরসবুজ এই উদ্যানটি। ঢাকার দূষিত বাতাসের মাঝে সতেজ বাতাসের বিশাল এক ভাণ্ডার এই পার্ক।
করোনা বিধি-নিষেধের কারণে টানা কয়েক মাস বন্ধ ছিল রাজধানীর রমনা পার্ক। এই বন্ধের মধ্যেই পার্কটি সেজেছে নতুন রূপে। লেকের দুই পাশে হাঁটার জন্য তৈরি করা হয়েছে নতুন রাস্তা।

বদলে যাচ্ছে রমনা পার্ক। নতুন সাজে রূপ নিচ্ছে পার্কটি। চলছে উন্নয়ন কাজ। এরই মধ্যে প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই পুরো কাজ সম্পন্নের মাধ্যমে আধুনিক ওয়ার্কওয়ের পাশাপাশি অবসর যাপনের মুক্ত সুবিধাসহ রমনা পার্ক নতুন সাজে সাজবে। বর্ষা মৌসুম শেষে শুরু হবে লেক খনন কাজ।
নতুন নকশা অনুযায়ী লেক পুনঃখনন করে বাড়ানো হবে দৈর্ঘ্য, থাকবে আধুনিক বেঞ্চ ও লেকের ওপর ব্রিজ। সারাবছর পানি রাখার ব্যবস্থার পাশাপাশি করা হবে পর্যাপ্ত আলোকসজ্জা এবং ল্যান্ড স্কেপিং বনায়ন, লেক পাড়ে নির্মাণ করা হবে উডেন ডেক, পানির ফোয়ারা, থাকবে লেক আইল্যান্ড। এ ছাড়া থাকছে অত্যাধুনিক তিনটি গণশৌচাগার, ১১টি উন্মুক্ত কফি কর্নার, শিশু কর্নারে খেলার আধুনিক সরঞ্জাম ও রাইড। পুরানো ৩ দশমিক ৬ কিলোমিটার ফুটপাথ সিরামিক ইটের রাস্তা।
গণপূর্ত অধিদফতরের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৯৬ লাখ টাকা। প্রয়োজনে ব্যয় বাড়ানো হবে।
রমনা পার্ক উন্নয়ন প্রকল্পের পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম সোহরাওয়ার্দ্দী বলেন, বর্ষা মৌসুমের বিষয়টি মাথায় রেখে কাজ শুরু করা হয়েছে। পুরো কাজ শেষ হলে রমনা পার্কের দৃশ্যে মুগ্ধ হবেন দর্শনার্থীরা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে এই পার্কের উন্নয়ন প্রকল্পের নাম দেয়া হয়েছে ‘রমনা পার্কের অবকাঠামোগত উন্নয়ন এবং লেকসহ সার্বিক সৌন্দর্য বৃদ্ধিকরণ’। দুই বছর মেয়াদে এ উন্নয়ন কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা।
নতুন করে উন্নয়নের মাধ্যমে বাড়ছে পার্কের লেকের দৈর্ঘ ও দর্শনার্থীদের বসার আধুনিক বেঞ্চ। এ ছাড়া পুরনো ৩.৬ কিলোমিটার ফুপাথের পরিবর্তে তৈরি করা হবে সিরামিক ইটের রাস্তা। লেকপারে নির্মাণ করা হবে কাঠের ডক। এই ডকে দাঁড়িয়ে উপভোগ করা যাবে পার্কের শোভা। লেকের শোভা বাড়াতে ১৫ ফুট প্রস্থের দুটি সেতু তৈরি করা হবে। সেতুর ওপর দিয়ে চলাচল করা যাবে পার্কের এপার থেকে ওপারে। প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টির লক্ষ্যে লেকের মাঝখানে মাটি ভরাট করে ছোট ছোট দ্বীপের মতো বানিয়ে বনায়ন করা হবে। এ ছাড়া থাকছে সারাবছর পানি রাখার ব্যবস্থাসহ পর্যাপ্ত আলোকসজ্জা ও ল্যান্ড স্কেপিং, পার্কের দক্ষিণ-পূর্ব দিকে শিশুদের বিনোদন ও খেলাধুলার ব্যবস্থা। বসানো হচ্ছে শিশুদের খেলাধুলার আধুনিক সরঞ্জামাদি ও রাইড।
রমনা পার্কের উন্নয়নে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ১৮ সালের ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা। ওই সভা থেকে গণপূর্ত অধিদফতরকে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির নির্দেশনা দেয়া হয়েছিল। সেই অনুযায়ী রমনা পার্কের উন্নয়ন পরিকল্পনা করা হয়।
মেগাসিটি ঢাকার ‘ফুসফুস’ হিসেবে স্থান করে নেয়া রমনা পার্ক ঘন ঘাস, লতাগুল্ম, ছোট ও মাঝারি গাছ, মৌসুমি ফুলে সমৃদ্ধ। এখানে অতি দুর্লভ প্রজাতির বৃক্ষ যেমন রয়েছে, তেমন রয়েছে অচেনা পাখির কলকাকলিতে প্রশান্তি খুঁজে পাওয়ার সুযোগ। অভিযোগ রয়েছে, রমনা বটমূল ছাড়া পার্কজুড়ে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের কারণে ক্ষতি হচ্ছে এর জীববৈচিত্র্য। অব্যাহতভাবে নানা কনস্ট্রাকশন বিনষ্ট করছে সবুজ অঙ্গনকে।
রমনা পার্কের বর্তমান আয়তন ৬৮ দশমিক ৫ একর। এর লেকের আয়তন ৮ দশমিক ৭৬ একর। ১৬১০ সালে ঢাকায় মোগলদের শাসন পাকাপোক্ত হওয়ার পর বাগানের অনুরাগী মোগলরা এ উদ্যান তৈরি করেছিলেন। তখন এর নাম ছিল বাগ-ই-বাদশাহি। কোম্পানি আমলে রমনার দক্ষিণের একটি অংশে রেসকোর্স প্রতিষ্ঠা করেছিলেন ঢাকার ম্যাজিস্ট্রেট চার্লস ডস। একপর্যায়ে ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত হলে রমনা এলাকা ক্রমে জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে। মোগল আমলে গড়ে ওঠা রমনা উদ্যান মোগল সা¤্রাজ্যের পতনের সঙ্গে তার সৌন্দর্য হারায়।
ঔপনিবেশিক যুগে (১৮২৫ সালে) ঢাকার ইংরেজ কালেক্টর মি. ডস ঢাকা নগরীর উন্নয়নে পদক্ষেপ নেন এবং কারাগারের বন্দীদের দিয়ে রমনার জঙ্গল পরিষ্কার করে বের করেন ডিম্বাকৃতির একটি অংশ। পরিষ্কার করা অংশটিকে কাঠের রেলিং দিয়ে ঘিরে তৈরি করা হয় রেসকোর্স। ইংরেজদের আমলে 

রমনা পার্ক বাংলার সাংস্কৃতিক- ঐতিহ্যের সাথে ওতোপ্রতোভাবে জড়িয়ে আছে।

রমনা পার্কের ইতিহাস

রমনা পার্ক (ramna park) বাংলাদেশের অতিপ্রাচীন একটি পার্ক। মোগল শাসন আমলে বাংলার রাজধানী ছিল ঢাকা। তখন মোগলরা ঢাকার প্রানকেন্দ্র রমনাতে এই উদ্যানটি প্রতিষ্ঠা করে। ধারনা করা হয় ১৬১০ সালে বাংলার সুবেদার ইসলাম খাঁর শাসনামলে উদ্যানটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন মোগল সম্রাট ছিলেন জাহাঙ্গীর। প্রতিষ্ঠাকালীন সময় উদ্যানটির নাম ছিল “বাগ-ই-বাদশাহি” যা ১৮২৪ সাল পর্যন্ত একই নামে পরিচিত ছিল। সে সময়ে  উদ্যানটি বিশাল এলাকাজুড়ে বিস্তৃত ছিল।
এখনকার সোহরাওয়ারদী উদ্যান কিন্তু তখন এই রমনা পার্কের অন্তর্ভুক্ত ছিল। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ রদের পর রমনা এলাকা তিন ভাগে ভাগ হয়ে যায়। এরই ফলে রমনা উদ্যান ও রেসকোর্স ময়দান আলাদা হয়ে যায়। সোহরাওয়ারদী উদ্যান বাাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত “রেসকোর্স ময়দান” নামে পরিচিত ছিল। পরবর্তীতে মোগল সম্রাজ্যের পতনের পর অযত্ন-অবহেলায় উদ্যানটি তার শ্রী হারিয়ে ফেলে এবং জঙ্গলে পরিণত হয়।
এ সময় নবাবেরা উদ্যানটিতে একটি রাজকীয় বাগান গড়ে তোলেন যার নাম দেয়া হয় “শাহবাগ”। এমনকি নবাবেরা এখানে একটি চিড়িয়াখানা গড়ে তুলে। পরে চিড়িয়াখানা মিরপুরে স্থানান্তর করা হয়। রমনা পার্কের আনুষ্ঠানিক উদ্ভোদন করা হয় ১৯৪৯ সালে। উদ্ভোদনের সময় পার্কের আয়তন ছিল ৮৮.৫ একর এবং তখন ৭১ প্রজাতির গাছ ছিল। স্থান স্ংকটসহ বিভিন্ন কারনে বর্তমানে পার্কতির আয়তন আরও ছোট হয়ে ৬৮.৫ একরে ঠেকেছে।

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]