চিন্তাপরাধ অডিও বুক ।। পর্ব ৩ । চিন্তার জট ।। Asif Adnan ।। Ilmhouse publication

Описание к видео চিন্তাপরাধ অডিও বুক ।। পর্ব ৩ । চিন্তার জট ।। Asif Adnan ।। Ilmhouse publication

আসুন একটা অঙ্ক মেলানো যাক।

আফ্রিকার দেশগুলোতে অপুষ্টির হার অনেক বেশি।

ইউরোপের দেশগুলোতে অপুষ্টির হার অনেক কম।

আফ্রিকার দেশগুলো গরিব আর ইউরোপের দেশগুলো ধনী।

আফ্রিকার দেশগুলো জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তি, সুশাসন ও দুর্নীতি দমনের দিক দিয়ে পিছিয়ে আছে, ইউরোপের দেশগুলো এগিয়ে আছে।

অতএব, আফ্রিকার দেশগুলো গরিব হবার কারণ তাদের জনগণের অপুষ্টির হার বেশি হওয়া।

অন্যদিকে অপুষ্টির হার কম হবার কারণে ইউরোপের এত উন্নতি।

সুতরাং যদি আফ্রিকার দেশগুলো তাদের অবস্থার উন্নতি করতে চায়, তবে তাদের উচিত আগে অপুষ্টির হার কমানো। (প্রমাণিত)
.
তাই কি?
.
ওপরের ‘অঙ্কের’ সমীকরণ যে ভুল, সেটা মোটামুটি সবার বুঝতে পারার কথা। এখানে ভুলটা হলো কার্যকরণের দিক উল্টে ফেলা। ইউরোপের অপুষ্টির হার কম হওয়া তাদের ধনী হবার কারণ না; বরং ধনী হবার কারণে তাদের দেশগুলোতে অপুষ্টির হার কম। কিন্তু ওপরে অঙ্কে ফলাফলকে মনে করা হচ্ছে কারণ, আর কারণকে মনে করা হচ্ছে ফলাফল। সবাই হয়তো একবাক্যে ভুলটা কোন জায়গায় সেটা বলতে পারবেন না, কিন্তু সহজাতভাবে আমরা সবাই এ ভুল ধরতে পারি। মনের ভেতর খচখচ করে। কিন্তু অন্য অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা এ ধরনের অনেকগুলো ভুলকে আঁকড়ে ধরে সেই ভিত্তির ওপর ভুলের অট্টালিকা বানাই। ওপরের উদাহরণের লজিকাল ফ্যালাসি ধরতে পারলেও আরও অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ফ্যালাসির ওপর ভর দিয়ে আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি তৈরি করি।
.
এ সবকিছুর মূল কারণ হলো এ ধরনের মানুষগুলো একটি উপসংহারকে সত্য হিসেবে গ্রহণ করে নিয়েছেন। তারপর এ উপসংহারের সাথে মেলানোর জন্য বদলে নিচ্ছেন বাকি সবকিছু। ব্যাপারটা অঙ্কের মুখস্থ উত্তর লিখে তারপর উল্টো হিসেবে মেলাবার মতো। পশ্চিমা সভ্যতার মোকাবেলার বদলে তারা বেছে নিয়েছেন পশ্চিমের অনুসরণকে। পশ্চিমা সভ্যতার দর্শন আর ইসলামী আদর্শের মৌলিক সংঘাতের কারণে অবধারিতভাবেই এ কাজটা করতে গিয়ে তাদের বদলাতে হচ্ছে ইসলামকে। তারা ইসলামকে কাস্টোমাইয করে সেটাকেই ভাবছেন চিন্তার উৎকর্ষ, অগ্রগতি, ইজতিহাদ, এমনকি ‘তাজদিদ’। কিন্তু যেটাকে তারা উৎকর্ষ ভাবছেন, যেসব মন জোগানো মুখস্থ রেটরিক আওড়ানো আর ব্যাখ্যা দেয়াকে কৃতিত্বের বিষয় মনে করছেনয়, সেটা আসলে চরমমাত্রার বুদ্ধিবৃত্তিক পরাজয়। পশ্চিমা চিন্তার ইসলামীকরণ–যেটা আসলে ইসলামের কাস্টোমাইযেইশান–অগ্রগতি বা প্রগতি না, মুক্তির কোনো পথও না। বরং এ হলো পরাজয়, সামরিক পরাজয়ের চেয়েও ভয়ংকর এক পরাজয়।
.
.
চিন্তাপরাধ। অডিও বুক । পর্ব ৩। চিন্তার জট
----------------------------------
ইউটিউব লিঙ্ক -    • চিন্তাপরাধ। অডিও বুক । পর্ব ৩। চিন্তা...  
অডিওম্যাক - https://bit.ly/2MlSwpc
ডাউনলোড লিঙ্ক - https://bit.ly/2Iu9Qao
.
চিন্তাপরাধ অনলাইনে অর্ডার করুন –
ওয়াফি লাইফ - https://bit.ly/2E2cUII
রকমারি - https://bit.ly/2VqfRsn

"চিন্তাপরাধ" অডিও বুক Playlist -----    • চিন্তাপরাধ অডিও বুক ।। Asif Adnan ।। ...  
.
#চিন্তাপরাধ
#সভ্যতার_সংঘাত
#চিন্তার_জট

Комментарии

Информация по комментариям в разработке