গাছকে নেমাটোডা যেভাবে ক্ষতি করে

Описание к видео গাছকে নেমাটোডা যেভাবে ক্ষতি করে

নেমাটোডা

নেমাটোডা কি?
নেমাটোডাঃ- নেমাটোডা প্রাণীজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। গ্রিক শব্দ Nema অর্থ Thread তথ্য সুতা এবং Eidots অর্থ From তথ্য আকার থেকে নেমাটোডা শব্দটি এসেছে।

বিবরণঃ- নেমাটোডা পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্র ও রক্তে বসবাস করে। এসব পরজীবী বিভিন্ন প্রাণী ও মানবদেহে বাস করে নানা রকম ক্ষতি সাধন করে। তবে অনেক প্রাণীই মুক্তজীবী, যারা পানি ও মাটিতে বাস করে। যেমন—গোলকৃমি, ফাইলেরিয়া কৃমি।

নেমাটোডার নিচে বৈশিষ্ট্য দেওয়া হলোঃ—


♦ দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত।

♦ পৌষ্টিকনালি সম্পূর্ণ, মুখ ও পায়ু ছিদ্র উপস্থিত।

♦ শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত।

♦সাধারণত এক লিঙ্গ।

♦দেহগহ্বর অনাবৃত ও প্রকৃত সিলোম নেই।

নেমাটোডা ধমনে স্কয়ার কোম্পানির ইকোফুরান ৫ জি ব্যবহার করতে পারেন।

ইকোফরান 5G এর কার্যকারিতাঃ- জমিতে
প্রয়োগ করার পর মাটির সাথে মিশে শিকড়ের কাছে যায় এবং অন্তর্বাহী কার্যকারিতার ফলে শিকরের মাধ্যমে গাছের শাখা প্রশাখা ও পাতায় প্রবেশ করে।

ইকোফুরান 5G জমিতে ব্যবহারের ফলে গাছের মূলের বৃদ্ধি ঘটে, ধানের কুশির সংখ্যা বেশি হয়।
ইহা পোকা দমনের সাথে সাথে ফলন বৃদ্ধি করে


ইকোফুরান 5G এর সুবিধাঃ- এটি অর্ন্তবাহী কীটনাশক হওয়ায়, যে জায়গাতেই প্রয়োগ করা হোক না কেন তা গাছের সমস্ত অংশে ছড়িয়ে পড়ে এবং পোকা কে নিয়ন্ত্রণ করে নেমাটোডা কে ধ্বংস করে ছাড়ে।

copy:- বিডিও কন্টেন্ট বায়ার থেকে নেওয়া, কৃষকের নেমাটোডা সংশোধন করার লক্ষ্যে আবার পোস্ট করা।

Комментарии

Информация по комментариям в разработке