সবুজ শাড়িতে লাল রক্তের ছোপ|Sobuj Sharite Lal Rokter Chop|Maruf Rayhan|Samia Rahman Lisha|GMC Sohan

Описание к видео সবুজ শাড়িতে লাল রক্তের ছোপ|Sobuj Sharite Lal Rokter Chop|Maruf Rayhan|Samia Rahman Lisha|GMC Sohan

Hey guys,
Hope u are all well.Sorry for late upload.We have some technical problems,that's why we couldn't upload it on 16 December.

Here is the poem of maruf rayhan "সবুজ শাড়িতে লাল রক্তের ছোপ" recited by me samia rahman lisha.
Please do like, comment, share and not to forget to subscribe my channel.
Thanks for the support ❤❤❤

#sobuj_sarite_lal_rokter_chop
#samia_rahman_lisha

কবিতাঃ সবুজ শাড়িতে লাল রক্তের ছোপ
কবিঃমারুফ রায়হান
আবৃত্তিঃ সামিয়া রহমান লিসা

তোতা খালা,
পাখির নামে তোমার নাম কে রেখেছিলো জানি না।
সবুজ তোমার খুব পছন্দের রঙ ছিলো, আর
পাখির মতোই মিষ্টি ছিলো তোমার কণ্ঠস্বর
আদরকাতর এক বালকের বিস্ময় ছিলে তুমি,
দীর্ঘ ছুটিতে বাবা-মা’র সঙ্গে করাচী থেকে উড়ে এসে বালকটি তার মুখ লুকোতো তোমার আঁচলেরই নিচে।
কী লাবণ্য ছিলো তোমার ফর্সা মুখে আর হাসিতে ছিলো মধু।
গ্রাম বাংলার নারীরা বুঝি এ রকমই লক্ষ্মী হয়
আমার পৃথিবী ছিলে তুমি ছিলে প্রথম ভালোবাসা।
সবুজ তোমার খুব পছন্দের রঙ ছিলো
জানি না সেদিন তুমি সবুজ শাড়ি পরেছিলে কিনা,
যখনই তোমার কথা ভাবি চোখে ভাসে শুধু সবুজ আর সবুজ।
স্বদেশের শস্যশ্যামল প্রান্তরের মতো,
বৃক্ষের সতেজ চঞ্চলতার মতো,
তোমার নামে নাম রূপসী পাখির মতো সবুজে সবুজ, আহা সহস্র সবুজ।
সেই সবুজের ভেতর দেখি লাল রক্তের ছোপ।
ক’টা গুলি লেগেছিলো তোমার শরীরে?
তোমার সবুজ শাড়ি কতখানি লাল হয়েছিলো
আমার জানা নেই,
সন্ত্রস্ত বর্বর সৈনিকেরা আচমকা ব্রাশ ফায়ার শুরু করে দিয়েছিলো।
যদি তারা তোমাকে তুলে নিয়ে যেতো তাহলে কী হতো?
তুমি কি বেঁচে থাকতে অর্থহীন বীরাঙ্গনা খেতাব নিয়ে নাকি আত্মহননের পথ বেছে নিতে?
আমি অনুমান করতে ব্যর্থ।

গণআদালতে ক’জন বীরাঙ্গনা এসেছিলেন।
আমার কান্নার বয়স নেই তবু তাঁদের দেখে খুব কান্না পেয়েছিলো,
কী সম্মানই না আমরা তাঁদের করেছি বাইশটা বছর ধরে,করুণ বেঁচে থাকা কিংবা গৌরবময় মৃত্যু।
কোনটা তোমার জন্য শ্রেয় ছিলো আমি জানি না।
বাস্তবতা হলো তুমি নেই তোতা খালা।
শুধু জেগে আছে সবুজ শাড়িতে লাল রক্তের ছোপ।
যেন স্বাধীন বাং লাদেশের পতাকা ।

আজ পতাকার দিকে তাকালে তোমার সবুজ শাড়ি আর লাল রক্তের কথা মনে পড়ে যায়।
তোমার সবুজ শাড়ি, তোমার বুকের রক্ত, তোমার সম্ভ্রম দিয়ে বোনা আমাদের এই জাতীয় পতাকা।

তোতা খালা,
যখন পতাকাকে স্যালুট করি
তখন তোমাকেই অভিবাদন জানাই,
যখন পতাকার নিচে এসে দাঁড়াই,
তখন আসলে তোমার স্নিগ্ধ আঁচলের স্নেহেই জড়াই।
এই পতাকার জন্যে আজ আমার এক চোখে অশ্রু
অন্য চোখে অগ্নি।

তোতা খালা, তুমি আমাকে আশীর্বাদ করো,
তোমার রক্তভেজা নরোম বুকে মাথা রেখে শেষবার কাঁদতে দাও,
যুদ্ধের প্রস্তুতি নিতে দাও।

A GMC Production
Poem : Sobuj Sharite Lal Rokter Chop
Poet : Maruf Rayhan
Reciter : Samia Rahman Lisha
DOP, EDit, Directed : GMC Sohan
Studio : GMC Center


ANTI-PIRACY WARNING * This content is Copyright to GMC Center. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented! Subscribe GMC Center channel for unlimited entertainment

Комментарии

Информация по комментариям в разработке