পরশুরাম নিজের মায়ের গলা কেটেছিলেন কেন? পরশুরামের সম্পূর্ণ জীবনী। পরশুরাম সম্পর্কে অবাক করা সব তথ্য।

Описание к видео পরশুরাম নিজের মায়ের গলা কেটেছিলেন কেন? পরশুরামের সম্পূর্ণ জীবনী। পরশুরাম সম্পর্কে অবাক করা সব তথ্য।

মেনকা ও বিশ্বামিত্রের অবৈধ সম্পর্কে শকুন্তলার জন্ম
   • মেনকা ও বিশ্বামিত্রের অবৈধ সম্পর্কে শ...  
ক্ষত্রিয়দের আগ্রাসন থেকে ব্রাহ্মণদের রক্ষা করতে মহর্ষি জমদগ্নি ও রেণুকার কোল আলো করে পরশুরাম রূপে জন্মগ্রহণ করলেন ভগবান বিষ্ণু। তিনি ছিলেন তাদের পঞ্চম ও কনিষ্ঠ পুত্র। মহাদেবের তপস্যা করে তিনি লাভ করেছিলেন অমোঘ অস্ত্র পরশু বা কুঠার। রামায়ন ও মহাভারত উভয় মহাকাব্যেই তার উপস্থিতি লক্ষ্য করা যায়। রামায়নে তিনি রাজা জনককে দান করেছিলেন হরধনু। জনকরাজ শর্ত রেখেছিলেন যে এই ধনুকে জ্যা পরাতে পরবে তার সঙ্গেই তিনি কন্যা সীতার বিয়ে দেবেন। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শ্রী রামচন্দ্র সীতাকে পত্নী রূপে লাভ করেছিলেন। অপর দিকে মহাভারতে তিনি কর্ণের অস্ত্র গুরু। কর্ণ নিজের পরিচয় গোপন করে তার কাছে অস্ত্র শিক্ষা করেছিলেন। ছলনার কথা জানতে পেরে পরশুরাম কর্ণকে অভিশাপ দিয়েছিলেন যে, অন্তিম মুহূর্তে তিনি ব্রহ্মাস্ত্র প্রয়োগের কৌশল ভুলে যাবেন। এই কারণেই কুরুক্ষেত্র যুদ্ধে কর্ণের মৃত্যু ঘটেছিল। একদিন জমদগ্নি যজ্ঞের আয়োজন করেছেন, রেণুকা গেছেন নদীতে স্নান করতে। সেখানে চিত্ররথ নামে এক গন্ধর্ব্ব রাজ স্ত্রীদের সঙ্গে নিয়ে জলকেলি করছিলেন। গন্ধর্ব্বরাজের মনোহর রূপ দেখে রেণুকা মনে মনে তার প্রতি আকৃষ্ট হন। এদিকে স্ত্রীর স্নান করে ফিরতে দেরি হওয়ায় জমদগ্নি ধ্যানযোগে পত্নীর সব কার্যকলাপ দেখতে পেলেন। ক্রোধে অগ্নিশর্মা হয়ে পুত্রদের আদেশ করলেন এক্ষুনি তোমাদের মায়ের শিরচ্ছেদ কর। মাতৃ হত্যা মহাপাপ, তাই প্রথম চার পুত্র একাজ করতে অস্বীকার করলেন। তখন জমদগ্নি কনিষ্ঠ পুত্র পরশুরামকে এই কাজ করতে আদেশ দিলেন। পিতৃ আজ্ঞা অমান্য করাও মহাপাপ। তাই পরশুরাম কুঠারের আঘাতে মায়ের শিরচ্ছেদ করলেন। জমদগ্নির ক্রোধ প্রসমিত হল। পুত্রের পিতৃভক্তি দেখে তাকে মনোমত বর চাইতে বললেন। পরশুরাম বললেন হে পিতা, আপনি আমার মায়ের প্রাণ ফিরিয়ে দিন। খুশি হয়ে তিনি রেণুকাকে পুনর্জীবিত করলেন। কিন্তু দেখা গেল পরশুরামের হাতের কুঠার হাতেই লেগে আছে, কোন ভাবেই তাকে বিচ্ছিন্ন করা গেল না।
পরশুরাম পিতা জমদগ্নির কাছে এর প্রতিকার জানতে চাইলেন। পিতা বললেন বত্স, তুমি মাতৃহত্যা করেছ, মাতৃহত্যার মত পাপ জগতে দ্বিতীয়টি নেই। পাপ মুক্তির জন্য তোমাকে মান অহংকার ত্যাগ করে, মাথায় জটাভার নিয়ে নিরাহারী ব্রত পালন করতে হবে। ব্রত সম্পন্ন করে ভুবনের সমস্ত তীর্থস্থান ভ্রমন করবে। তারপর কৌশল নগরে বিষ্ণুযশা পন্ডিতের বাড়িতে যাবে। তিনিই তোমাকে মুক্তির পথ দেখাবেন। পিতার নির্দেশমত ব্রত পালন করে তির্থ ভ্রমনে বের হলেন পরশুরাম। একে একে গয়া, গঙ্গা, বারানসী, প্রভাস তীর্থ, মানস সরোবর, কেদারনাথ প্রভৃতি সমস্ত পবিত্র তীর্থ সমূহ ভ্রমন করলেন। অবশেষে পিতার কথামত তিনি উপস্থিত হলেন কৌশল দেশে বিষ্ণুযশা পন্ডিতের গৃহে। কুঠার হাতে জটাধারী ভয়ঙ্কর পরশুরামকে দেখে বিষ্ণুযশা সসম্মানে তাকে আপ্যায়ন করে কুশল জিজ্ঞাসা করলেন। পরশুরাম একে একে সমস্ত ঘটনার বর্ননা করলেন। সব শুনে বিষ্ণুযশা বললেন ব্রহ্মকুন্ডের জলে স্নান করলে তোমার সব পাপ দূর হবে। কিন্তু এই সরোবরে স্নান করা এত সহজ নয়। এরপর তিনি এলেন স্বয়ং ব্রহ্মার সৃষ্ট ব্রহ্মকুন্ডে। এর পবিত্র জলের স্পর্শে সব পাপ দূর হয়। জগতের মঙ্গলের জন্য পরশুরাম কুঠারের আঘাতে ব্রহ্ম কুন্ডের দেয়াল বিদীর্ণ করে তাকে মুক্ত করলেন। পবিত্র জলে স্নান করে তার হাত কুঠার মুক্ত হল।
একবার শহস্র বাহু বিশিষ্ট কার্তবীর্জার্জুন তার পুত্রদের নিয়ে মহর্ষি জমদগ্নির আশ্রম দর্শনে আসেন। সেখানে আশ্রমের কামধেনু গাভীকে দেখে এতটাই আকৃষ্ট হন যে রাতের অন্ধকারে তারা বাছুরটিকে চুরি করে নিয়ে যান। সকালে ঘটনা জানতে পেরে ক্রুদ্ধ পরশুরাম ছুটে যান কার্তবীর্জের প্রাসাদে। কুঠারের আঘাতে তাকে হত্যা করে উদ্ধার করে আনেন কামধেনুর বাছুরকে। এরপর একদিন পরশুরামের অনুপস্থিতির সুযোগে কার্তবীর্জের পুত্ররা আশ্রম আক্রমণ করে। ধ্যানমগ্ন জমদগ্নিকে নির্মম ভাবে হত্যা করে তারা ফিরে যান। আশ্রমে ফিরে পিতার মৃতদেহের সামনে বিলাপরত মাকে দেখে পরশুরাম শোকে মুহ্যমান হয়ে পড়লেন। মায়ের মুখে শুনলেন কার্তবীর্জের পুত্ররা এই নৃশংস হত্যাকাণ্ডের কারিগর। ক্রোধে অগ্নিশর্মা হয়ে কুঠার হাতে উঠে দাঁড়ালেন পরশুরাম। প্রতিজ্ঞা করলেন তিনি পৃথিবীকে ক্ষত্রিয় শুন্য করে ছাড়বেন। মহাভারত অনুযায়ী এরপর তিনি ২১ বার পৃথিবীকে ক্ষত্রিয় শুন্য করেন।
Our 2nd Channel
   / @sukanta1  
Facebook👇
  / alokpat4you  
Insta👇
  / alokpat4u  
music:
https://www.bensound.com/
মহাপ্রলয়, দশাবতার, বিষ্ণুর দশ অবতার, ভগবান বিষ্ণু, পিতামহ ব্রহ্মা, কলিযুগের শেষ কিভাবে, matsya avatar, judgement day, পরশুরাম, জমদগ্নি, রেণুকা, কার্তবীর্জার্জুন, শহস্রবাহু, কামধেনু, চিত্ররথ, গন্ধর্ব, পরশুরাম অবতার, পরশুরামের কুঠার, হরধনু, কর্ণের গুরু, পরশুরাম তার মাকে হত্যা করেছিলেন কেন, Parashuram, yamdagni, Axe of Parashuram, why Parashuram killed his mother?, Parashuram avatar, who was Parashuram? Angry Parashuram, Parashurama, dashavatar, sixth avatar, brahmakunda, where is brahmakunda?, Holly water of brahmakunda, curse of Parashuram, পরশুরামের অভিশাপ, ব্রহ্মকুন্ড, ষষ্ঠ অবতার, পরশুরাম কে?,পরশুরামের দর্পচূর্ণ, পরশুরাম, রাম, রামচন্দ্র, জয় শ্রীরাম, বিশ্বামিত্র, মিথিলা, জনক রাজা, রামের শ্বশুর, fight between Rama and Parashuram,Lord Ram vs. Parashuram, why Parashuram challenged Rama,why parashurama hated kshatriyas,parshuram vs rama,রামায়নে পরশুরাম, মহাভারতে পরশুরাম, পরশুরামের মা, পরশুরামের বাবা, কামধেনু কী,পরশুরামের কাহিনী,পরশুরামের মাতৃহত্যা,পরশুরামের জীবন কাহিনী,পরশুরামের গল্প,পরশুরাম কাহিনী,পরশুরামের অজানা কাহিনী,parshuram story,parshuram er golpo dd bangla,parshuram vs ram,পরশুরাম কার অবতার #Dashavatar #Parshuram #Parashurama
Contact us on:
[email protected]

Комментарии

Информация по комментариям в разработке