What Experts Say About Achieving SUCCESS Quickly
🎵“আরো কাছে কাছি” 🎵
আরো কাছে কাছি…
আরো কাছে এসো…
আজ দু’জনে ঘুড়ি
রাস্তার ধারে ধারে…
এই ভিড়ের শহরে তুই আমার শান্তি,
দিন শেষে তোর কাছেই ফিরে পাই ক্লান্তি।
হাজার মুখের মাঝে তোর চেনা হাসি,
মন বলে—এই তো আমার সব চাইছি।
তোর পাশে হাঁটলে পথ ছোট লাগে,
অচেনা রাতও আপন হয়ে জাগে।
চোখে চোখ রাখলে কথা কমে যায়,
নীরবতাই তখন গান হয়ে যায়।
এই ব্যস্ত সময়ে
চুরি করা ক্ষণ,
তুই আর আমি—
এইটুকুই জীবন।
আরো কাছে কাছি
আরো কাছে এসো,
আজ দু’জনে ঘুড়ি
রাস্তার ধারে ধারে।
হাসিতে ভিজে যাক
এই শহরের রাত,
ভালোবাসা লিখি
দু’হাতে দু’জনার।
চায়ের কাপে ধোঁয়া, কথা এলোমেলো,
তোর নামটা নিলেই মনটা হয়ে গেলো।
লাল আলোতে দাঁড়িয়ে থাকা মুহূর্ত,
তোর হাতে হাত—সব দুশ্চিন্তা নিস্তব্ধ।
তুই পাশে থাকলে ভয় কিছু থাকে না,
ভেজা রাস্তাও তখন কাব্য লেখা।
সব না-পাওয়ার গল্প ভুলে যাই,
আজ শুধু তোর সঙ্গেই বাঁচতে চাই।
যদি রাত গভীর হয়,
থাকিস আমার পাশে,
এই শহর সাক্ষী থাক
আমাদের ভালোবাসে।
আরো কাছে কাছি
আরো কাছে এসো,
আজ দু’জনে ঘুড়ি
রাস্তার ধারে ধারে।
হাসিতে ভিজে যাক
এই শহরের রাত,
ভালোবাসা লিখি
দু’হাতে দু’জনার।
কাল কী হবে জানি না,
প্রশ্ন করি না আর,
এই মুহূর্তটাই
আমার সব উপহার।
যদি সময় থেমে যায়
এইখানেই আজ,
তোর চোখে চোখ রেখেই
চাই হারিয়ে যাক।
হাতের মুঠোয় হাত,
মন বলে—থামো,
এই গল্পটা আজ
শেষ হতে দিও না কো।
আরো কাছে কাছি
আরো কাছে এসো,
এই ভালোবাসা আজ
ছুঁয়ে যাক আকাশও।
রাস্তার ধারে ধারে
লিখে রাখি নাম,
তুই আর আমি—
একটাই তো গল্প, একটাই তো গান।
🎶 Welcome to Bengala AR – Your Ultimate Destination for Bengali & Hindi Songs! 🎶
আমাদের চ্যানেলে আপনি পাবেন হৃদয় ছোঁয়া বাংলা ও হিন্দি গান, পুরোনো স্মৃতিময় হিট গান থেকে শুরু করে একেবারে নতুন রিলিজ! 🎤
🎧 Romantic, Sad, Folk, Devotional, and Trending Songs – সব এক জায়গায়!
নতুন গান শুনুন, পুরনো গানকে ভালোবাসুন, এবং আমাদের সাথে গানের যাত্রায় থাকুন।
📌 Subscribe করুন এবং মিউজিকের জগতে ডুবে যান!
🎵 Feel the music. Live the melody.
Thanks,#song,#singer,#india,baul song,folk song,baul gaan,baul gan,hit baul gaan,notun baul gaan,mp3 baul gaan,baul song old,motivational video,personal development,inspiration,self improvement,বাংলা গান,inspirational video
Информация по комментариям в разработке