ময়মনসিংহের ভালুকায় হেযবুত তওহীদের বিরুদ্ধে ধর্মীয় উন্মাদনা ঘটিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য একটি ধর্মব্যবসায়ী গোষ্ঠী অপচেষ্টা চালাচ্ছে। হেযবুত তওহীদ সম্পর্কে স্থানীয় জনগণের মধ্যে ইচ্ছাকৃতভাবে গুজব প্রচার করছে। এমন সব কথা আমাদের নামে চালিয়ে দিচ্ছে যা আমরা বিশ্বাস করা দূরে থাক- কল্পনাও করতে পারি না।
ভিডিওর এই আলোচনাটি আমি রেখেছিলাম ময়মনসিংহের ভালুকায়। ভালুকার স্থানীয় জনগণের প্রতি আমার অনুরোধ থাকবে- আমার এই বক্তব্যটি আপনারা মনোযোগ দিয়ে দেখুন। আমার কথাগুলো যৌক্তিক নাকি অযৌক্তিক, সত্য নাকি মিথ্যা, ইসলামের পক্ষে নাকি বিপক্ষে- তা নিজেরাই বিবেকবুদ্ধি দিয়ে বিচার করুন। কারো গুজবের প্রচারণায় কান না দিয়ে মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের কর্তব্য হলো সত্য-মিথ্যা যাচাই করে তারপর সিদ্ধান্ত নেওয়া।
ধর্মব্যবসায়ীরা যা বলে মিথ্যা বলে। তাদের কথাকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, কারণ আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, “যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই, তার অনুসরণ করো না। নিশ্চয় কান, চক্ষু ও অন্তঃকরণ এদের প্রত্যেকটিই জিজ্ঞাসিত হবে (সুরা বনি ইজরাইল: ৩৬)।”
হেযবুত তওহীদ:
একটি অরাজনৈতিক ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন। বাংলাদেশের প্রায় সবগুলো জেলাতেই আমাদের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত। ধর্মব্যবসা, ধর্ম নিয়ে অপরাজনীতি, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আদর্শিক প্রচারণা চালিয়ে আমরা দেশব্যাপী সুপরিচিতি লাভ করে যাচ্ছি।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য:
মানবজাতির অশান্তির মূল কারণ বর্তমান বস্তুবাদী দাজ্জালীয় সভ্যতার জীবনদর্শনের পরিবর্তে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমগ্র মানবজাতিকে তওহীদ অর্থাৎ আল্লাহর হুকুমের উপর, ন্যায়ের পক্ষে, ধর্মব্যবসা, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, অপরাজনীতিসহ সকল অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার মাধ্যমে ন্যায়, সুবিচার, নিরাপত্তা, এক কথায় শান্তি প্রতিষ্ঠা করা এবং পরকালীন মুক্তি নিশ্চিত করা।
Must subscribe to get new videos of us.
Please Website Visit:
http://www.hezbuttawheed.org/
Like Facebook Page:
/ emamht
/ htiwot
/ systempaltai
হিজবুত তাওহীদ, হেযবুত তওহীদ, হেজবুত তাওহীদ হিজবুত তওহীদ, হিজবুত তাওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম, মোহাম্মদ বায়াজীদ খান পন্নী, বাংলা ওয়াজ, Hizbut Towheed, Hizbut Towhid, Hezbut towheed, Hezbut Towhid, দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা, ধর্মব্যবসা, ধর্মব্যবসায়ী আলেম, হিজবুত তাওহীদের নামাজ, হিজবুত তাওহীদের ইমামের বক্তব্য
#Emamht #Hezbut_Tawheed #Dajjal #true_Islam #Hossain_Mohammad_Salim
Информация по комментариям в разработке