অগ্রদ্বীপ গোপীনাথ মেলা | Agradwip Mela | ভারতের একমাত্র শ্রাদ্ধের মেলা 🙏

Описание к видео অগ্রদ্বীপ গোপীনাথ মেলা | Agradwip Mela | ভারতের একমাত্র শ্রাদ্ধের মেলা 🙏

অগ্রদ্বীপ গোপীনাথ মেলা | Gopinath Mela 🙏| শ্রাদ্ধের মেলা Agradwip Village Mela in Bengali
Agradwip Gopinath Mela 2024: Devotional Dance & Celebrations
Agradwip Mela 2024 | অগ্রদ্বীপ গোপীনাথ মেলা ২০২৪

পূর্ব বর্ধমান অগ্রদ্বীপ ঐশ্বর্যময় দর্শন , হাওড়া-কাটোয়া লাইনে কাটোয়ার তিনটি স্টেশন আগে অগ্রদ্বীপ। গঙ্গার তীরে গড়ে ওঠা অগ্রবর্তী গ্রাম হিসেবে এই নামকরণ। গ্রামটি স্টেশন থেকে ৩ কিলোমিটার দূরে গঙ্গার অপর পারে। বর্ধমান জেলার অন্তর্ভুক্ত হলেও জায়গাটি নদিয়া ঘেঁষা। গঙ্গা এখানে অপ্রশস্ত খালের মতো।
দোল পূর্ণিমার পরের কৃষ্ণা একাদশীতে ঘোষ ঠাকুরের প্রয়াণতিথি অনুসারে ‘চিঁড়ে মহোৎসব’-এর মধ্য দিয়ে মেলার শুরু। ওই দিন মন্দির থেকে গোপীনাথ বিগ্রহ নিয়ে আসা হয় গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরে, দেবতার হাত দিয়ে মানব পিতার কুশ ও পিণ্ডদানের উদ্দেশে। দেবতাকে কাছা পরিয়ে তাঁর মানবপিতার শ্রাদ্ধানুষ্ঠানের এমন বিরল নমুনা চাক্ষুষ করতে হলে আসতে হবে গ্রামবাংলার এই মেলা প্রাঙ্গণে। প্রচলিত নিয়ম মেনে আগত পুণ্যার্থীদের সঙ্গে গ্রামবাংলার মানুষও এ দিন অরন্ধন পালন করেন। দ্বিতীয় দিনে অন্ন মহোৎসব, তৃতীয় দিন গঙ্গা স্নান, চতুর্থ দিন স্থানীয় ভাবে পালিত গোপীনাথের দোলের মধ্য দিয়ে মেলা শেষ।
মেলাটি নিতান্তই গ্রামীণ মেলা যাত্রীরাও কাছে-দূরের গ্রামীণ মানুষ, আসেন তীর্থ করতে। অধিকাংশই অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণির মানুষ। বাণিজ্যিক দিকটাও তেমনই। বেশ কিছু দোকান বসলেও বেশির ভাগই হরেক মাল ১০ টাকা গোছের। ব্যতিক্রম শুধু কাটোয়ার বিখ্যাত কাঠের পুতুল। গ্রাম বাংলায় এখনও এই পুতুলের ভালোই চাহিদা। শিল্পীদের সঙ্গে তাঁদের পরিবারও উপস্থিত থাকে এই মেলায়।
সব মিলিয়ে লক্ষাধিক মানুষের সমাগম হয় এই মেলায়। কারও কারও মতে সংখ্যাটা ৫-৬ লক্ষ ছাড়িয়ে যায়। যত দিন যাচ্ছে ততই নতুন করে জনজোয়ারে ভাসছে অগ্রদ্বীপের মেলা।

Agradwip Gopinath Mela 2024: Celebrating Faith & Tradition in Purba Burdwan, West Bengal
A Glimpse into the Agradwip Gopinath Mela 2024: A Vibrant Festival in Nadia
The Enchanting Agradwip Gopinath Mela 2024: Immerse Yourself in the Festivities





#agradwipdham
#gopinathmela
#culture
#fair
#rurallife
#lifestyle
#travelvlog
#2024
#2024mela

Комментарии

Информация по комментариям в разработке