যুক্তরাষ্ট্রে ফ্লোরে বসে ‘তুফান’ দেখছে অনেকে । Toofan । Bijoy TV

Описание к видео যুক্তরাষ্ট্রে ফ্লোরে বসে ‘তুফান’ দেখছে অনেকে । Toofan । Bijoy TV

#Toofan #তুফান

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খানের ‘তুফান’ ছবির রমরমা অবস্থা বিরাজ করছে মার্কিন মুলুকেও। বাংলাদেশের মতো সেখানেও সিনেমাটি দেখতে তুমুল আগ্রহ দর্শকদের। ২৮ জুন ‘তুফান’ মুক্তির পর যুক্তরাষ্ট্রের সবগুলো শো-ই হাউজফুল গেছে বলে জানাচ্ছেন কনটেন্ট ক্রিয়েটররা। শুধু তাই নয়, মজার ব্যাপার হচ্ছে থিয়েটারের আয়তনের চেয়েও বেশি দর্শক আসায় অনেকে ফ্লোরে বসে ‘তুফান’ দেখেছেন।
রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ যুক্তরাষ্ট্র ও কানাডায় পরিবেশন করছে বায়োস্কোপ ফিল্মস। সপ্তাহ ব্যাপী দেশটির ১০ রাজ্যে ২২টি থিয়েটারে চলছে ‘তুফান’। বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ জানান, প্রচুর দর্শক টিকিট কাটতে না পেরে ফেরত গেছেন।
রাজ হামিদ আরও জানান, ছয় বছর ধরে বিদেশের মাটিতে ৪৫টি দেশে সিনেমা দেখিয়েছেন তারা। প্রথম দিনেই এতো হল হাউজফুল আগে কখনো হয়নি। তিনি আশা করছেন, যুক্তরাষ্ট্রে মুক্তি দেয়া বাংলাদেশের অতীতের সব সিনেমার রেকর্ড ভাঙবে ‘তুফান’।
নিউ ইয়র্ক প্রবাসী ফারজানা আক্তার ‘তুফান’ দেখে এক ভিডিওবার্তায় বলেছেন, অনেকে ‘তুফান’ দেখতে না পেরে ফিরে গেছে। অনেকে থিয়েটারের মধ্যে সিট না পেয়ে ফ্লোরে বসেও ‘তুফান’ দেখেছে। নিউ জার্সি থেকে দুই ঘণ্টার পথ পাড়ি দিয়ে ফ্যামিলিসহ কেউ কেউ নিউ ইয়র্কে ‘তুফান’ দেখতে এসেছে।
বায়োস্কোপ ফিল্মসের পক্ষে জানা যায়, ১২ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের অন্তত ৪০টি শহরে ‘তুফান’ প্রদর্শিত হবে। শুধু যুক্তরাষ্ট্র নয়, কানাডা, অস্ট্রেলিয়া, সুইডেন, মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর ১৬টি দেশে একযোগে চলছে ‘তুফান’।

copyright © A BIJOY TV Production-2024

সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook:   / bijoytvlimited  
Youtube:    / bijoytvofficial  

Комментарии

Информация по комментариям в разработке