কপোতাক্ষ নদ।Kopotakkho Nod।Mical Modhusudan_Datta। ssc

Описание к видео কপোতাক্ষ নদ।Kopotakkho Nod।Mical Modhusudan_Datta। ssc

কপোতাক্ষ নদ
মাইকেল মধুসূদন দত্ত


Nine Ten Bangla 1st Paper Kobita Kopotakkho Nod। Mical Modhusudan Datta । education।
কপোতাক্ষ নদ।। মাইকেল মধুসূদন দত্ত।। ।।বাংলা সাহিত্য।। নবম দশম বাংলা ১ম পত্র।।অনলাইন ভিডিও ক্লাস।

#Nine_Ten_Bangla_1st_Paper
#kopotakkho_nod
#Education
#Nurun_nahar_begum
#Nahar_mam
#Nnb

↘️ মধুসূদন দত্ত ১৮২৪ খ্রিষ্টাব্দের ২৫শে জানুয়ারি যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।

↘️স্কুলজীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তাঁর তীব্র অনুরাগ জন্মে।

↘️১৮৪২ খ্রিস্টাব্দে তিনি খ্রিস্টধর্মে দীক্ষিত হন। তখন তাঁর নামের প্রথমে যোগ হয় 'মাইকেল'।

↘️পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাঁকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তাঁর এই ভুল ভেঙেছিল।
↘️বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে তাঁর কবিপ্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে। তাঁর অমর কীর্তি 'মেঘনাদবধ কাব্য'। তাঁর অন্যান্য : তিলোত্তমাসম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতাবলি। তাঁর নাটক : কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী; এবং প্রহসন : একেই কি বলে সভ্যতা ও বুড় সালিকের ঘাড়ে রোঁ।
↘️বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা ।

↘️১৮৭৩ খ্রিষ্টাব্দের ২৯শে জুন কবি পরলোকগমন করেন।
↘️'কপোতাক্ষ নদ' কবিতাটি কবির চতুর্দশপদী কবিতাবলি থেকে গৃহীত হয়েছে। এই কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তাঁর অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে।
↘️কবি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে মধুসূদনl এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন ।

↘️ যখন তিনি ফ্রান্সে বসবাস করেন, তখন জন্মভূমির শৈশব-কৈশোরের বেদনা-বিধুর স্মৃতি তাঁর মনে জাগিয়েছে কাতরতা। দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান।

↘️কত দেশে কত নদ-নদী তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহডোরে তাঁকে বেঁধেছে, কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না।

↘️কবির মনে সন্দেহ জাগে, আর কি তিনি এই নদের দেখা পাবেন ! কপোতাক্ষ নদের কাছে তাঁর সবিনয় মিনতি-বন্ধুভাবে তাকে তিনি স্নেহাদরে যেমন স্মরণ করেন, কপোতাক্ষও যেন একই প্রেমভাবে তাঁকে সস্নেহে স্মরণ করে। কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে।

------------------------------------------------------------------------

📎নিমগাছ-   • নিমগাছ। বনফুল।Nimgach। Bonoful। ।Godd...  
------------------------------------------------------------------------

📎ঝর্ণার গান-   • ঝর্ণার গান।সত্যেন্দ্রনাথদত্ত।Jhornar ...  
------------------------------------------------------------------------

📎শি ও মনুষ্যত্ব -   • শিক্ষা ও মনুষ্যত্ব।মোতাহের হোসেন চৌধু...  
------------------------------------------------------------------------

📎মমতাদি-   • মমতাদি।মানিক বন্দ্যোপাধ্যায়।গদ্যMomot...  
------------------------------------------------------------------------

📎মানুষ কবিতা -   • মানুষ। কাজী নজরুল ইসলাম।Manush_Kobita...  
------------------------------------------------------------------------
#কপোতাক্ষ_নদ_কবিতা
#কপোতাক্ষ_নদ_কবিতার_ব্যাখ্যা
#মাইকেল_মধুসূদন_দত্তের_কবিতা

Комментарии

Информация по комментариям в разработке