Think and grow rich bangla pdf book | থিংক এন্ড গ্রো রিচ Pdf book | নেপলিয়ন হিল | Jioscope BD
এ বইতে সেই সিক্রেট বা গােপনীয়তার কথা রয়েছে যেখানে সহস্রাধিক মানুষের
লা সাল্লে এক্সটেনশন ইউনিভার্সিটিতে অ্যাডভার্টাইজিং ম্যানেজার হিসেবে কাজ করার সময় আমি ইউনির্ভাসিটির প্রেসিডেন্ট জে.জি, চ্যাপলিনের সঙ্গে দেখা করি। ওই সময় বিশ্ববিদ্যালয়টি তেমন নামকরা ছিল না। তবে তিনি ওই ফর্মুলাটি ব্যবহার করার পরে লা সাল্লে হয়ে ওঠে দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ।
আমি যে সিক্রেটটির কথা বলছি তা এ বইতে পঞ্চাশাধিকবার উল্লেখ করা হয়েছে। তবে সরাসরি কিছু বলা হয়নি। বিশেষ কোনাে নামেও একে উল্লেখ করা হয়নি। মি. কার্নেগিও আমাকে এভাবেই বলেছিলেন। তবে Those who are ready এবং Searching for it লেখায় এ সিক্রেটটির বিষয়ে সরাসরি আলােচনা করা হয়েছে।
তবে আপনি যদি এ গােপনীয়তা বা ফর্মুলাটি ব্যবহার করতে প্রস্তুত থাকেন তাহলে এটিকে আপনার নিজেরই চিনে নিতে হবে। কারণ প্রতিটি অধ্যায়েই এর উল্লেখ রয়েছে। আমি নিজেই বলে দিতে পারতাম তাহলে এটি আপনাকে আবিষ্কারের আনন্দ থেকে বঞ্চিত করত।
আমি যখন বইটি লিখছিলাম, আমার নিজের ছেলে, তখন সে কলেজের প্রথম বর্ষ শেষ করেছে, একদিন পাণ্ডুলিপির দ্বিতীয় অধ্যায়টি তুলে নিয়ে পড়ে এবং নিজেই সিক্রেটটি আবিষ্কার করে ফেলে। সে তথ্যটি এত চমৎকারভাবে কাজে লাগায় যে খুব ভালাে বেতনের একটি চাকরি পেয়ে যায়। ওর গল্প দ্বিতীয় অধ্যায়ে সংক্ষেপে বলা হয়েছে।
এই সিক্রেটটি প্রেসিডেন্ট উড্রো উইলসন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করেছিলেন। যারা যুদ্ধ করছিল, সেই প্রতিটি সৈনিককে এ সিক্রেটটির কথা বলা হয় তাদের ট্রেনিংয়ের সময়। প্রেসিডেন্ট উইলসন আমাকে বলেছেন যুদ্ধের জন্য ফান্ড তুলতে এ সিক্রেটটি একটি শক্তিশালী ফ্যাক্টর হিসেবে কাজকরেছিল।
কুড়ি বছরেরও আগে শ্রদ্ধেয় ম্যানুয়েল এল, বুয়েন (তখন ফিলিপিন্স দ্বীপপুঞ্জের রেসিডেন্ট কমিশনার) এ সিক্রেটটি ব্যবহার করে তাঁর লােকদের জন্য স্বাধীনতা এনে দেন। তিনি ফিলিপাইনকে স্বাধীন করেন এবং মুক্ত রাষ্ট্রটির প্রথম প্রেসিডেন্টের পদ অলংকৃত করেন। এ সিক্রেটটির একটি মজার বিষয় হলাে, যারা একবার এটি জেনে গিয়ে ব্যবহার করেছেন এবং বারবার সফল হয়েছেন, তারা আর কোনােদিন ব্যর্থ হতে চাননি। আমার কথা বিশ্বাস না হলে যারা এটি ব্যবহার করেছেন তাদের নামগুলােতে একবার চোখ বুলালেই আরঅবিশ্বাস থাকবে না।
যে সিক্রেটটির কথা আমি বলছি তা টাকা দিয়ে কেনা যায় না, এ অমূল্য। তবে যারা এর খোজ করবে না তারা এটির সন্ধানও পাবে না।
এর সঙ্গে শিক্ষার কিন্তু তেমন কোনাে সম্পর্ক নেই। আমার জন্মের বহু আগে টমাস আলভা এডিসন এ সিক্রেটটি পেয়ে যান এবং এটি বুদ্ধিদীপ্ত উপায়ে ব্যবহার করে হয়ে ওঠেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী। যদিও তিনি মাত্র তিন মাস স্কুলে পড়াশােনা করেছিলেন। এ সিক্রেট জেনে যান মি. এডিসনের এক বিজনেস সহযােগী । তিনি বছরে মাত্র ১১,০০০ ডলার আয় করতেন। কিন্তু সিক্রেটটি জানার পরে তিনি বিপুল বিত্তবৈভবের অধিকারী হন এবং তরুণ অবস্থাতেই ব্যবসা থেকে অবসর নেন। এর গল্প প্রথম অধ্যায়েই আপনারাপাবেন। তখন বুঝতে পারবেন ধনী হওয়া আপনার নাগালের বাইরে নয়, আপনি যা হতে চান এখনও তা হতে পারবেন, পাবেন অর্থ, খ্যাতি, স্বীকৃতি এবং সুখ ।
আমি এসব কথা জানলাম কী করে? এ বই পড়া শেষ করার আগেই আপনি জবাব পেয়ে যাবেন। জবাবটি আপনি প্রথম অধ্যায়ে পেতে পারেন আবার শেষ অধ্যায়েও এর উত্তর থাকতে পারে।
আমি যখন কুড়ি বছরের অনুসন্ধান চালাচ্ছিলাম, যে কাজটি নিয়েছিলাম মি. কার্নেগির অনুরােধে, আমি তখন শতাধিক সুপরিচিত মানুষকে বিশ্লেষণ করি, যাদের বেশির ভাগই স্বীকার করেছিলেন তাঁরা কার্নেগি সিক্রেট' অবলম্বন করেই বিপুল ধন সম্পদের মালিক হয়েছেন। এদের মধ্যে রয়েছেন১. হেনরি ফোর্ড২. জন ওয়ানামেকার৩, জর্জ এস, পার্কার৪. হেনরি এল ডােহাটি৫, জর্জ ইস্টম্যান৬. জর্জ ডব্লিউ ডেভিস৭, উইলবার রাইট৮ ড, স্টার জর্ডান৯, চার্লস এস, সােয়াপ১০, উ, ফ্রাংক গুণসালাস১১, কিং জিলেট১২. বিচারপতি ডেনিয়েল টি রাইট১৩, টমাস আলভা এডিসন১৪, এফ, ডব্লিউ উলওয়ার্থ১৫. এডওয়ার্ড এ, ফিলিনি১৬, আর্থার ব্রিসবেন১৭. ডব্লিউ. এম. হাওয়ার্ড ট্যাফট১৮, এডওয়ার্ড ডব্লিউ বক১৯, এলবার্ট এইচ গ্যারি২০. জন, এইচ, প্যাটারসন২১. স্টুয়ার্ট অস্টিন উইয়ের২২. জর্জ এম, আলেকজান্ডার২৩, জেনিংস র্যানডলফ২৪. ক্লারেন্স জরাে।২৫. উইলিয়াম রিগলেন জুনিয়র২৬. জেমস জে, হিল২৭. ই, এম, স্টাটলার২৮. সাইরাস এইচ কে, কার্টিস২৯, থিওডর রুজভেল্ট৩০. এলবার্ট হাবার্ড৩১. উইলিয়াম জেনিংস ব্রায়ান৩২. জে. ওডগেন আরসুর৩৩, হ্যারিস এফ, উইলিয়ামস৩৪. ডেনিয়েল উইলার্ড৩৫, র্যালফ এ উইকস৩৬. জন ডি, রকফেলার৩৭, ফ্রাংক এ, ভ্যানডারলিপ৩৮. কর্নেল রবার্ট এ. বলার৩৯, এডউইন সি, বার্নেস৪০. উইড্রো উইলসন৪১. লুথার বুরব্যাংক৪২. ফ্রাংক এ. মুনসে৪৩, আলেকজান্ডার গ্রাহাম বেল।৪৪. জুলিয়াস রােজেনওয়াল্ড৪৫. ড, ফ্রাংক ক্রেন৪৬. জে, সি, চ্যাপলিন৪৭, আর্থার ন্যাশ
যে শতাধিক বিখ্যাত আমেরিকান রয়েছেন, যারা কার্নেগি সিক্রেট ব্যবহার করে সফল হয়েছেন, তাঁদের একটি ভগ্নাংশ মাত্র এখানে উল্লেখ করা হলাে। আমি এমন কোনাে লােকের কথা শুনিনি যারা সিক্রেটটি ব্যবহার করেও সাফল্যঅর্জন করেননি।
বইটি পড়ার সময় স্মরণে রাখবেন এখানে শুধু ফ্যাক্টস দেয়া হয়েছে, এটি কোনাে ফিকশন নয়। আর প্রথম অধ্যায় শুরু করার আগে ছােট একটি পরামর্শ দিই যা কার্নেগির সিক্রেটকে চেনার জন্য ক্লু হিসেবে কাজ করতেও পারে। আর তা হলাে যারা জীবনে অনেক কিছু অর্জন করেছেন, ধনী হয়েছেন, তারা কিন্তু সকলেই একটি আইডিয়া নিয়ে শুরু করেছিলেন।
আপনারা যদি সিক্রেটটি জানার জন্য প্রস্তুত থাকেন, যদিও আমার ধারণা এর অর্ধেক আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন, আর বাকি অর্ধেক আপনারা বুঝতে বা চিনতে পারবেন যে মুহূর্তে এটি আপনাদের মন বা মস্তিষ্কে পৌছাবে, ঠিকসেই মুহূর্তে!
#Jioscopebd #thebookhouse
think and grow rich pdf download
think and grow rich bangla pdf book
bangla onubad pdf books free
Bangla Book Pdf Download Link
Информация по комментариям в разработке