আমি দিই পরিত্রাণ ।। Ami Dei Porittran ।। খ্রীষ্টিয় বাংলা গান ।। Christian Song
(১)
পাপের আঁধারে ডুবে ছিলাম, আশা ছিলো না কোথাও,
জীবনটা ছিলো নিঃস্বো, হৃদয় ছিলো ভয়াবহো
তখন এলেন যীশু, করুণায় ভোরিয়ে,
ক্রুশের রক্তে ধুয়ে দিলেন, ভালোবাসায় জোড়িয়ে।
দয়া আর করুণায়, তিনি করলেন আহবান,
“এসো আমার কোলে ফিরে, আমি দিই পরিত্রাণ (2)
(২)
তিনি নিয়েছেন আমার শাস্তি, আমি পেলাম শান্তি,
পাপের জ্বালা নিভে গেলো, পেলাম জীবনে মুক্তি
দয়া আর করুণায়, তিনি করলেন আহবান,
“এসো আমার কোলে ফিরে, আমি দিই পরিত্রাণ (2)
দয়া আর করুণায়, তিনি করলেন আহবান,
“এসো আমার কোলে ফিরে, আমি দিই পরিত্রাণ (2)
(৩)
জীবন পেলো নতুন আলো, মুছে গেলো সব ভয়,
যীশুর প্রেমে জেগে উঠলো, হৃদয় আজ নিশ্চয়
তাঁর প্রেমে মগনো আমি, সব দুঃখো গেছে দূরে,
আমার পথপ্রদর্শক তিনি, অনন্ত পথের সুরে।
দয়া আর করুণায়, তিনি করলেন আহবান,
“এসো আমার কোলে ফিরে, আমি দিই পরিত্রাণ (2)
(৪)
যীশুর নামে আছে শক্তি, আছে পরিত্রাণ,
তিনি দেন চিরোজীবন, করেন হৃদয় পবিত্র প্রাণ
যে তাঁকে ডাকে প্রানোভরে, তিনি থাকেন পাশে,
অন্ধকারের রাত কেটে যায়, আলো আসে কাছে।
দয়া আর করুণায়, তিনি করলেন আহবান,
“এসো আমার কোলে ফিরে, আমি দিই পরিত্রাণ (2)
(৫)
সারাজীবন গাইবো আমি, যীশুর মহিমা,
তাঁর প্রেমে আছে অনন্ত, মুছে দেয় সব গ্লানিমা।
হে প্রভু যীশু, রাখো আমায়, তোমারই পথে,
যতদিন প্রাণ থাকে, গাইব তোমারই তরে।
দয়া আর করুণায়, তিনি করলেন আহবান,
“এসো আমার কোলে ফিরে, আমি দিই পরিত্রাণ (4)
কথা- দানিয়েল বিশ্বাস
পবিত্র আত্মা এই চ্যানেলের মালিক। তাঁর গাইড লাইনে আমরা অগ্রসর হই।
Facebook link- https:/www.facebook.com/danielbiswasbd/
YouTube Link-
LinkedIn Link-
Email-
#WorshipSong #JesusSong #AxiosWorship #যীশুরগান #আরাধনাগান
Информация по комментариям в разработке