Potito || KaataalRaw V06 C05

Описание к видео Potito || KaataalRaw V06 C05

দৃষ্টি আকর্ষণঃ
এই গান সুখীদের জন্য নয়। তাদের গানটি শুনতে নিরুৎসাহিত করছি।
এরপরেও যদি শুনেন, দয়া করে আপনার মুল্যবান জাজমেন্ট নিজের কাছে সংরক্ষণ করুন। ধন্যবাদ।

আমাকে খাঁচায় ভরে রাখো
খুব বিপদজনক ভাবো
আমার পালক কেটে সাজাও তোমার বাসর ঘরের চাদর (২)

চৌদ্দ শিকে গড়া খাঁচা
আমি অংকে বড়ই কাঁচা
তাইতো গুনবোনা আর কতদিন বাকি শেষ কবে সাজা।

শুধু দুবেলা দুমুঠো খাবার দিও আবার যেন মৃত্যু না হয়।
মরে গেলে কে ভুগবে সাজা অপরাধী আমি-জন্মেছি তাই।

পায়ে পড়াও বেড়ী সাথে হাতকাড়া দু হাতে
কড়া নজরদারির মাঝে রেখো ভরসা নেই স্বভাবে।

শত রাত বয়ে যাক জীবনের অনুতাপ
আমি ধুঁকে ধুঁকে আজীবন কাটাবো তোমাদের অভিশাপ। (২)

আমি তোমাদের ঘাড়ে বোঝা
মেরুদন্ডটা নয় সোজা
তবু আবেগ বড় অবুঝ আমার বিবেক দিচ্ছে সাজা।

আমায় জিন্দা রেখে দাফন করো
নিন্দার কোপে টুকরো
পথের নেড়ি কুত্তাগুলোর খাবার হতে পেরে করি গর্ব। (২)

শুধু বুঝে শুনে গায়ে আগুন দিও আবার যেন মৃত্যু না হয়
মরে গেলে কে ভুগবে সাজা অপরাধী আমি-জন্মেছি তাই।
পায়ে পড়াও বেড়ী সাথে হাতকাড়া দু হাতে
কড়া নজরদারির মাঝে রেখো মানুষ যে স্বভাবে
আমি মানুষ যে স্বভাবে।

আমার রক্ত দিয়ে চিত্র এঁকে সাজাও তোমার দেয়াল
ভীষণ শক্ত হাতে দমন কর আমার মনের খেয়াল। (২)

শত রাত বয়ে যাক জীবনের অনুতাপ
আমি ধুঁকে ধুঁকে আজীবন কাটাবো মানুষ হবার পাপ।
আমি ধুঁকে ধুঁকে আজীবন কাটাবো তোমাদের অভিশাপ।



Lyric Tune Voice arrangement: Aia Lemonsky
#kaaktaal

Комментарии

Информация по комментариям в разработке